২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
তারিখ১৩ অক্টোবর ২০২২ – ১৫ অক্টোবর ২০২২
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক ব্রাজিল
বিজয়ী ব্রাজিল (৫ম শিরোপা)
রানার-আপ আর্জেন্টিনা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীব্রাজিল রোবের্তা মোরেত্তি (১২৯)
সর্বাধিক উইকেটধারীআর্জেন্টিনা অ্যালিসন স্টকস (৭)

২০২২ নারী দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের অক্টোবর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটি ছিল দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নারীদের দ্বাদশ আসর।[২] টুর্নামেন্টে স্বাগতিক ব্রাজিলের সাথে অংশগ্রহণ করে আর্জেন্টিনাপেরু[২] একই সাথে কানাডার প্রতিনিধিত্বকারী একটি দলের অংশগ্রহণে আমেরিকা চ্যাম্পিয়নশিপ নামে একটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়,[২] যেখানে কানাডার দলটির ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে গণ্য হয় না।[৩] ব্রাজিল ছিল বিগত আসরের চ্যাম্পিয়ন দল।[৪]

টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।[৫] অন্যদিকে আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিজয়ী হয় কানাডা একাদশ।[৬]

টুর্নামেন্টটি শেষ হওয়ার পরেই পুরুষদের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।[১]

দলীয় সদস্য[সম্পাদনা]

 আর্জেন্টিনা[৭]  পেরু[২]  ব্রাজিল[২]
  • অ্যালিসন স্টকস (অধি.)
  • অ্যালিসন প্রিন্স
  • আলবের্তিনা গালান
  • কোনস্তানসা সোসা
  • তামারা বাসিলে
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (উই.)
  • ভেরোনিকা ভাসকেস
  • মারিয়া কাস্তিনিয়েইরাস
  • মারিয়ানা মার্তিনেস
  • মার্তিনা দেল ভায়ে (উই.)
  • মালেনা লোয়ো (উই.)
  • লুসিয়া টেলর
  • হুলিয়েতা কালেন
  • মিলকা এস্তেবান লিনারেস (অধি.)
  • আনহিয়েয়া রুত্তি
  • এভেলিন আরমাস (উই.)
  • এরিকা বুস্তামেন্তে সাভেদ্রা
  • ওলিভিয়া এস্পিনোসা
  • জুলিসা লি
  • পিয়েরিনা কেলসি দে ওর্তিস
  • মারিয়া মেসোনেস ভেরা
  • মিলকা লিনারেস ফ্লোরেস
  • সামান্থা হিকম্যান
  • সিন্তিয়া ওরনা
  • সিসি ভারিয়াস আতেনসিও
  • স্টেসি দিয়াস
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • লিন্ডসে ভিলাস বোয়াস (সহ-অধি.) (উই.)
  • আনা ক্লারা সাবিনো
  • এভেলিন মুলার
  • কারোলিনা নাসিমেন্তো
  • নিকোল মোন্তেইরো
  • মারিআন আর্তুর
  • মারিয়া এদুয়ার্দা রিবেইরো
  • মারিয়া সিলভা
  • মোনিকে রুফিনো মাশাদো (উই.)
  • রেনাতা জি সোউজা
  • লরা আগাথা
  • লাইরা রিবেইরো বেন্তো
  • লাউরা কারদোসো

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ব্রাজিল +৫.৬৪৬
 আর্জেন্টিনা +৩.২৫৬
 পেরু −১০.৬৭৩

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

১৩ অক্টোবর ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
২৩৫/২ (২০ ওভার)
 পেরু
৩৩/৬ (২০ ওভার)
রোবের্তা মোরেত্তি ৭৭* (৪৬)
পিয়েরিনা কেলসি দে ওর্তিস ১/৫০ (৪ ওভার)
সামান্থা হিকম্যান ৮* (৫২)
রেনাতা জি সোউজা ২/৪ (২ ওভার)
ব্রাজিল ২০২ রানে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: অমল ভট্ট (মেক্সিকো) ও এমারসন ক্যারিংটন (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবের্তা মোরেত্তি (ব্রাজিল)
  • পেরু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোনিকে রুফিনো মাশাদো, লাইরা রিবেইরো বেন্তো (ব্রাজিল), এরিকা বুস্তামেন্তে সাভেদ্রা, পিয়েরিনা কেলসি দে ওর্তিস, মিলকা লিনারেস ফ্লোরেস ও সিসি ভারিয়াস আতেনসিও (পেরু)-এর টি২০আই অভিষেক হয়।

১৪ অক্টোবর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
পেরু 
৩১ (১৫.৪ ওভার)
 আর্জেন্টিনা
৩৫/০ (২ ওভার)
সামান্থা হিকম্যান ১৫* (৩৫)
অ্যালিসন স্টকস ৭/৩ (৩.৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ১৩* (৮)
আর্জেন্টিনা ১০ উইকেটে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: এমারসন ক্যারিংটন (বারমুডা) ও স্টিভেন কেইনস (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিসন স্টকস (আর্জেন্টিনা)
  • পেরু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিসন প্রিন্স (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।
  • অ্যালিসন স্টকস প্রথম আর্জেন্টিনীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

১৫ অক্টোবর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
১৩৩/৫ (২০ ওভার)
 ব্রাজিল
১৩৪/২ (১৭.৪ ওভার)
অ্যালিসন প্রিন্স ৪২ (৩০)
নিকোল মোন্তেইরো ২/২০ (৩ ওভার)
রোবের্তা মোরেত্তি ৫২* (৫১)
মারিয়ানা মার্তিনেস ১/৩৩ (৪ ওভার)
ব্রাজিল ৮ উইকেটে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ১, সেরোপেজিকা
আম্পায়ার: অস্কার আন্দ্রাদে (বারমুডা) ও আর্নল্ড ম্যাডেলা (কানাডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবের্তা মোরেত্তি (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩য় স্থান নির্ধারণী খেলা হিসেবে আর্জেন্টিনা ও পেরুর মধ্যে একটি অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ অক্টোবর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
২২৬/৪ (২০ ওভার)
 পেরু
৪৪/৩ (২০ ওভার)
ভেরোনিকা ভাসকেস ৬৯ (৬৩)
সামান্থা হিকম্যান ১/৪১ (৪ ওভার)
মিলকা এস্তেবান লিনারেস ১৪* (৫১)
অ্যালিসন স্টকস ১/৩ (৩ ওভার)
আর্জেন্টিনা ১৮২ রানে জয়ী
সাঁও ফের্নান্দো পোলো ও ক্রিকেট ক্লাব মাঠ ২, সেরোপেজিকা
আম্পায়ার: আর্নল্ড ম্যাডেলা (কানাডা) ও স্টিভেন কেইনস (বারমুডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভেরোনিকা ভাসকেস (আর্জেন্টিনা)
  • পেরু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Próximo objetivo ➡️ SUDAMERICANO 🗓️ Octubre 2022"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cricket Brazil to host 2022 Men's & Women's South American Championships"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ 
  3. @Emerging_96 (১৩ অক্টোবর ২০২২)। "The tournament begins today. All matches with Canada Women will be T20 Internationals without ranking points" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. "South American Championships Wrap"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  5. @WomensCricZone (১৬ অক্টোবর ২০২২)। "Brazil 🇧🇷 crowned South American champions for the 5⃣th time! 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  6. @canadiancricket (১৬ অক্টোবর ২০২২)। "Champions 🏆" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "🏏 SUDAMERICANO DE CRICKET 🏏 Categoría Mayores - Mujeres @flamingoscricketargentina 🙌🥇🦩"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]