মামিত জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মামিত জেলা
মিজোরামের জেলা
মিজোরামে মামিতের অবস্থান
মিজোরামে মামিতের অবস্থান
দেশভারত
রাজ্যমিজোরাম
সদরদপ্তরমামিত
তহশিল
সরকার
 • লোকসভা কেন্দ্রমিজোরাম
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৩,০২৫ বর্গকিমি (১,১৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮৬,৩৬৪
 • জনঘনত্ব২৯/বর্গকিমি (৭৪/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৮৪.৯৩
 • লিঙ্গানুপাত৯২৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

উত্তর পূর্ব ভারতে অবস্থিত মিজোরাম রাজ্যের আটটি জেলার মধ্যে একটি জেলার নাম মামিত জেলা৷ জেলাটির জেলাসদর মামিত শহরে অবস্থিত৷

নামকরণ[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

ভুপ্রকৃৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৬২৭৬৫(২০০১ জনগণনা) ও ৮৬৩৬৪(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৮ টি জেলার মধ্যে ৫ম৷ মিজোরাম রাজ্যের ৭.৮৭% লোক মামিত জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৯ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৩৭.৫৬%, যা ১৯৯১-২০১১ সালের -২.৭৭% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯২৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭৯৷[১]

ভাষা[সম্পাদনা]

মামিত জেলার ভাষাসমূহ ২০১১ [২].[৩]

  মিজো (৬২.৬১%)
  ককবরক (১৭.৬৪%)
  বাংলা (১৭.১৮%)
  হিন্দি (০.৫১%)
  অন্যান্য (২.০৬%)

ধর্ম[সম্পাদনা]

মামিত জেলার বিভিন্ন ধর্মাবলম্বী ২০১১ [৪]

  ইসলাম (২.০৬%)
  বৌদ্ধধর্ম (১৪.২৭%)
  অন্যান্য (০.২০%)

অবস্থান[সম্পাদনা]

মিজোরাম রাজ্যের উত্তরাংশে অবস্থিত মামিত জেলাটির উত্তরে আসাম রাজ্যের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাকরিমগঞ্জ জেলা, উত্তর পূর্বে(ঈশান) মিজোরামের কোলাসিব জেলা, পূর্বে মিজোরাম রাজ্যের আইজল জেলা, দক্ষিণে মিজোরাম রাজ্যের লুংলেই জেলা, দক্ষিণ পশ্চিমে(নৈঋত) বাংলাদেশ রাষ্ট্র, উত্তর পশ্চিমে(বায়ু) ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা অবস্থিত৷[৫]

শিক্ষা[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৭৯.১৪%(২০০১) তথা ৮৪.৯৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭২.৯৮%(২০০১) তথা ৮৯.১৩%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৭৪.৮১%(২০০১) তথা ৮০.৩৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.৯৪%৷[১]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

১৯৮৫ খ্রিষ্টাব্দে ৫০০ বর্গকিলোমিটার এর অধিক বিস্তৃৃত ডাম্পা ব্যাঘ্য সংরক্ষণ প্রকল্পটি ভারত সরকারের তত্ত্বাবধানে আসে৷[৬]

এছাড়া জেলাটির দর্শনীয় পাহাড়গুলি হলো- ডাম্পা পাহাড়, পাটলাবি লুংলেন পাহাড় ও ছড়পিয়াল পাহাড়৷

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

মামিত জেলাটি তিনটি তহশিল বা ব্লক (পোশাকি নাম গ্রামোন্নয়ন ব্লক) নিয়ে গঠিত৷ ব্লকগুলি হলো যথাক্রমে রেইয়েক, পশ্চিম ফাইলেং এবং জলনৌম৷ এছাড়া জেলাটিতে তিনটি বিধানসভাকেন্দ্র তথা হাছেক, ডাম্পা ও মামিত রয়েছে৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.census2011.co.in/census/district/386-mamit.html
  2. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  3. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬ 
  4. https://www.census2011.co.in/data/religion/district/386-mamit.html
  5. https://www.mapsofindia.com/maps/mizoram/tehsil/mamit.html
  6. Indian Ministry of Forests and Environment। "Protected areas: Mizoram. certificate"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১