বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Council of Scientific and Industrial Research থেকে পুনর্নির্দেশিত)
বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ
Council of Scientific and Industrial Research
সংক্ষেপেসিএসআইআর (CSIR)
গঠিত২৬ সেপ্টেম্বর ১৯৪২; ৮১ বছর আগে (1942-09-26)
প্রতিষ্ঠাতা
উদ্দেশ্যবিজ্ঞান গবেষণা ও উন্নয়ন
সদরদপ্তরঅনুসন্ধান ভবন, ২ রফি মার্গ নতুন দিল্লি ১১০ ০০১
অবস্থান
মহাপরিচালক
ড.নল্লাথাম্বি কালাইসেলভি
মূল ব্যক্তিত্ব
ভারতের প্রধানমন্ত্রী
প্রধান প্রতিষ্ঠান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভারত সরকার
ওয়েবসাইটcsir.res.in

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ বা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সংক্ষেপে: সিএসআইআর) হল ভারতের বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান। যদিও প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়, তবুও এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি ইন্ডিয়ান সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ অনুসারে ১৯৪২ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর নিবন্ধিত প্রতিষ্ঠান হিসাবে গঠিত হয়েছিল। [১]

২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠানে ৪,৬০০ জন বিজ্ঞানী ৮,০০০ জন কারিগরি ও সহায়তা কর্মীসহ মোট ১৪,০০০ জনেরও বেশি সমষ্টিগত কর্মী সহ সারা দেশে ৩৮টি পরীক্ষাগার/ইন্সটিটিউট, ৩৯ টি আউটরিচ সেন্টার, তিনটি উদ্ভাবন কেন্দ্র এবং পাঁচটি ইউনিট পরিচালনা করে। [২]

বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ-এর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে 'মহাকাশ প্রকৌশল', 'অবকাঠামো প্রকৌশল', 'মহাসাগর বিজ্ঞান', ডায়াগনস্টিকসসহ জীবন বিজ্ঞান ও স্বাস্থ্যসেবা, 'ধাতুবিদ্যা', রাসায়নিক, খনন, 'খাদ্য বিজ্ঞান','পেট্রোলিয়াম' , 'চামড়া' এবং পরিবেশ বিজ্ঞান অন্তর্ভুক্ত।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৯৩০-এর দশকে, ভারতে প্রাকৃতিক সম্পদ এবং নতুন শিল্পের বিকাশের জন্য গবেষণা সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন হয়। বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন, জ্ঞানচন্দ্র ঘোষ, লেফটেন্যান্ট কর্নেল সেমুর সেওয়েল প্রমুখ বিশিষ্টজনেরা বিজ্ঞান গবেষণার জন্য একটি  উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দেন। সেইমত নেচার   পত্রিকার তৎকালীন সম্পাদক স্যার রিচার্ড গ্রেগরি ভারতের বিশ্ববিদ্যালয় সমূহ এবং তাদের বিজ্ঞান বিভাগ পরিদর্শনের পর ১৯৩৩ খ্রিস্টাব্দে  ব্রিটিশ  সরকারের ভারতের সেক্রেটারি অফ স্টেট স্যামুয়েল হোয়ারের কাছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (ডিএসআইআর) ন্যায় বিজ্ঞান সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে রিপোর্ট জমা দেন। সেই সময় কলকাতাব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা ভারতীয় বিজ্ঞান একাডেমী গঠনের পরিকল্পনা নেন। ১৯৩৩ খ্রিস্টাব্দে পঞ্চম শিল্প সম্মেলনে, বোম্বাই , মাদ্রাজ , বিহার এবং উড়িষ্যার প্রাদেশিক সরকারগুলি সর্বসম্মতভাবে শিল্প গবেষণার জন্য একটি সমন্বয়কারী ফোরামের দাবি পুনর্ব্যক্ত করে। ১৯৩৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সরকার ভারতীয় ডিএসআইআর এর প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতীয় স্টোর বিভাগের অধীনে 'ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ ব্যুরো' তৈরি করে। বার্ষিক ১.২ লক্ষ টাকার সীমিত বাজেটে প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে নিষ্ক্রিয়ই ছিল।[৩] ১৯৩৯ খ্রিস্টাব্দে এটিকে ব্রিটিশ ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ'এর মতো বোর্ড গঠনের দাবিতে শক্তিশালী আন্দোলন হয়েছিল। শেষে ১৯৪০ খ্রিস্টাব্দের ১ এপ্রিল আর্কট রামস্বামী মুদালিয়ারের প্ররোচনামূলক চাপে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বোর্ড (বিএসআইআর) দু'বছরের জন্য গঠিত হয়েছিল। প্রখ্যাত রসায়নবিদ শান্তি স্বরূপ ভাটনগর, পরিচালক এবং মুদালিয়ার চেয়ারম্যান হন। 'বিএসআইআর' ভারত সরকারের বাণিজ্য দপ্তরের অধীনে আসে এবং বার্ষিক বাজেট বৃদ্ধি পেয়ে হয় ৫ লক্ষ টাকা। শান্তি স্বরূপ ভাটনগর শিল্প গবেষণায় আরও বিনিয়োগের জন্য ১৯৪১ খ্রিস্টাব্দের  প্রথম দিকে একটি শিল্প গবেষণা ইউটিলাইজেশন কমিটি (আইআরইউসি) গঠন করতে সরকারকে প্ররোচিত করেন। ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর দিল্লিতে কেন্দ্রীয় পরিষদের অধিবেশনে মুদালিয়ার শিল্প গবেষণা তহবিল প্রতিষ্ঠার দাবি গৃহীত হয় এবং এর পাঁচ বছরের জন্য বার্ষিক ১০ লক্ষ টাকার অনুদানও স্বীকৃত হয়। শেষে  ১৯৪২ খ্রিস্টাব্দের ২৮ সেপ্টেম্বর বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ হিসাবে একটি স্বায়ত্তশাসিত সংস্থা আত্মপ্রকাশ করে। 'বিএসআইআর' এবং 'আইআরইউসি' সিএসআইআর-এর গভর্নিং বডির উপদেষ্টা সংস্থায় পরিণত হয়। ১৯৪৩ খ্রিস্টাব্দে গভর্নিং বডি শান্তি স্বরূপ ভাটনগরের প্রস্তাব মত পাঁচটি জাতীয় গবেষণাগার প্রতিষ্ঠার অনুমোদন দেয়। বার্ষিক ১০ লক্ষ টাকার বাজেট ছাড়াও এক কোটি টাকার অনুদান মেলে গবেষণাগার তৈরির জন্য।  টাটা শিল্প গোষ্ঠী রাসায়নিক, ধাতুবিদ্যা ও জ্বালানি ক্ষেত্রের গবেষণার জন্য কুড়ি লক্ষ টাকা দান করে। [৩] প্রথম গবেষণাগার- কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট ১৯৪৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে,জামশেদপুরের  ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি ১৯৪৬ খ্রিস্টাব্দের নভেম্বরে এবং স্বাধীনতা লাভের চার মাস আগে ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল পুনের ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। [৪] পাঁচটি গবেষণাগার ১৯৫০ খ্রিস্টাব্দের মধ্যেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে বৈজ্ঞানিক গবেষণাগারের সূচনা হয়। বর্তমানে দেশজুড়ে আটত্রিশ টি পরীক্ষাগার বিজ্ঞানের বিভিন্ন দিকে গবেষণায় লিপ্ত আছে।

অধীনস্থ গবেষণাগার[সম্পাদনা]

১) সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিন অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস , (সিআইএমএপি) - লখনউ

২) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইআইএসটি) - তিরুবনন্তপুরম

৩) সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট , রূড়কী (সিবিআরআই)

৪) সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট , লখনউ (এসআরআই)

৫) কেন্দ্রীয় ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, কারাইকুডি (CECRI)

