বিষয়বস্তুতে চলুন

হরিহরপাড়া

স্থানাঙ্ক: ২৪°০২′৪৮″ উত্তর ৮৮°২৫′২৮″ পূর্ব / ২৪.০৪৬৮° উত্তর ৮৮.৪২৪৪° পূর্ব / 24.0468; 88.4244
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হরিহরপাড়া
গ্রাম
হরিহরপাড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
হরিহরপাড়া
হরিহরপাড়া
হরিহরপাড়া ভারত-এ অবস্থিত
হরিহরপাড়া
হরিহরপাড়া
পশ্চিমবঙ্গ ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°০২′৪৮″ উত্তর ৮৮°২৫′২৮″ পূর্ব / ২৪.০৪৬৮° উত্তর ৮৮.৪২৪৪° পূর্ব / 24.0468; 88.4244
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলামুর্শিদাবাদ
সরকার
 • আইনসভার সদস্যনিয়ামত শেখ
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৮২৭
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-WB
যানবাহন নিবন্ধনWB
লোকসভা নির্বাচনী এলাকাবহরমপুর
বিধানসভা নির্বাচনী এলাকাহরিহরপাড়া
ওয়েবসাইটmurshidabad.gov.in

হরিহরপাড়া হল একটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।

জনসংখ্যা

[সম্পাদনা]

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, হরিহরপাড়ার মোট জনসংখ্যা ১৪,৮২৭, যার মধ্যে ৭,৫৭০ জন (৫১%) পুরুষ এবং ৭,২৫৭ জন (৪২%) মহিলা। ৬ বছরের কম বয়সী জনসংখ্যা ১,৭৬৯। হরিহরপাড়ার মোট সাক্ষরতার সংখ্যা ৯,৮৯৪ জন।[]

পুলিশ কেন্দ্র

[সম্পাদনা]

হরিহরপাড়া সিডি ব্লকের উপর হরিহরপাড়া থানার এক্তিয়ার রয়েছে।

পরিবহন

[সম্পাদনা]

বহরামপুর-অমতলা সড়ক লোচনমাটি ডাঙ্গাপাড়া সড়ক হরিহরপাড়ার অংশ|

শিক্ষা

[সম্পাদনা]

এখানে হাজী এ.কে. খান কলেজ প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এই কলেজ বাংলা, ইংরেজি, ইতিহাস ও শিক্ষাতে সম্মাননা কোর্স প্রদান করে। এছাড়াও স্বরুপপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পদ্মনাভপুর সিনিয়র হাই মাদ্রাসা ও তরতিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডাঙ্গাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র,ডাঙ্গাপাড়া মধ্যেমিক কেন্দ্র, এই ব্লকের উল্লেখযগ্য বিদ্যালয়।

স্বাস্থ্যব্যবস্থা

[সম্পাদনা]

হরিহরপাড়া ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ২০টি বিছানা রয়েছে।[]

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • নিয়ামত শেখ, হারিহারপাড়ার বর্তমান এমএলএ।
  • হাজী আব্দুল হামিদ, হরিহরপাড়া বিধানসভার প্রথম বিধায়ক ১৯৫১।(ভাবতার জমিদার আব্দুল আজিজ এর পুত্র)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭ 
  2. "Health & Family Welfare Department"Health Statistics। Government of West Bengal। ২৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