এডওয়ার্ড জেমস অলমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Edward James Olmos থেকে পুনর্নির্দেশিত)
এডওয়ার্ড জেমস অলমস
Edward James Olmos
২০১৮ সালে সান দিয়েগো কমিক কনে অলমস
জন্ম
এডওয়ার্ড হুজিয়ার অলমস

(1947-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৪৭ (বয়স ৭৭)
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৭১-১৯৯২
দাম্পত্য সঙ্গীকাইজা কিল (বি. ১৯৭১; বিচ্ছেদ. ১৯৯২)
লরেইন ব্রাকো (বি. ১৯৯৪; বিচ্ছেদ. ২০০২)
লিমারি নাডাল (বি. ২০০২)
সন্তান

এডওয়ার্ড জেমস অলমস (ইংরেজি: Edward James Olmos; জন্ম: এডওয়ার্ড হুজিয়ার অলমস, ২৪ ফেব্রুয়ারি ১৯৪৭)[১] হলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সমাজকর্মী।[২] তিনি মিয়ামি ভাইস (১৯৮৪-১৯৮৯) টেলিভিশন ধারাবাহিকে লেফটেন্যান্ট মার্টিন "মার্টি" ক্যাস্টিলো, ব্যাটলেস্টার গ্যালাক্টিকা (২০০৪-২০০৯) ধারাবাহিকে উইলিয়াম অ্যাডামা, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার (১৯৮৮) চলচ্চিত্রে জেমি এস্কালান্তে ও ব্লেড রানার টুয়েন্টি ফোর্টি নাইন (২০১৭) চলচ্চিত্রে গোয়েন্দা গ্যাফ চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি মিয়ামি ভাইস ধারাবাহিকে অভিনয়ের জন্য ১৯৮৫ সালে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং টেলিভিশনে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি দ্য বার্নিং সিজন ধারাবাহিকে অভিনয় করে ১৯৯৪ সালে একটি প্রাইমটাইম এমির মনোনয়ন লাভ করেন এবং অপর একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারসেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৮ সালে তাকে এফএক্স চ্যানেলের ধারাবাহিক মায়ান্স এমসি-এ একজন সন্ত্রাসীর পিতার চরিত্রে দেখা যায়।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

এডওয়ার্ড হুজিয়ার অলমস ১৯৪৭ সালের ২৪শে ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। তার পিতা পেদ্রো অলমস এবং মাতা এলিনর হুজিয়ার।[৩] তার পিতা ১৯৪৫ সালে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়ায় আসেন এবং তার মাতা মেক্সিকান মার্কিন। তার যখন সাত বছর বয়স, তখন তার পিতামাতা আলাদা হয়ে যান এবং তিনি তার প্র-পিতামহের কাছে লালিত পালিত হন। তিনি শৈশবে পেশাদার বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন এবং ১৩ বছর বয়সে লস অ্যাঞ্জেলেস ডজার্স ফার্ম সিস্টেমে যোগ দেন। তিনি ১৫ বছর বয়সে বেসবল খেলা বাদ দেন এবং একটি রক অ্যান্ড রোল সঙ্গীতদলে যোগ দেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Edward James Olmos"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. বিয়েল, লুইস। "Activism Shapes Edward James Olmos' Life and Career -- AARP VIVA"এএআরপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Edward James Olmos Biography (1947-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Baseball Discovered: Who's Who: Edward James Olmos"মেজর লিগ বেসবল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]