সুবীর সেন
সুবীর সেন | |
---|---|
জন্ম | ডিব্রুগড় বৃটিশ ভারত(বর্তমানে আসাম) | ২৪ জুলাই ১৯৩৪
মৃত্যু | ২৯ ডিসেম্বর ২০১৫ কলকাতা, পশ্চিমবঙ্গ , ভারত | (বয়স ৮১)
ধরন | ওয়ার্ল্ড মিউজিক , পপ |
পেশা | সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠসঙ্গীত |
কার্যকাল | ১৯৫০–২০১৫ |
সুবীর সেন (২৪ জুলাই ১৯৩৪[১]– ২৯ ডিসেম্বর ২০১৫[২]) ছিলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী যিনি বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই আধুনিক গান গেয়েছেন। এছাড়াও তিনি রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শিল্পী ছিলেন।
সুবীর সেন বৃটিশ ভারতের অধুনা আসামের ডিব্রুগড়ে জন্ম গ্রহণ করেন। পিতা শৈলেশচন্দ্র সেন ছিলেন চিকিৎসক এবং মাতা লিলি সেন। গুয়াহাটিতে তাদের একটি ফার্মাসিও ছিল। তার ভাইবোনেরা হলেন - পৃথ্বীশ সেন, গৌরী সেন, সুনীল সেন এবং অরুণ সেন। সুবীর সেন ম্যাট্রিক পাশের পর সঙ্গীত শিখতে কলকাতায় আসেন।[৩] তিনি রমা সেনকে বিবাহ করেন।
সঙ্গীত জীবন[সম্পাদনা]
বাল্যকাল থেকেই সুবীর সেনের সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল। ছাত্রাবস্থাতেই ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি লখনউ-এর মরিশ কলেজে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন এবং পণ্ডিত শ্রীকৃষ্ণ রতনঝঙ্কারের কাছ থেকে পুরস্কার লাভ করেন। তারপর কলকাতার আশুতোষ কলেজে ভরতি হন। [৪] সঙ্গীত শিক্ষা লাভ করতে থাকেন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছে। তিনিই পরে সুবীরকে ঠুমরি শিখতে ঊষারঞ্জন মুখোপাধ্যায়ের (১৯২০-১৯৯২) কাছে পাঠান।[৩]
আশুতোষ কলেজে পড়বার সময় তিনি এইচএমভি আয়োজিত কেরেজু সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং এক হাজার চার শত প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম হন।[৫][৬] এই ঘটনায় সুবীর সেন বলেন – "আমি তো গেয়েছি সেই গান", যে গানের সুরকার ছিলেন তার প্রশিক্ষক অনুপম ঘটক : সারা রাত জ্বলে সন্ধ্যাপ্রদীপ।[৭]
সুবীর সেনের প্রথম রেকর্ড (GE24715) প্রকাশিত হয় ১৯৫৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে কলম্বিয়া রেকর্ড হতে। গীতিকার শ্যামল গুপ্তর কথা চিত্ত রায়ের সুরে গান দুটি ছিল - 'জীবন-বাতি নিভিয়ে যেদিন' এবং 'আর কত জানাব তোমায়।[৮] গুরু দত্তের আহ্বানে সুবীর সেন মুম্বই যান। সুধীন দাশগুপ্তকেও গুরু দত্ত তার প্রযোজনা সংস্থায় কাজ করতে আমন্ত্রণ করেছিলেন। সুবীর সেন ও সুধীন দাশগুপ্ত দুজনে মুম্বইয়ে কিছুদিন "তারাদেও সোনাওয়ালা" নামক এক বাড়িতে থাকতেন। সুধীন দাশগুপ্ত রচনা করেন- "এত সুর আর এত গান"। এই গানটি সুবীর সেন অনেক পরে রেকর্ড করেন[৩]ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙ্গীন আর স্বর্ণঝরা সূর্যরঙে এই দুটি গান নিয়ে সুবীর সেনের দ্বিতীয় রেকর্ড প্রকাশিত হয় ১৯৫৬ খ্রিস্টাব্দে। সুবীর সেনের এই রেকর্ডই তাকে বিখ্যাত করে তোলে এবং সুবীর সেনকে বাংলা সঙ্গীত জগতে স্থায়ী আসন প্রদান করে।[৮]
|
মুম্বইয়ে অবস্থানকালে সুবীর সেন খ্যাতনামা সুরকার-জুটি শঙ্কর জয়কিষণের অনুপ্রেরণা'য় মুম্বইয়ের চলচ্চিত্র জগতে আসেন। ওম প্রকাশের প্রথম প্রযোজনায় রাজেন্দ্র কুমার অভিনীত আশ কী পানছী (১৯৫৬) ছবিতে এক এনসিসি ক্যাডেট দলের নেতৃত্বে বাই-সাইকেলে সওয়ার নায়কের নেপথ্যকণ্ঠে গেয়েছিলেন- দিল মেরা এক আশ কা পানছী, উড়তা হ্যায় উঁচে গগন পর। এছাড়াও সুবীর সেন নেপথ্য কণ্ঠে গেয়েছেন- ছোটি বহেন ( ১৯৫৯), বয় ফ্রেন্ড (১৯৬১), পাসপোর্ট (১৯৬১)-সহ বেশ কয়েকটি ছবিতে।[৯]
[১০] তিনি সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, অভিজিৎ বন্দোপাধ্যায়, অনল চ্যাটার্জি, অমিও দাশগুপ্ত[১১] এবং সেই সময়ে কলকাতা (কলকাতা) এবং বোম্বে (মুম্বাই) এর আরও অনেক বিখ্যাত সঙ্গীত রচয়িতাদের সাথে যুক্ত ছিলেন।
