ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: ངག་དབང་ཆོས་ཀྱི་རྒྱལ་མཚནওয়াইলি: ngag dbang chos kyi rgyal mtshan) (১৫৭৫-১৬২৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চৌত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান ১৫৭৫ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ফান-য়ুল (ওয়াইলি: 'pan yul) নামক স্থানে জন্মগ্রহণ করেন। শৈশবে তাকে ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স নামক উনিশতম দ্গা'-ল্দান-খ্রি-পার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। শিক্ষালাভের পর তিনি লাসা শহরের র্গ্যুদ-স্মাদ মহাবিদালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬২৭ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের চৌত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং তিন বছর ঐ পদে থাকেন। এই সময় এই বিহারে দ্ঙ্গুল-গ্দুং-ছেন-মো (ওয়াইলি: dngul gdung chen mo) নামক ভবনের সোনালী ছাদের নির্মাণ করান।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Thirty-Fourth Ganden Tripa, Ngawang Chokyi Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৮ 
পূর্বসূরী
গ্রাগ্স-পা-র্গ্যা-ম্ত্শো
ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
চৌত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল