বিষয়বস্তুতে চলুন

ভারতের উপরাষ্ট্রপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের উপরাষ্ট্রপতি
भारत के उपराष्ट्रपति
দায়িত্ব
জগদীপ ধনখড়

১১ আগস্ট ২০২২ থেকে
সম্বোধনরীতিমাননীয় (আনুষ্ঠানিক)
জনাব. উপরাষ্ট্রপতি (অনানুষ্ঠানিক)
তার মহামান্য (কূটনৈতিক চিঠিপত্র)
সংক্ষেপেভিপি
বাসভবনউপরাষ্ট্রপতি ভবন, নয়া দিল্লি, দিল্লি, ভারত
নিয়োগকর্তাইলেক্টোরাল কলেজ অফ ইন্ডিয়া
মেয়াদকালপাঁচ বছর
নবায়নযোগ্য
গঠনের দলিলভারতের সংবিধান
সর্বপ্রথমসর্বপল্লী রাধাকৃষ্ণণ (১৯৫২–১৯৬২)
গঠন১৩ মে ১৯৫২; ৭২ বছর আগে (1952-05-13)
বেতন ৪,০০,০০০ (ইউএস$ ৪,৮৮৯.৩২) প্রতি মাসে[]
ওয়েবসাইটvicepresidentofindia.nic.in

ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের সংবিধান অনুসারে ভারতের ক্ষমতার দ্বিতীয় প্রধান ব্যক্তি। তিনি পদাধিকার বলে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান।

ভারতের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে প্রার্থীকে ভারতীয় নাগরিক, ৩৫ বছর বয়স্ক এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হবার যোগ্যতাসম্পন্ন হতে হয়। উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা রাজ্য আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারেন না। উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ঐ নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোটপত্রের মাধুমে তিনি নির্বাচিত হন।

ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "President, Vice President, Governors' salaries hiked to Rs 5 lakh, Rs 4 lakh, Rs 3.5 lakh respectively"www.timesnownews.com 

আরও দেখুন

[সম্পাদনা]