দাম-ছোস-দ্পাল-ব্জাং
দাম-ছোস-দ্পাল-ব্জাং (তিব্বতি: དམ་ཆོས་དཔལ་བཟང, ওয়াইলি: dam chos dpal bzang) (১৫৪৬-১৬২০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]দাম-ছোস-দ্পাল-ব্জাং ১৫৪৬ খ্রিষ্টাব্দে তিব্বতের 'জাং-ঝাব্স (ওয়াইলি: 'jang zhabs) নামক স্থানে জন্মগ্রহণ করেন। যৌবনে লাসা শহরের দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে তিনি সূত্র ও তন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেন। শিক্ষালাভের পর তিনি এই মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন ও পরে দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬১৮ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং তিন বছর ঐ পদে থাকেন। এই সময় এই বৌদ্ধবিহারে লি-মা-ল্হা-খাং (ওয়াইলি: li ma lha khang) নামক মন্দির নির্মাণ করান।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Thirty-First Ganden Tripa, Damcho Pelwa"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৮।
পূর্বসূরী ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো |
দাম-ছোস-দ্পাল-ব্জাং একত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী ত্শুল-খ্রিম্স-ছোস-'ফেল |