বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন | |
---|---|
অবস্থান | ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস |
মালিক | ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া |
পরিচালক | অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল |
নির্মাণ | ২০০০ |
উদ্বোধন | ২০০১ |
নির্মাণ খরচ | ৩ কোটি ৯৪ লাখ টাকা |
প্রাক্তন নাম | শাহ আজিজুর রহমান মিলনায়তন |
থিয়েটারের আসন | ১২০০ |
জায়গা | |
পার্কিং | স্থান নেই |
বাইসাইকেল পার্কিং | স্থান নেই |
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার কেন্দ্রীয় মিলনায়তন বা অডিটোরিয়াম।[১][২] এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) বলেও পরিচিত রয়েছে।[৩] মিলনায়তনটি ঝিনাইদহ জেলার ব্যক্তিত্ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়েছে।[৪] এটি ২০০০ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন হিসাবে নির্মাণ করা হয়েছিলো, তখন এই এই মিলনায়তনের নাম ছিলো ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। পরবর্তীতে ২০০১ সালে ও ২০১২ সালে নাম পরিবর্তন করে বর্তমান নামে আসা হয়। এই মিলনায়তনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আয়োজন, চলচ্চিত্র উৎসব, নাটিকা পরিবেশনসহ বিভিন্ন অভ্যন্তরীণ আয়োজনে ব্যবহৃত হয়ে থাকে।[৫][৬] বর্তমানে এই মিলনায়তনের পরিচালকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক মিজানুর রহমান।[৭]
ইতিহাস
[সম্পাদনা]মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় মিলনায়তনের নামকরণ করা হয়েছে একজন মুক্তিযোদ্ধার নামে, এতে বিশ্ববিদ্যালয়ে অসাম্প্রদায়িক চেতনার বিকশিত হবে।
তৎকালীন উপাচার্য রাশিদ আসকারী
২০০০ সালে ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে এই মিলনায়তন নির্মাণ করা হয়।[৮] এটির নাম দেওয়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র, সংক্ষেপে ডাকা হয় ইবি টিএসসিসি নামে। এরপরে ২০০১ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুষ্টিয়া জেলার ব্যক্তিত্ব শাহ আজিজুর রহমানের নামে শাহ আজিজুর রহমান মিলনায়তন নামকরণ করে।[৯]
২০১২ সালে মুনতাসীর মামুন (শহীদ স্মৃতিসৌধের ভাস্কর) ও শাহরিয়ার কবির হাইকোর্টে রিট করেন, এই মিলনায়তনের নামকরণ করা হয়েছে একজন স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী ব্যক্তির নামে, তাই এটির নাম পরিবর্তন করা দরকার।[১০] এই রিটের জের ধরে ২০১২ সালের ১৪ মে হাইকোর্ট এই স্থাপনার নাম পরিবর্তনের আদেশ দেন।[১১] এরপর ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেটে আলোচনা করে এই মিলানায়নের নাম নির্ধারন করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন।
২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাহবুবুর রহমান মিলনায়তনের বর্তমান নামের স্থলে শাহ আজিজুর রহমান মিলনায়তন বলায় সমালোচনার স্বীকার হন।[১২]
কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
[সম্পাদনা]ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ভবনের একাংশে ক্যাম্পাসের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া অবস্থিত। এখানে সকালে নানারকম নাস্তা জাতীয় খাবার পাওয়া যায়, দুপুরে ভাত, মাছ মাংস সহ বিভিন্ন দেশীয় খাবার পাওয়া যায় ও রাতে রাতের খাবার পাওয়া যায়। বর্তমানে ক্যাফেটেরিয়ার ডাইনিং ম্যানেজারের কাজ নিয়েছেন আরিফুল ইসলাম কলম। মিলানায়তনের পরিচালকই ক্যাফেটিয়ার পরিচালকের দায়িত্ব পালন করেন।[১৩] ২০১৯ সালে করোনা ভাইরাসের প্রকোপে ক্যাম্পাস ১৮ মাস বন্ধ থাকার পর ক্যাম্পাস চালু হলেও ক্যাফেটেরিয়া কয়েক মাস বন্ধ ছিলো।[১৪][১৫]
ব্যবহার
[সম্পাদনা]বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সাথে সংযুক্ত স্থাপনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও মিলানায়তন উভয়ই দ্বিতল বিশিষ্ট ভবন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নানা আয়োজনে এই মিলানায়তন ব্যবহৃত হয়ে থাকে। মিলানায়তনে মোট ১২০০ আসন রয়েছে।[১৬] এসব ব্যবহারের মধ্যে কিছু উল্লেখ করা হলো:
- এই মিলানায়তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন, বিভাগ এই অডোটেরিয়ামে তাদের বার্ষিক বা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
- বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ, ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এখানে চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।
- এই মিলানায়তনে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।
পরিচালকের তালিকা
[সম্পাদনা]- বাকী বিল্লাহ বিকুল
- ইয়াছিন আলী
- মিজানুর রহমান
- সরওয়ার মুর্শেদ
আরো দেখুন
[সম্পাদনা]- ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
- ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
- ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার
- খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার
- শহীদ স্মৃতিসৌধ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কেন্দ্রীয় মিলনায়তন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মদিন আজ"। Barta24। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "নান্দনিক সৌন্দর্যের প্রতিক ইবির টিএসসিসি"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮।
- ↑ "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান - এস, বি, কে ইউনিয়ন"। sbkup.jhenaidah.gov.bd। ২০২২-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "ইবিতে প্রথম আইন অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "আন্তর্জাতিক ছবি প্রদর্শন উৎসবে মেতেছে ইবি"। ঢাকা ইউজ ২৪। ২২ মে ২০২২। ১০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ "ইবি টিএসসির পরিচালক হলেন অধ্যাপক মিজান"। এনটিভি। ২০১৯-১১-২৪। সংগ্রহের তারিখ ২০২২-১০-১১।
- ↑ "ইবিতে শাহ আজিজুর রহমান হলের নাম পরিবর্তন"। banglanews24.com। ২০১৬-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ "শাহ আজিজুর থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান"। সমকাল। ২০২২-১০-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ইবি'র ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-১০-১০।
- ↑ ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'স্থাপনায় শাহ আজিজ- সবুরের নাম কেন অবৈধ নয়'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১১।
- ↑ নিউজ, ডেক্স (১৮ আগস্ট ২০২২)। "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনকে রাজাকার আজিজুর রহমান বললেন মাহবুবুর রহমান"। বিডি২৪লাইভ.কম। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২।
- ↑ Correspondent, University। "দুই মাস ধরে বন্ধ ইবির ক্যাফেটেরিয়া"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ "অবশেষে খুললো ইবির ক্যাফেটেরিয়া"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ "ইবির ক্যাফেটেরিয়া বন্ধে ভোগান্তিতে শিক্ষার্থীরা"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-৩০।
- ↑ নিউজ, সময়। "প্রাপ্তি-অপ্রাপ্তির ৪৩ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয় | বাংলাদেশ"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৭।