অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি
ɳ̊
এনকোডিং
এন্টিটি (দশমিক)̊
ইউনিকোড (ষটদশমিক)U+030A

অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি হল পৃথিবীর অন্যতম বিরল ব্যঞ্জনধ্বনিআন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে একে ⟨ɳ̊⟩ দ্বারা প্রকাশ করা হয়। একটি অত্যন্ত বিরল ধরনের ব্যঞ্জনধ্বনি, যা খুব কম কথ্য ভাষায় ব্যবহৃত হয়।[১]

বৈশিষ্টসমূহ[সম্পাদনা]

  1. উচ্চারণরীতি অনুযায়ী এটি এক বিশেষ প্রকারের স্পর্শধ্বনি, তাই শ্বাসবায়ু জিহ্বা দ্বারা বাধাপ্রাপ্ত হলে এর উচ্চারণ হয়।
  2. আবার যেহেতু এটি নাসিক্যধ্বনিও বটে তাই বাধা প্রাপ্ত শ্বাসবায়ু নাসিকা দ্বারা নির্গত হয়।
  3. এর উচ্চারণ স্থানানুযায়ী এটি মূর্ধন্য ধ্বনি, সুতরাং জিহ্বার নিম্নভাগ ও মূর্ধার সাহায্যে এর উচ্চারণ হয়।
  4. অনেক সময় মূর্ধন্যীভবনের অভাবে পশ্চাদ্দন্ত মূল ও জিহ্বার অগ্রভাগ থেকে এর উচ্চারণ হয়।
  5. এটি অঘোষ ধ্বনি তাই উচ্চারণকালে স্বরতন্ত্রীদ্বয় কম্পিতন হয় না।
  6. মধ্যব্যঞ্জন হওয়ার সুবাদে মুখের মধ্যভাগ এটি উচ্চারিত হয়।
  7. এটি ফুসফুসীয় ধ্বনি তাই উচ্চারণের সময়কার বায়ুপ্রবাহ ফুসফুসমধ্যচ্ছদা দ্বারা নির্গত হয়।

উপস্থিতি[সম্পাদনা]

এটি লাই ভাষাতে দেখা যায়।

আরও জানুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Voiceless retroflex nasal"Paul Marciano Wiki (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

⟨ɳ̊⟩ যুক্ত ভাষাসমূহ