হাজিরবাগ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাজিরবাগ ইউনিয়ন
ইউনিয়ন
হাজিরবাগ ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলাঝিকরগাছা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,২৪৭
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হাজিরবাগ ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী হাজিরবাগ ইউনিয়নের পূর্বপ্রান্তে রয়েছে কপোতাক্ষ নদ এবং এর পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত দক্ষিণ ঝিকরগাছার সর্ব বৃহৎ শহর বাঁকড়া বাজার । এ ইউনিয়নের পশ্চিম প্রান্তে রয়েছে শার্শা থানা। দক্ষিণে বাঁকড়া ইউনিয়ন, উত্তরে নির্বাসখোলা ইউনিয়ন এবং পূর্ব প্রান্তে কপোতাক্ষ নদ পার হয়েই মনিরামপুর থানা। ইউনিয়নটি ১৫টি গ্রাম এবং ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।

গ্রামসমূহ[সম্পাদনা]

চৌগাছা ইউনিয়নে মোট ১৫টি গ্রাম রয়েছে।

  1. হাজিরবাগ
  2. রায়পটন
  3. বিষ্ণুপুর
  4. সোনাকুড়
  5. মহেশপাড়া
  6. কুল্যা
  7. ইস্তা
  8. জুগিহুদা
  9. মাটিকোমরা
  10. মুকুন্দপুর
  11. ধল্যা
  12. বরুনহাল
  13. পাঁচপোতা
  14. কোমরচাঁন্দা
  15. দেউলি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হাজিরবাগ ইউনিয়ন"hajirbaghup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