বিষয়বস্তুতে চলুন

১১তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১১তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
তারিখ৩১ জুলাই ২০১০
স্থানহল অব ফেম, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকনওশীন নেহরিন মৌ
মামনুন হাসান ইমন
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রআমার প্রাণের প্রিয়া
সর্বাধিক পুরস্কারআমার প্রাণের প্রিয়া (২)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কএকুশে টেলিভিশন
 ← ১০তম সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ১২তম → 

১১তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার ২০০৯ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত শিল্পের সেরাদের স্বীকৃতি প্রদান করে। কালচারাল জানালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি ২০১০ সালের ৩১শে জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়।[১] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নওশীন নেহরিন মৌমামনুন হাসান ইমন[২]

বিজয়ী[সম্পাদনা]

২০১০ সালের ৩১শে জুলাই বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।[৩]

চলচ্চিত্র[সম্পাদনা]

বিভাগ পুরস্কার গ্রহীতা চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া
সেরা পরিচালক গিয়াসউদ্দিন সেলিম মনপুরা
সেরা অভিনেতা শাকিব খান আমার প্রাণের প্রিয়া
সেরা অভিনেত্রী অপু বিশ্বাস

টেলিভিশন[সম্পাদনা]

বিভাগ পুরস্কার গ্রহীতা মনোনীত কর্ম
সেরা ধারাবাহিক নাটক ললিতা
সেরা একক নাটক তবুও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে
সেরা পরিচালক (টিভি নাটক) সকাল আহমেদ
সেরা অভিনেতা মাহফুজ আহমেদ
সেরা অভিনেত্রী জয়া আহসান
সেরা মডেল (পুরুষ) মাহফুজ আনাম জেমস
সেরা মডেল (নারী) শখ

সঙ্গীত[সম্পাদনা]

বিভাগ পুরস্কার গ্রহীতা
সেরা গায়ক হাবিব ওয়াহিদ
সেরা গায়িকা বেবী নাজনীন
সেরা সঙ্গীত পরিচালক বালাম
সেরা পপশিল্পী মিলা ইসলাম
সেরা উদীয়মান শিল্পী নির্ঝর, জয় ও আরেফিন রুমি

বিশেষ পুরস্কার[সম্পাদনা]

পরিবেশনাকারী[সম্পাদনা]

সঙ্গীত
নৃত্য

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০০৯"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩১ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  2. "শোবিজ সংবাদ ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪ 
  3. "Uro-CJFB Performance Award 2009 announced"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০