বাগআঁচড়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাগআঁচড়া
ইউনিয়ন
বাগআঁচড়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাশার্শা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৮০.৫০ বর্গকিমি (৩১.০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৮,৯৬৫
 • জনঘনত্ব৪৮০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbagachraup.jessore.gov.bd

বাগআঁচড়া ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত শার্শা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে কায়বা ইউনিয়ন, দক্ষিণে উলাশী ইউনিয়ন, পূর্বে ঝিকর গাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন এবং পশ্চিমে গোগা ইউনিয়ন পরিষদ অবস্থিত। ২০১৬ সালের আদম শুমারি অনুযায়ী ইউনিয়নটির লোকসংখ্যা ৩৮,৯৬৫ জন, গ্রামের সংখ্যা ১৪ টি, মৌজার সংখ্যা ১১টি, হাট/বাজার সংখ্যা ৫৬টি, এবং খানার সংখ্যা ৮৪৭ টি।

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. বাগআঁচড়া
  2. পিঁপড়াগাছি
  3. সোনাতনকাটি
  4. বসতপুর
  5. ০১ নং কলোনী
  6. ০২ নং কলোনী
  7. শরিফপুর
  8. টেংরা
  9. মহিষাকুড়া
  10. বাগাডাঙ্গা
  11. সামটা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে বাগআঁচড়া ইউনিয়ন"bagachraup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