ঘোষ উভয়ৌষ্ঠ্য উষ্মধ্বনি (ইংরেজি: Voiced bilabial fricative) এক ধরনের ব্যঞ্জনধ্বনি, যা কোন কোন মনুষ্য কথ্য ভাষাতে ব্যবহৃত হয়। ধ্বনিটিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে β প্রতীক দিয়ে নির্দেশ করা হয়, এবংX-SAMPA পদ্ধতিতে এর প্রতীক B।
কিছু কিছু ব্রাউজার এই পৃষ্ঠার আ-ধ্ব-ব বর্ণগুলো ঠিক মত প্রদর্শন করতে পারবে না। এক ঘরে দুই বর্ণ থাকলে, ডানদিকের বর্ণটি ঘোষ ধ্বনি। যেসব ঘরে তারকাচিহ্ন আছে সেই ধ্বনিগুলো কোনও ভাষায় ধ্বনিমূল হিসাবে ব্যবহৃত হয় না। যেসব ঘর ছায়াবৃত করা হয়েছে সেগুলোর উচ্চারণ অসম্ভব।