বিষয়বস্তুতে চলুন

১৬তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৬তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
তারিখ১৮ ডিসেম্বর ২০১৬
স্থানগুলনকশা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকআমব্রিনা সারজিন আমব্রিন
নীরব খান
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রঅগ্নি ২
সর্বাধিক পুরস্কারআরো ভালোবাসবো তোমায় (২)
সর্বাধিক মনোনয়নছুঁয়ে দিলে মন (৪)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএটিএন বাংলা[১]
 ← ১৫তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ১৭তম → 

১৬তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ২০১৫ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পের সেরাদের স্বীকৃতি প্রদান করে। কালচারাল জানালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২০১৬ সালের ১৮ই ডিসেম্বর ঢাকার গুলনকশা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়।[২][৩] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমব্রিনা সারজিন আমব্রিন ও নীরব খান।[৪]

বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]

২০১৬ সালের ১৮ই ডিসেম্বর ঢাকার গুলনকশা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[৫]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখিত।

চলচ্চিত্র[সম্পাদনা]

সেরা চলচ্চিত্র সেরা পরিচালক
সেরা অভিনেতা সেরা অভিনেত্রী

টেলিভিশন[সম্পাদনা]

সেরা পরিচালক
সেরা অভিনেতা সেরা অভিনেত্রী
সেরা মডেল (পুরুষ) সেরা উপস্থাপিকা

সঙ্গীত[সম্পাদনা]

সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) সেরা কণ্ঠশিল্পী (নারী)
সেরা সঙ্গীত পরিচালক
সেরা গায়ক (সমালোচক) জনপ্রিয় সঙ্গীত পরিচালক (সমালোচক)
  • ধ্রুব গুহ

সমালোচক পুরস্কার[সম্পাদনা]

  • সেরা ইভেন্ট (জাতীয়) - রুবাইয়াত ঠাকুর রবিন (রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন)
  • সেরা ইভেন্ট (আন্তর্জাতিক) - স্বপন চৌধুরী (অন্তর শোবিজ)
  • সেরা প্রযোজক - আরশাদ আদনান।
  • জনপ্রিয় অভিনেত্রী - নুসরাত ফারিয়া
  • জনপ্রিয় মডেল - সাফা কবির

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

পরিবেশনাকারী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আজ প্রচার হবে 'ইউরো-সিজেএফবি'র ১৬তম আসর'"এটিএন বাংলা। ৬ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 
  2. "CJFB Performance Award conferred"দি ইন্ডিপেন্ডেন্ট। ২০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 
  3. "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ - সেরা অভিনেতা আরেফিন শুভ সেরা অভিনেত্রী পরিমনী"। দৈনিক যুগান্তর। ১৯ ডিসেম্বর ২০১৬। পৃষ্ঠা ৭। 
  4. "সিজেএফবি'র ১৬তম আসরে বর্ণাঢ্য আয়োজন"। দৈনিক ইত্তেফাক। ২২ ডিসেম্বর ২০১৬। 
  5. কবির, আলমগীর (২১ ডিসেম্বর ২০১৬)। "বর্ণ্যাঢ্য আয়োজনে ইউরো সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"। দৈনিক নয়া দিগন্ত 
  6. "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড - আজীবন সম্মাননা পেলেন গোলাম সারওয়ার"। দৈনিক সমকাল। ১৯ ডিসেম্বর ২০১৬। পৃষ্ঠা ১৫।