৬) সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, পিলানি (CEERI, CEERI)

৭) সেন্ট্রাল মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট, ধানবাদ ঝাড়খণ্ড

৮) কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, মহীশূর (CFTRI)

৯) সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা পশ্চিমবঙ্গ

১০) সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট , চেন্নাই (সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, সিএলআরআই)

১১) সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, দুর্গাপুর -সিএমইআরআই ১২) সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট , নতুন দিল্লি (সিআরআরআই)

১৩) কেন্দ্রীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংস্থা , চণ্ডীগড় (CSIO)

১৪)সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, ভাবনগর -সিএসএমসিআরআই

১৫) CSIR সেন্টার ফর ম্যাথমেটিকাল মডেলিং অ্যান্ড কম্পিউটার সিমুলেশন , ব্যাঙ্গালোর (CMMACS)

১৬) জিনোমিক্স এবং ইন্টিগ্রেটিভ বায়োলজি ইনস্টিটিউট, দিল্লি - আইজিআইবি

১৭) অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রসেস রিসার্চ ইনস্টিটিউট, ভোপাল (পুরানো নাম - আঞ্চলিক গবেষণা ল্যাবরেটরি, ভোপাল)

১৮) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, কলকাতা-(আইআইসিবি) -

১৯) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, হায়দ্রাবাদ (আইআইসিটি)

২০) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, দেরাদুন (আইআইপি)

২১) ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি, চণ্ডীগড় - (আইএমটি)

২২) ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, লখনউ (এনজিআরআই)

২৩) ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি , পুনে (এনসিএল)

২৪) ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, নাগপুর (এনইইআরআই)

২৫) ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, হায়দ্রাবাদ (এনজিআরআই)

২৬) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, ডোনা পাওলা (এনআইও)

২৭) জাতীয় মহাকাশ গবেষণাগার (এনএএল)

২৮) ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি, জামশেদপুর (এনএমএল)

২৯) ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি , নতুন দিল্লি (এনপিএল)

৩০) সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, হায়দ্রাবাদ (সিসিএমবি)

৩১) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার, চেন্নাই (এসইআরসি)

৩২) টক্সিকোলজি রিসার্চ , লখনউ (পূর্বে 'ইন্ডাস্ট্রিয়াল টক্সিকোলজি রিসার্চ সেন্টার' নামে পরিচিত) (IITR)

৩৩) নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জোড়হাট (আরআরএল) NEIST, জোড়হাট -

৩৪) ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস , নতুন দিল্লি (NISCAIR)

৩৫) ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ , নতুন দিল্লি - NISTADS

৩৬) হিমালয়ান ইনস্টিটিউট অফ বায়োরিসোর্স টেকনোলজি , পালামপুর - আইএইচবিটি

৩৭) আঞ্চলিক গবেষণা ল্যাবরেটরি, ভুবনেশ্বর (এখন খনিজ ও উপকরণ প্রযুক্তি ইনস্টিটিউট নামে পরিচিত (https://web.archive.org/web/20130310032908/http://immt.res.in/ ))

৩৮) আঞ্চলিক গবেষণা ল্যাবরেটরি , জম্মু

প্রতিষ্ঠানের কাঠামো[সম্পাদনা]

  • প্রেসিডেন্ট : ভারতের প্রধানমন্ত্রী (পদাধিকার বলে)
  • ভাইস প্রেসিডেন্ট: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, ভারত সরকার (পদাধিকার বলে)
  • গভর্নিং বডি: মহাপরিচালক গভর্নিং বডির প্রধান। অন্য পদাধিকারবলে সদস্য অর্থ সচিব (ব্যয়)। অন্যান্য সদস্যদের মেয়াদ তিন বছর।
  • 'সিএসআইআর' উপদেষ্টা বোর্ড  : বিজ্ঞান ও প্রযুক্তির সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট পনের  সদস্য নিয়ে গঠিত সংস্থা। এর কাজ হল গভর্নিং বডিকে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে প্রাথমিক তথ্য প্রদান। সদস্যের মেয়াদ তিন বছর।

