বিষয়বস্তুতে চলুন

বৈভবী মার্চেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৈভবী মার্চেন্ট
২০১২ সালে বৈভবী মার্চেন্ট
জন্ম (1975-12-17) ১৭ ডিসেম্বর ১৯৭৫ (বয়স ৪৯)
পেশানৃত্য পরিচালক, অভিনেত্রী
কর্মজীবন১৯৯৯–বর্তমান
আত্মীয়
  • শ্রুতি মার্চেন্ট (বোন)
  • চিন্নি প্রকাশ (মামা)
ওয়েবসাইটwww.vaibhavimerchant.com

বৈভবী মার্চেন্ট (জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৭৫)[] হলেন একজন ভারতীয় নৃত্য পরিকল্পক, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম চলচ্চিত্রের "ঢোলি তারো ঢোল বাজে" গানের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বৈভবী মার্চেন্ট তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রমেশ মার্চেন্ট এবং মাতার নাম হৃদয়া মার্চেন্ট। তিনি নৃত্য পরিকল্পক বি. হীরালালের নাতনি এবং শ্রুতি মার্চেন্টের বড় বোন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি তার মামা চিন্নি প্রকাশের সহায়ক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবার নৃত্য পরিকল্পক হিসেবে একক কাজ করেছিলেন হাম দিল দে চুকে সনম চলচ্চিত্রে। এই চলচ্চিত্রের "ঢোলি তারো ঢোল বাজে" গানের নৃত্য পরিকল্পনার জন্য তিনি শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

তিনি ২০০০ সালে মালয়ালম চলচ্চিত্র স্নেহপুর্বম আন্না-তে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।

তিনি ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরত নিয়েছিলেন, পরবর্তীতে ২০০১ সালে লগান চলচ্চিত্রের "ও রি ছোরি" গানের নৃত্য পরিকল্পনার মাধ্যমে ফিরে আসেন। তারপরে তিনি বান্টি ঔর বাবলি (২০০৫) চলচ্চিত্রের "কাজরা রে" গানের নৃত্য পরিকল্পনা করেন, যার জন্য তিনি কয়েকটি পুরস্কার পেয়েছিলেন।[] তিনি দেবদাস, বাগবান, ফিদা, ধুম (পাশাপাশি এর দুটি সিক্যুয়েল), বীর-জারা, আজা নাচলে, রব নে বানা দি জোড়ি, আইয়্যা সহ বিভিন্ন চলচ্চিত্রের নৃত্য পরিকল্পনা করেছেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

নৃত্য পরিকল্পক হিসেবে

[সম্পাদনা]
মাধুরী দীক্ষিতের সাথে বৈভবী মার্চেন্ট

অভিনেত্রী হিসেবে

[সম্পাদনা]

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vaibhavi Merchant: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩০ 
  2. "Vaibhavi Merchant Awards: List of awards and nominations received by Vaibhavi Merchant | Times of India Entertainment"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৯ 
  3. "I can't help if Saroj Khan is upset: Vaibhavi Merchant"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০০৭-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৯ 
  4. "Sharing platform with Saroj Khan a privilege: Vaibhavi Merchant"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]