সাহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহা (শাহা)
উচ্চারণসাহা
মূল
শব্দ/নামবাংলা
অর্থব্যবসায়ী, জমিদাৰ প্ৰভূতি
উৎস অঞ্চলবাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম (বরাক উপত্যকা), ত্রিপুরা
[১]

সাহা বা শাহা হলো একটি বাঙালি পদবি যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের দ্বারা ব্যবহৃত হয়।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

উনিশ শতকের পূর্বে সাহা সম্প্রদায় উপবর্ণ হিসেবে প্রতিষ্ঠা পায়নি। মধ্যযুগীয় শাস্ত্র ও সাহিত্যে তাদের অস্তিত্ব সম্পর্কে তেমন সাক্ষ্য পাওয়া যায় না। যদিও সাহারা নিজেদেরকে আর্য বৈশ্য বলে দাবি করে, কিন্তু ইতিহাস, সাহিত্য বা ধর্মপুস্তকে এ দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায় না। এ সম্প্রদায়ের লোকেরা শহর, বন্দর, গ্রাম সর্বত্রই বসবাস করে। এদের ধর্মীয় আচার-আচরণ অন্যান্য বাঙালি হিন্দুদের মতোই।[৩]

সাহিত্যে সাহা[সম্পাদনা]

পয়ার ছন্দে লেখা শ্রীশ্রীহরি লীলামৃতে সাহাদের উল্লেখ পাওয়া যায়।[৪]

এছাড়া হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা তে কিছু উল্লেখ পাওয়া যায়।

উল্লেখযোগ্য সাহা পদবির ব্যক্তিবর্গ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "1990 Census Name Files"United States Census Bureau। ৩০ মার্চ ২০০৫। ৩০ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮ 
  2. "বণিক - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ 
  3. "সাহা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ 
  4. "শ্রীশ্রীহরি লীলামৃত/মধ্য খণ্ড/সপ্তম তরঙ্গ/৬ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]