'সিএসআইআর'এর কৃতিত্ব[সম্পাদনা]

কোভিড-১৯-এর বিরুদ্ধে 'সিএসআইআর'-এর যুদ্ধ মিশন দেখানো একটি পোস্টার
  • সবচেয়ে আধুনিক আণবিক পাতন প্রযুক্তি ব্যবহার করে ডিগবোইতে ভারতের একশ' বছরের পুরনো শোধনাগারকে পুনরুজ্জীবিত করা হয়েছে। [১৪]
  • টাটা কন্‌সাল্টেন্সি সার্ভিসেস এর সাথে, বায়োইনফরমেটিক্সের জন্য একটি বহুমুখী পোর্টেবল পিসি-ভিত্তিক সফ্টওয়্যার 'বায়ো-স্যুট' তৈরি করেছে। [১৫]
  • 14 সিটার প্লেনের ডিজাইন ' সারস '। [১৬]
  • বিশ্বে সর্বপ্রথম প্রতিষ্ঠিত ' ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি ' পাঁচটি আন্তর্জাতিক ভাষায়, ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ এবং স্প্যানিশ ভাষায় অ্যাক্সেসযোগ্য। [১৭]
  • ক্ষত নিরাময়ের জন্য হলুদ ( হলুদ ) এবং কীটনাশক হিসাবে নিম ব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পেটেন্টের অনুমোদনকে সফলভাবে চ্যালেঞ্জ করেছেন। [১৮]
  • ২০০৭ খ্রিস্টাব্দে, NMITLI প্রোগ্রামের অধীনে, গ্রাম-নেগেটিভ সেপসিসের ওষুধ সেপসিভাক এর অধ্যয়ন শুরু করে। [১৯]
  • ২০০৯ খ্রিস্টাব্দে, হিউম্যান জিনোমের সিকোয়েন্সিং সম্পন্ন হয়। [২০]
  • ২০১১ খ্রিস্টাব্দে, ভারতের প্রথম দেশীয় বেসামরিক বিমানের সফল পরীক্ষা করা হয়েছে, ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ এবং মাহিন্দ্রা অ্যারোস্পেসের সহযোগিতায় তৈরি NAL NM5 ।
  • ২০২০ খ্রিস্টাব্দে, কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার কমাতে Sepsivac এর কার্যকারিতা মূল্যায়নের জন্য ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। [১৯]

শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার[সম্পাদনা]

'বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ'-এর প্রথম প্রতিষ্ঠাতা-পরিচালক শান্তি স্বরূপ ভাটনগর ১৯৫৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি প্রয়াত  হন। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা স্মরণে রেখে  বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার সংক্ষেপে "শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার" প্রবর্তন করা হয় এবং ১৯৫৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্রদান করা হয়।

সংস্থার গবেষণা বিভাগ- জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আর্থ সায়েন্স, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গ্রহ, প্রকৌশল, গাণিতিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান,প্রতিটি গবেষণা বিভাগ হতে প্রাপক মনোনীত করে থাকে।

পুরস্কার হিসাবে প্রাপকের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একটি মানপত্র, একটি ফলক এবং নগদ অর্থ ₹৫ লাখ (US$ ৬,৮০০) টাকা প্রদান করা হয়। এছাড়াও, প্রাপকেরা ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১৫,০০০ টাকা পেয়ে থাকেন।

প্রতি বছর,'বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ'-এর পুরস্কার নির্বাচন কমিটি প্রতিটি গবেষণা বিভাগের সর্বোচ্চ ২ জনকে পুরস্কার প্রদান করে। পরিসংখ্যান অনুসারে, বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের মৌলিক কাজের জন্য ৫২৫ জনকে এসএসবি পুরস্কার প্রদান করা হয়েছে।

