হরিয়ান ইউনিয়ন
| হরিয়ান | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: হরিয়ান ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | রাজশাহী জেলা |
| উপজেলা | পবা উপজেলা |
| আসন | রাজশাহী- |
| আয়তন | |
| • মোট | ৯৩.৩৩ বর্গকিমি (৩৬.০৩ বর্গমাইল) |
| ২০১১ আদমশুমারি অনুসারে | |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারি অনুসারে)[১] | |
| • মোট | ২৪,৫৬০ |
| • জনঘনত্ব | ২৬০/বর্গকিমি (৬৮০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৬২১১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হরিয়ান ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৩৬.।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]পবা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ২৩,০৬২ একর (প্রায়)[১] বা ৯৩.৩৩ বর্গকিলোমিটার। ইউনিয়নে মোট গৃহব্যবস্থাপনার সংখ্যা ৫,৯৫২টি।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]হরিয়ান ইউনিয়ন ১৬ মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ১১টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হলঃ
- রণহাট
- ছোট মল্লিকপুর
- বড় মল্লিকপুর
- কুখন্ডি
- নলখোলা
- কাজিরপাড়া
- সূচারণ
- হরিয়ান দহপাড়া
- কিসমত কুখন্ডি
- কালিয়াপাড়া
- হাজরাপুকুর
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হরিয়ান ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৪,৫৬০ জন[১], যারা ৫,৯৫২টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১২,৪৮৮ জন এবং নারী হল ১২,০৭২ জন। ৫-৯ বছর বয়সী মোট ২,৬৪৬ জন রয়েছে, এদের মধ্যে পুরুষ ১,৩১০ জন এবং মহিলা ১,৩৩৬ জন। ১০-১৪ বছর বয়সী মোট জনসংখ্যা ২,৬৩৫ জন, যার মধ্যে পুরুষ ১,৪৩৫ জন এবং মহিলা ১,২০০ জন। ১৮ এবং তদুর্ধে মোট জনসংখ্যা ১৫,৮৫৮ জন, পুরুষ ৭,৮৯৩ জন এবং মহিলা ৭,৯৬৫ জন। ১৫-৪৯ বছর বয়সী মোট বিবাহিত মহিলা ৬,২৬৫ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]হরিয়ান ইউনিয়নে কলেজ ২টি, মাধ্যমিক বিদ্যালয় ২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি এবং গড় সাক্ষরতা হার ৪৬.৭%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪৩.৪% এবং পুরুষ শিক্ষার হার ৪৯.৮%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
- হরিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কুখন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নলখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কাজিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সূচারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- এমআরকে উচ্চ বিদ্যালয়
- এমআরকে কলেজ
- রাজশাহী চিনিকল উচ্চ বিদ্যালয়
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]হরিয়ান ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "৪"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ৪১১। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
- ↑ "Rajshahi Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হরিয়ান ইউনিয়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ ডিসেম্বর ২০১৬ তারিখে — বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন