মহারাষ্ট্রে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহারাষ্ট্রে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী
Map of districts with confirmed cases (as of 8 April)
  ১০০+ নিশ্চিত ঘটনা
  ৫০–৯৯ নিশ্চিত ঘটনা
  ১০–৪৯ নিশ্চিত ঘটনা
  ১–৯ নিশ্চিত ঘটনা
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিSARS-CoV-2
স্থানমহারাষ্ট্র, ভারত
প্রথম সংক্রমণের ঘটনাপুনে
আগমনের তারিখ৯ মার্চ ২০২০
(৪ বছর, ৩ সপ্তাহ ও ৪ দিন)
নিশ্চিত আক্রান্ত১,৯৮২
সুস্থ২১৭
মৃত্যু
১৪৯
অঞ্চল
২৯ jela: Ahmednagar, Akola, Amravati, Aurangabad, Beed, Buldhana, Dhule, Gondia, Hingoli, Jalgaon, Jalna, Kolhapur, Latur, Mumbai City, Mumbai Suburban, Nagpur, Nashik, Osmanabad, Palghar, Pune, Raigad, Ratnagiri, Sangli, Satara, Sindhudurg, Solapur, Thane, Washim, Yavatmal
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
arogya.maharashtra.gov.in
Public Health Department, Maharashtra

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ২০১৯-২০ করোনাভাইরাস বৈশ্বিক মহামারীটির প্রথম ঘটনাটি ৯ মার্চ ২০২০-তে নিশ্চিত হয়েছিল। ১২ এপ্রিল অনুসারে মহারাষ্ট্রে, ১৪৯টি মৃত্যু এবং ২১৭ সুস্থ হয়ে ওঠার ঘটনা সহ মোট আক্রান্তের নিশ্চিত ঘটনার সংখ্যা ১,৯৮২।

রাজ্যের দুই তৃতীয়াংশেরও বেশি ঘটনা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল (এমএমআর) এ পাওয়া গেছে। ভারত সরকার কর্তৃক চিহ্নিত মুম্বই ও পুনেতে ১০টি করোনভাইরাস হটস্পট রয়েছে।[১]

সময়রেখা[সম্পাদনা]

এপ্রিল[সম্পাদনা]