প্রার্থীদের মানদণ্ড-

  • ভারতীয় নাগরিক
  • ভারতে কর্মরত ভারতের বিদেশী নাগরিক (OCI) এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIO)
  • পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই মানব জ্ঞান এবং অগ্রগতিতে স্পষ্টভাবে গুরুত্বপূর্ণ এবং অসামান্য অবদান রেখেছেন - মৌলিক এবং প্রয়োগ - প্রচেষ্টার ক্ষেত্রে, যা তার বিশেষীকরণ।
  • ঊর্ধ্ব বয়স সীমা - ৪৫ বছর।

উপরোক্ত মানদণ্ড এবং উপদেষ্টা কমিটি প্রদত্ত নির্বাচন পদ্ধতিতে নির্বাচন কমিটি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থী বাছাই করে থাকে।

আরো দেখুন[সম্পাদনা]

 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Council of Scientific & Industrial Research - GoI"www.csir.res.in। ১৭ আগস্ট ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "CSIR Annual Report 2014" (পিডিএফ) 
  3. Vigyan Prasar Science Portal। "Shanti Swarup Bhatnagar"Vigyan Prasar। ১৮ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩ 
  4. Sivaram S (২০০২)। "Shanti Swarup Bhatnagar: A Visionary Extraordinary" (পিডিএফ)Resonance7 (4): 90–97। এসটুসিআইডি 121018197ডিওআই:10.1007/bf02836142। ৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. The SAGE Encyclopedia of Pharmacology and Society। ২০১৫-০৯-১৫। আইএসবিএন 9781506346182। সংগ্রহের তারিখ মে ২৩, ২০১৬ 
  6. Reddy, K. Anji (২০১৫-০১-১৫)। An Unfinished Agenda: My Life in the Pharmaceuticals Industry By K Anji Reddyআইএসবিএন 9789351189213। সংগ্রহের তারিখ মে ২৪, ২০১৬ 
  7. Central Glass and Ceramics Research Institute
  8. "History"Mahindra Swaraj। ২০০৯। ২০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. Angier, Natalie (মার্চ ২২, ১৯৯০)। "Bamboo Coaxed to Flower in Lab; Global Impact on the Crop Is Seen"The New York Times। ১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৩, ২০১২ 
  10. Nadgauda, R. S.; Parasharami, V. A. (২২ মার্চ ১৯৯০)। "Precocious flowering and seeding behaviour in tissue-cultured bamboos": 335। ডিওআই:10.1038/344335a0 
  11. Thangaraj, Kumarasamy; Singh, Lalji (২০০৩)। "Genetic Affinities of the Andaman Islanders, a Vanishing Human Population": 86–93। ডিওআই:10.1016/S0960-9822(02)01336-2অবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 12546781 
  12. "Showcasing the CSIR"The Hindu। Thiruvananthapuram, India। ৮ মে ২০০৩। ১৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. "Flosolver Division" (পিডিএফ)Brief description of the history of the NAL Flosolver Division and its current workNational Aerospace Laboratories, India। ২০০৮। ১০ অক্টোবর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১১ 
  14. "CSIR-Achievements"। CSIR, India। ৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৩ 
  15. "TCS bio-suite unveiled"The Hindu। Hyderabad, India। ১৫ জুলাই ২০০৪। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  16. R. Guruprasad (২০০৪)। "The Saga of Saras: Part 1" (পিডিএফ)[PD IM 0407] History and details of the inception and development of Saras। National Aerospace Laboratories, India। ৮ অক্টোবর ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১১ 
  17. "CSIR chief stress on non-patent literature database"Business Line। ২৩ সেপ্টেম্বর ২০০০। ৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  18. "Biopiracy and traditional knowledge"The Hindu। India। ২০ মে ২০০১। ১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  19. Singh, Jyoti (২০২০-০৪-২২)। "Indian Researchers Plan Clinical Trials of Sepsis Drug Against New Coronavirus"The Wire Science (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৪ 
  20. [১][অকার্যকর সংযোগ]