স্ব্যিন-পা-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্ব্যিন-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: sbyin pa rgya mtsho) বা ঙ্গাগ-দ্বাং-দ্পাল-ব্জাং (তিব্বতি: ངག་དབང་དཔལ་བཟངওয়াইলি: ngag dbang dpal bzang) (১৬২৯-১৬৯৫) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছেচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ত্শুল-খ্রিম্স-দার-র্গ্যাস ১৬২৯ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের সে-ম্দো (ওয়াইলি: se mdo) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি লাসা শহরে যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পঞ্চম দলাই লামা তাকে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা রচিত লাম-রিম-ছেন-মো (ওয়াইলি: lam rim chen mo) গ্রন্থ সম্বন্ধে শিক্ষাদান করেন। ব্লো-ব্জাং-দোন-য়োদ (ওয়াইলি: blo bzang don yod) নামক বিয়াল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা, 'জাম-দ্ব্যাংস-গ্রাগ্স-পা (ওয়াইলি: 'jam dbyangs grags pa) নামক ষষ্ঠ দলাই লামার শিক্ষক, রাব-ব্যাম্স-ছোস-র্জে-রিন-ছেন-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: rab 'byams chos rje rin chen rgya mtsho), 'জাম-দ্ব্যাংস-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: 'jam dbyangs rnam rgyal), 'জাম-দ্ব্যাংস-দ্গা'-বা'ই-ব্শেস-গ্ন্যেন (ওয়াইলি: 'jam dbyangs dga' ba'i bshes gnyen) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৬৮০ খ্রিষ্টাব্দে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৬৯২ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ছেচল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং চার বছর এই পদে থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ঙ্গাগ-দ্বাং-ব্রত্সোন-'গ্রুস (ওয়াইলি: ngag dbang brtson 'grus) নামক প্রথম 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa), ফা-বোং-কা-পা-'জাম-দ্ব্যাংস-গ্রাগ্স-পা (ওয়াইলি: pha bong kha pa 'jam dbyangs grags pa) প্রভৃতি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Forty-Sixth Ganden Tripa, Jinpa Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২১ 
পূর্বসূরী
ত্শুল-খ্রিম্স-দার-র্গ্যাস
স্ব্যিন-পা-র্গ্যা-ম্ত্শো
ছেচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ছোস-'ফেল