রামোন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তদের তালিকা
অবয়ব
রামোন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্তদের তালিকা (ইংরেজি: List of Ramon Magsaysay Award winners) সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনকে তাদের স্ব-স্ব অবদানের ক্ষেত্রে প্রণীত তালিকাবিশেষ। রামোন ম্যাগসেসে পুরস্কারের জন্যে এশিয়ার বিভিন্ন দেশে নিয়োজিত ব্যক্তি বা সংগঠনকে ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসের নাম অনুসারে প্রবর্তিত এ পুরস্কার প্রদানের মাধ্যমে মূল্যায়িত করা হয়।
নিম্নের তালিকায় রামোন ম্যাগসেসে পুরস্কার প্রাপকদের তালিকা তুলে ধরা হলো। সম্পূর্ণ তালিকা দেখার জন্যে বহিঃসংযোগ অংশের মাধ্যমে দেখার জন্যে উৎসাহিত করা হচ্ছে। ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে পুরস্কার প্রাপকের জাতীয়তা অথবা জন্মস্থান ও নাগরিকত্ব দেখানো হয়েছে।
ম্যাগসেসে পুরস্কার প্রাপকবৃন্দ
সরকারী সেবা
জনসেবা
সামাজিক নেতৃত্ব
সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগে উদ্ভাবনী কলা
শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়
নতুন নেতৃত্ব
সাল | প্রাপক/সংগঠনের নাম | জাতীয়তা/কার্যক্রম গ্রহণের স্থান |
---|---|---|
২০০১ | অং চানথোল | কম্বোডিয়া |
২০০১ | দিতা ইনদাহ সেরি | ইন্দোনেশিয়া |
২০০২ | সন্দীপ পাণ্ডে | ভারত |
২০০৩ | এনিসেতো গুতারেজ লোপেজ | পূর্ব তিমুর |
২০০৪ | বেঞ্জামিন আবাদিয়ানো | ফিলিপাইন |
২০০৫ | উন হাই-রেন | দক্ষিণ কোরিয়া |
২০০৬ | অরবিন্দ কেজরিয়াল | ভারত |
২০০৭ | চেন গুয়াংচেং | চীন |
২০০৭ | চুং তো | চীন |
২০০৮ | আনন্দ গালাপ্পাত্তি | শ্রীলঙ্কা |
২০০৯ | ক স ওয়া | বার্মা |
২০১০ | ||
২০১১ | নীলিমা মিশ্র | ভারত |
২০১১ | হরিশ হন্দে | ভারত |
২০১১ | কৌল পানহা | কম্বোডিয়া |
২০১২ | রুইনদ্রিজার্তো | ইন্দোনেশিয়া |