শহীদুল্লাহ দুলাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদুল্লাহ দুলাল
জাতীয়তাবাংলাদেশী
পেশাচিত্রগ্রাহক
কর্মজীবন১৯৮৭-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার)

শহীদুল্লাহ দুলাল একজন বাংলাদেশী চিত্রগ্রাহক। তিনি হাসন রাজা (২০০২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

শহীদুল্লাহ দুলাল সহকারী চিত্রগ্রাহক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি চিত্রগ্রাহক শেখ সামসুদ্দিনের সাথে হারানো সুর (১৯৮৭) এবং কাজী বশিরের সাথে ক্ষতিপূরণ (১৯৮৯) ও ঘৃণা (১৯৯৪) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেছেন।

তিনি হাসন রাজা (২০০২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম পরিচালক টীকা
১৯৮৭ হারানো সুর নারায়ণ ঘোষ মিতা সহকারী চিত্রগ্রাহক
১৯৮৯ ক্ষতিপূরণ মালেক আফসারী প্রধান সহকারী চিত্রগ্রাহক
১৯৯৪ ঘৃণা মালেক আফসারী সহযোগী চিত্রগ্রাহক
১৯৯৪ তুমি আমার জহিরুল হকতমিজ উদ্দিন রিজভী
১৯৯৪ ডন এ জে রানা
১৯৯৫ আশা ভালবাসা তমিজ উদ্দিন রিজভী
১৯৯৬ সত্যের মৃত্যু নেই ছটকু আহমেদ
১৯৯৭ বুকের ভিতর আগুন ছটকু আহমেদ
১৯৯৯ অনন্ত ভালবাসা সোহানুর রহমান সোহান
২০০০ চুরমার ইফতেখার জাহান
২০০২ জুয়াড়ী এ কিউ খোকন
২০০৩ কখনো মেঘ কখনো বৃষ্টি মৌসুমী
২০০৩ মানিক বাদশা এম এ আউয়াল
২০০৩ হাছন রাজা চাষী নজরুল ইসলাম বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০৫ বলো না ভালোবাসি সোহানুর রহমান সোহান
২০০৭ বৃষ্টি ভেজা আকাশ সোহানুর রহমান সোহান
২০১০ চেহারা শহীদুল ইসলাম খোকন
২০১১ ওয়ান্টেড আজাদ খান
২০১৪ লোভে পাপ পাপে মৃত্যু সোহানুর রহমান সোহান

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চিত্রগ্রাহক হাসন রাজা বিজয়ী[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাদাকালোয় সোনালি দিন"বণিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৮, ২০১৫ 
  2. "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"bdnews24। আগস্ট ২০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]