সাহা
সাহা (শাহা) | |
---|---|
উচ্চারণ | সাহা |
মূল | |
শব্দ/নাম | বাঙলা |
অর্থ | ব্যবসায়ী, সজ্জন ব্যক্তি |
উৎস অঞ্চল | বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা |
অন্য নামগুলো | |
ভিন্ন রুপ | numerous |
[১] |
সাহা বা শাহা হলো একটি বাঙালি হিন্দু পদবি। বাঙালি হিন্দু এই শাখা সম্প্রদায়ের বংশ ভিত্তিক পেশা ছিল ব্যবসা বাণিজ্য।[২] তবে সকল ব্যবসায়ীরাই সাহা পদবি ব্যবহার করেন না। আরও নানা পদবি আছে। চৌধুরী, রায়চৌধুরী, সরকার, ভৌমিক, দাস, মল্লিক, মজুমদার প্রভৃতি পদবির ব্যবহারও দেখা যায়। সাহাদের মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় তিন ধরনের ব্যবসায়ীই রয়েছে। সাহাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত।[৩]
ইতিহাস[সম্পাদনা]
উনিশ শতকের পূর্বে সাহা সম্প্রদায় উপবর্ণ হিসেবে প্রতিষ্ঠা পায়নি। মধ্যযুগীয় শাস্ত্র ও সাহিত্যে তাদের অস্তিত্ব সম্পর্কে তেমন সাক্ষ্য পাওয়া যায় না। যদিও সাহারা নিজেদেরকে আর্য বৈশ্য বলে দাবি করে, কিন্তু ইতিহাস, সাহিত্য বা ধর্মপুস্তকে এ দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায় না। এ সম্প্রদায়ের লোকেরা শহর, বন্দর, গ্রাম সর্বত্রই বসবাস করে। এদের ধর্মীয় আচার-আচরণ অন্যান্য বাঙালি হিন্দুদের মতোই।[৩]
সাহিত্যে সাহা[সম্পাদনা]
পয়ার ছন্দে লেখা শ্রীশ্রীহরি লীলামৃতে পাগলের প্রত্যাবর্ত্তন কবিতায় সাহাদের উল্লেখ পাওয়া যায়।[৪]
“ |
রাই এসে সেই বোঝা শীঘ্র নামাইল। |
” |
বিখ্যাত সাহা পদবির ব্যক্তিবর্গ[সম্পাদনা]
- মেঘনাদ সাহা - পদার্থবিদ
- ঋদ্ধিমান সাহা – ভারতীয় ক্রিকেটার
- অনামিকা সাহা – ভারতীয় বাংলা চলচ্চিত্র নায়িকা
- আরতি সাহা – ভারতীয় সাঁতারু
- অরুণ সাহা – বাংলাদেশী অভিনেতা
- অসীম সাহা – বাংলাদেশী কবি
- অসিত কুমার সাহা – National level wrestler
- বিদ্যা সিনহা সাহা মিম - বাংলাদেশী অভিনেত্রী
- বিপ্লব সাহা - বাংলাদেশী fashion designer
- চন্দ্রিমা সাহা – ভারতীয় বায়োলজিস্ট
- চিত্তরঞ্জন সাহা - বাংলাদেশী educator
- দেবজিত সাহা – ভারতীয় গায়ক
- ইমন সাহা - বাংলাদেশী music composer
- এনা সাহা – ভারতীয় সিনেমার নায়িকা এবং মডেল
- গোপীনাথ সাহা – Bengali activist for Indian independence
- লুইস সাহা – French former footballer
- মহাদেব সাহা – বাংলাদেশী কবি
- মৌসুমী সাহা – ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী
- পীযুষ সাহা - ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- প্রলয় সাহা – ভারতীয় ফুটবলার
- রণোদপ্রসাদ সাহা – বাংলাদেশী ব্যবসায়ী এবং দাতা
- সমীর কুমার সাহা - বাংলাদেশী মাইক্রোবায়োলজিস্ট
- সরস্বতী সাহা - ভারতীয় দৌড়বিদ
- সত্য সাহা - বাংলাদেশী সুরকার
- সেঁজুতি সাহা - বাংলাদেশী সায়েন্টিস্ট
- সিঁথি সাহা - বাংলাদেশী গায়িকা
- সুরজিৎ সাহা – ভারতীয় টেলিভিশন অভিনেতা এবং মডেল
- স্বপন সাহা – ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক
- ভিকি সাহা - ভারতীয় ক্রিকেটার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "1990 Census Name Files"। United States Census Bureau। ৩০ মার্চ ২০০৫। ৩০ মার্চ ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮।
- ↑ "বণিক - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭।
- ↑ ক খ "সাহা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭।
- ↑ "শ্রীশ্রীহরি লীলামৃত/মধ্য খণ্ড/সপ্তম তরঙ্গ/৬ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৭।