আকাশবাণী মৈত্রী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকাশবাণী মৈত্রী
সম্প্রচার এলাকাপশ্চিমবঙ্গ
বাংলাদেশ
স্লোগানদুই বাংলার মনের কথা
ফ্রিকোয়েন্সি৫৯৪ kHz / ৫০৫ মিটার
ভাষাবাংলা
ওয়েবকাস্টওয়েব স্ট্রীমিং

আকাশবাণী মৈত্রী বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।[১] এজন্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয় ফলে এটির সম্প্রচার পশ্চিমবাংলা ছাড়াও বাংলাদেশ থেকে শোনা যায়।

ইতিহাস[সম্পাদনা]

২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে একটি রেডিও চ্যানেল প্রতিষ্ঠার বিষয় আলোচনা হয়। পরবর্তীতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই রেডিও স্টেশন চালুর সিদ্ধান্ত নেয়। ২৩ আগস্ট ২০১৬ সালের ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই চ্যানেলের উদ্বোধন করেন।[২][৩]

অনুষ্ঠানমালা[সম্পাদনা]

এই স্টেশন প্রতিদিন দুইভাগে ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচারিত করে।

প্রচারের সময়
পশ্চিমবাংলার সময়
  • ০৬:০০ – ১৪:৩০
  • ১৫:৩০ – ২৩:০০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চালু হলো আকাশবাণী মৈত্রী"দৈনিক ইত্তেফাক। ২৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬ 
  2. "বাংলাদেশে পশ্চিমবঙ্গের 'আকাশবাণী মৈত্রী'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬ 
  3. "আকাশবাণী মৈত্রীর যাত্রা শুরু কলকাতায়, আরও কাছাকাছি কলকাতা-ঢাকা"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