  • ১ এপ্রিল মুম্বাইয়ের ৩০ জন, পুনেতে ২ জন এবং বুলধনায় ১ জন ইতিবাচক পরীক্ষিত হয়ে সংক্রমণ ৩৩৫ এ গিয়ে পৌছেছে।[২] ধারাভিতে একজনসহ মোট ৪ জনের মৃত্যুর পর[৩] মুম্বাইয়ের ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬।[৪]
  • ২ এপ্রিল, মহারাষ্ট্রে ৮৮ টি সংক্রমণের নতুন ঘটনার পর আক্রান্তের মোট সংখ্যা ৪২৩ দাঁড়িয়েছিল। এর মধ্যে মুম্বাইয়ের ৫৪, এমএমআরের অন্যান্য অংশে ৯ জন পুনেতে ৮, পিম্পরি-চিন্চওয়াদে তিনঞ্জন, আহমেদনগরে ৯ জন, আওরঙ্গবাদে ২ জন এবং বুলধানা, সাতারা ও ওসমানাবাদে প্রতিটিতে ১ জন করে আক্রান্ত হয়েছে। মুম্বাইয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন।[৫]
  • ৩ এপ্রিল মুম্বাইয়ে ৪৩ টি, এমএমআরের আশেপাশের এলাকায় ১০ টি, পুনেতে ৯ টি, আহমেদনগরে ৩ টি, ওয়াশিম ও রত্নগিরির প্রত্যেকটিতে ১ টি আক্রান্তের ঘটনা নিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ টিতে। দিনের বেলা আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।[৬]
  • ৪ এপ্রিল মুম্বাইয়ের ১০১ টি, এমএমআরের আশেপাশের অঞ্চলে ২২ টি, পুনেতে ১২, লাতুরের ৮ টি, ওসমানাবাদে ২ টি, হিঙ্গোলি, নাগপুর এবং অমরাবতীতে প্রত্যেকে ১ টি আক্রান্তের ঘটনা নিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫। মুম্বাইয়ে চারজন সহ এই দিনটিতে আরও ছয়জন মারা গিয়েছিল।[৭]
  • ৫ এপ্রিল, স্বাস্থ্য অধিদফতরের দ্বারা আরও ১৩ জন মৃত্যুর ঘোষণা করা হয়েছিল। মুম্বাইয়ে ৮, পুনেতে ৩, কল্যাণ-ডম্বিভলিতে ১ এবং আওরঙ্গবাদে ১ জন। এছাড়াও, ১১৩ টি নিশ্চিত সংক্রমণের ঘটনা পাওয়া গেছে, যাতে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮।[৮]
  • ৬ এপ্রিল, ভাসাই-ভিরারের এক নয় মাসের গর্ভবতী ৩০ বছর বয়সী মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে এই দিন ৭ টি মৃত্যুর ঘটনা সহ রাজ্যে মোট মৃতের সংখ্যা ৫০ পেরিয়ে গেল। এছাড়াও, রাজ্যজুড়ে ১২০ টি নতুন ইতিবাচক ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের বেশিরভাগই মুম্বইতে ৬৮ জনএবং পুনেতে ৪১ জন।[৯]
  • ৭ এপ্রিল ১৫০টি নতুন ঘটনা সহ ভারতের মধ্যে প্রথম মহারাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা ১০০০ জনের বেশি হল। একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস সহ এদিন মোট ১২ জনের মৃত্যু হয়েছে। নাগপুর, সাতারা এবং মীরা-ভাইন্দার এই তিন স্থানের প্রত্যেকটিতে প্রথম একজনের মৃত্যু হয় এবং মুম্বাই, পুনে ও কল্যাণে যথাক্রমে ৬ জন, ৩ জন ও ১জনের মৃত্যু হয়।[১০]
  • ৮ এপ্রিল, মহারাষ্ট্রে ১১৭ জনের ইতিবাচক পরীক্ষা হয়েছে এবং আরও ৮ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (মুম্বাইয়ে ৫ জন, পুনেতে ২ জন এবং কল্যাণে ১ জন)।[১১]
  • ৯ এপ্রিল, রাজ্যে আরও ২২৯ টি ঘটনা সামনে এসেছে এবং ২৫ জন মারা গিয়েছে। ২৫ জনের মৃতের মধ্যে ১৪ জন পুণে, মুম্বাইয়ে ৯ জন এবং মালেগাঁও ও রত্নগিরিতে প্রতি ১ জন । মুম্বাইয়ের এক ১০১ বছর বয়সী মহিলা এই রাজ্যের করোনাভাইরাসে মৃত সবচেয়ে বয়স্ক মানুষ।[১২]
  • ১০ এপ্রিল রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ২১০টি নতুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, এবং কেবল মুম্বাইয়ের মোট ঘটনার সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদিকে, দিনটিতে মুম্বাইয়ে ১০ জন এবং পুনে, ভাসাই-বিরর এবং পানভেল-এ প্রত্যেক স্থানে ১ জন করে মারা যাওয়ার খবর নিয়ে মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে রাজ্যজুড়ে মৃত্যুর সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।[১৩]
  • ১১ এপ্রিল, মহারাষ্ট্রে ১৭ জনের প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে ১২ টি মুম্বাইয়ে, পুনে থেকে ২ টি এবং ধুলি, মালেগাঁও এবং সাতারা থেকে ১ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে ১৮ টি নতুন ইতিবাচক ঘটনা পাওয়া গেছে, যাতে আক্রান্তের মোট সংখ্যা ১,৭৬১ হয়ে গেছে।[১৪]

আরো দেখুন[সম্পাদনা]

২০২০ ভারতে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "10 coronavirus hotspots in India"India Today। ৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  2. "Number of coronavirus cases in Maharashtra rises to 335"Livemint। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  3. "Asia's largest slum Dharavi reports first coronavirus casualty"Economic Times। ২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০ 
  4. "Coronavirus outbreak in India: 4 more deaths in Maharashtra, state toll reaches 16"India Today। ২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  5. "With 88 new Covid-19 cases on Thursday, Maharashtra's tally reaches 423"India Today। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০ 
  6. "With 67 new cases on Friday, number of coronavirus cases in Maharashtra jumps to 490"Livemint। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  7. "Covid-19: Maharashtra reports 145 cases, count up to 635"Livemint। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  8. "Coronavirus tally in Maharashtra reaches 748; Tamil Nadu 571, Uttar Pradesh 276"Zee News। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  9. "Maharashtra coronavirus tally mounts to 868 with 7 fresh deaths"Times of India। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  10. "Maharashtra becomes first Indian state to have more than 1,000 coronavirus cases"Livemint। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  11. "Covid-19: Maharashtra count at 1,135"Livemint। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  12. "Maharashtra records 229 new COVID-19 cases, count 1,364; 25 deaths"New Indian Express। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  13. "Coronavirus Deaths In Maharashtra Cross 100, Mumbai Has Over 1,000 Cases"NDTV। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  14. "Coronavirus | Maharashtra death toll climbs to 127"The Hindu। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০