ঘোষ জিহ্বৌষ্ঠ্য নাসিক্যধ্বনি হল এক বিশেষ প্রকার ব্যঞ্জন ধ্বনি যা পৃথিবী মাত্র দুটি ভাষায় দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় এই ধ্বনিকে ⟨n̼⟩ বা ⟨m̺⟩ দ্বারা প্রকাশ করা হয়।
ঊচ্চারণরীতি অনুযায়ী এটি এক প্রকারের স্পর্শধ্বনি, অর্থাৎ এটির উচ্চারণের সময় শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয়। আবার যেহেতু এটি নাসিক্যধ্বনি তাই বাধাপ্রাপ্ত শ্বাসবায়ু নাসিকা দ্বারা প্রবাহিত হয়।