আউচপাড়া ইউনিয়ন
আউচপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | বাগমারা উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১০.৫৫ বর্গকিমি (৪.০৭ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আউচপাড়া ইউনিয়ন রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন। এই ইউনিয়নের বিভিন্ন তাঁত শিল্প, কুটির শিল্প, রসমালই, মিষ্টি ইত্যাদিতে স্বকীয়তা আছে।
অবস্থান[সম্পাদনা]
২৪-১’ হতে ২৫-৭’ উত্তর অক্ষাংশ ও ২৭-২’ হতে ২৬-৩’ পূর্ব দ্রাঘিমাংশ। এই ইউনিয়নের উত্তরে মান্দা উপজেলা, দক্ষিণে মোহনপুর উপজেলা, পশ্চিমে মোহনপুর উপজেলাল রায়ঘাটির ইউনিয়ন, পূর্বে শুভডাঙ্গা ইউনিয়ন।
গ্রাম[সম্পাদনা]
ওয়ার্ড নং গ্রাম
- ০১ বেলঘরিয়া হাট, সাঁইধারা
- ০২ বাহমনীগ্রাম, রক্ষিতপাড়া
- ০৩ কানাইশহর,(চকজালালদি, শাহাপাড়া), কুশলপুর, হাট খুজিপুর,মঙ্গলপুর
- ০৪ সারন্দী, অভ্যাগতপাড়া, আউচপাড়া(শিহালী)
- ০৫ তকিপুর, নারায়নপাড়া, রমপাড়া, ইন্দ্রপুর, পালোপাড়া
- ০৬ হাটগাঙ্গোপাড়া, মজপাড়া, সমসপুর
- ০৭ খালগ্রাম,নাড়ুপাড়া, আচিনপুর, বিষ্ণপুর
- ০৮ কোন্দা, বইকুরী
- ০৯ মির্জাপুর, বিরহী, মুগাইপাড়া, খোদাপুর
খাল ও নদী[সম্পাদনা]
আউচপাড়া ইউনিয়নের পরিষদের পাশ দিয়ে কম্পনদী বয়ে গিয়েছে। এছাড়াও ছোট-বড় প্রায় ত্রিশটি বিল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: মরগার বিল, যার আয়তন ২০০০ একর।