গাণিতিক রসায়ন
অবয়ব
গাণিতিক রসায়ন (ইংরেজি: Mathematical chemistry) রসায়নশাস্ত্রের একটি শাখা যেখানে গণিতের প্রয়োগ করে রাসায়নিক ঘটনাসমূহের গাণিতিক প্রতিমান নির্মাণ করাই মূল উদ্দেশ্য।[১] গাণিতিক রসায়নের সাথে গণনামূলক রসায়নশাস্ত্রের পার্থক্য রয়েছে।
গাণিতিক রসায়নশাস্ত্রে গবেষণার প্রধান প্রধান কিছু ক্ষেত্র হল রাসায়নিক গ্রাফ তত্ত্ব, যেখানে রাসায়নিক টপোগণিত যেমন আইসোমারদের গাণিতিক গবেষণা নিয়ে অধ্যয়ন করা হয়। এছাড়া দল তত্ত্ব (গ্রুপ থিওরি)-এর রাসায়নিক দিকগুলিও এখানে আলোচিত হয়, যা স্টিরিও-রসায়ন ও কোয়ান্টাম রসায়নে প্রয়োগ করা সম্ভব। আণবিক লেখচিত্র ও টপোগাণিতিক সূচক হলো গাণিতিক রসায়নের দুইটি প্রাথমিক প্রতিমান বা মডেল।
১৯শ শতকে গেয়র্গ হেল্ম গাণিতিক রসায়নের উপরে একটি সন্দর্ভ রচনা করেন, যাকে এই ক্ষেত্রটির প্রারম্ভ হিসেবে বিবেচনা করা যেতে পারে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ A review of the book by Ivan Gutman, Oskar E. Polansky, "Mathematical Concepts in Organic Chemistry" in SIAM Review Vol. 30, No. 2 (1988), pp. 348-350
- ↑ Helm, Georg. The Principles of Mathematical Chemistry: The Energetics of Chemical Phenomena. translated by J. Livingston R. Morgan. New York: John Wiley & Sons, 1897. [১]