১৯৬৭ খ্রিস্টাব্দে সুবীর সেন মিস প্রিয়ম্বদা বাংলা ছায়াছবিতে সুরসৃষ্টি করে সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। ১৯৭২ খ্রিস্টাব্দে তিনি মিডনাইট হিন্দি ছায়াছবির সঙ্গীত পরিচালক ছিলেন। [১২] রাজুর পরিচালনায় ছায়াছবিটি ১৯৭২ খ্রিস্টাব্দে লন্ডনে মুক্তি পায়। নেপথ্যে সঙ্গীত ছিল - কোঈ মেরা হো গয়া (সুবীর সেন), লন্ডন কে মেলে মে & জিন্দগি কা হ্যায় ইয়ে ফাসানা (মহম্মদ রফি), তুমসা মিত মিলা (গীতা দত্ত এবং তালাত মাহমুদ) এবং তেরে ইয়াদ মে সাজন (গীতা দত্ত)[১৩]
সুবীর সেন বাংলা ও হিন্দি চলচ্চিত্রে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন। তিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মোমের আলো (১৯৬৪) বাংলা ছবিতে এবং সঞ্জীব কুমারের সঙ্গে অনুভব ছবিতে গায়ক-অভিনেতা অবতীর্ণ হয়েছিলেন। হৃষিকেশ মুখোপাধ্যায় অভিমান হিন্দি চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং সুবীর সেন তা প্রত্যাখ্যান করলে সেটি অমিতাভ বচ্চনকে দেওয়া হয়।[১৪]
সুবীর সেনের সাহিত্য ক্ষেত্রে তেমন কিছু অবদান নেই। তবে এ সম্পর্কে যা কিছু অবদান রেখেছেন তা শ্যামল মিত্রের স্মৃতি কথা - শ্যামল মিত্র - এ কম্পাইলেশন অব এসেজস - শীর্ষক বইটির এক অধ্যায়ে পাওয়া যায়। ।[১৫]
পুরস্কার[সম্পাদনা]
- ২০০৭ - হারমোনিকা সঙ্গীত সম্মান - জীবনকৃতি অবদান পুরস্কার।
- ২০১২ - পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সঙ্গীত মহা সম্মান
- ২০১৩ - পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক " বঙ্গ বিভূষণ "।[১৬][১৭]
জীবনাবসান[সম্পাদনা]
স্বপ্নময় রোমান্টিক বাংলা আধুনিক গানের শিল্পী সুবীর সেন ২০১৫ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতাল পরলোক গমন করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার কন্যা সুপ্রিয়া সেন বর্তমানে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে পেশাগত থেরাপির একজন অধ্যাপক।[১৮][১৬][১৯]
সুবীর সেনের একটি গভীর, স্বপ্নময়, রোমান্টিক এবং আবেদনময় কণ্ঠ ছিল।[২০] তাঁর কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত, হিন্দি চলচ্চিত্রের গান এবং বাংলা আধুনিক গান (আধুনিক গান) জনপ্রিয় ছিল এবং এটি নিজস্ব ধরনের একটি ধারার প্রবর্তন করেছিলেন। তিনি পশ্চিমী সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন, বিশেষ করে জিম রিভস এবং ন্যাট কিং কোলের। অভিজিৎ বন্দোপাধ্যায়ের মতে, তিনি নিজে একটি আন্তর্জাতিক স্টাইল তৈরি করেছিলেন।[২১] তিনি বাংলা ভাষায় গভীর কণ্ঠের রোমান্টিক গানের উত্তরাধিকার রেখে গেছেন।
ডিসকোগ্রাফি[সম্পাদনা]
- সুবীর সেনের চলচ্চিত্র ও অন্যান্য গান
বছর | গান | চলচ্চিত্র /পরিচালক | ভাষা | সুরকার | গীতিকার | অভিনয় |
---|---|---|---|---|---|---|
১৯৬২ | আ যা রে নয়ন দ্বারে একক | রূপ কী রানী চোরো কা রাজা পরি: এইচ এস রাওয়াল |
হিন্দি | শঙ্কর জয়কিষণ | শৈলেন্দ্র | দেব আনন্দ এবং ওয়াহিদা রেহমান |
১৯৬২ | আ যা রে নয়ন দ্বারে (আশা ভোঁসলের সঙ্গে) | রূপ কী রানী চোরো কা রাজা H S Rawail |
হিন্দি | শঙ্কর জয়কিষণ | শৈলেন্দ্র | দেব আনন্দ & ওয়াহিদা রেহমান |
- | আগ্নেয়গিরিকে জ্বলতে দেখে | - | বাংলা | - | - | - |
১৯৬৮ | আহ দিল মে হ্যায় নয়ন মে নীর হ্যায় | রানী চন্দ্রাবতী | হিন্দি | এস এন ত্রিপাঠী | ললিতা পাওয়ার | |
- | আহা পিয়ানো আমার প্রথম প্রেম মন রাঙানো | - | বাংলা | কল্যাণ সেন বরাট | শিবদাস বন্দ্যোপাধ্যায় | - |
১৯৫৬ | আ যা রে আ যা (গীতা দত্তের সঙ্গে) | সি আই ডি ছু মন্তর | হিন্দি | শঙ্কর জয়কিষণ | ||
- | আকাশ যেখানে গল্প বলে | - | বাংলা | - | - | |
১৯৮১ | আমার জীবন তরণী | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
১৯৭৩ | আমি যে তোমার তুমি যে আমার ( আশা ভোঁসলের সঙ্গে) | কায়াহীনের কাহিনী পরি: অজয় কর |
বাংলা | মুকুল রায় | - | উত্তম কুমার,অপর্ণা সেন |
১৯৭৩ | আমি পড়ে নিলাম | Album titled মৌসুমী মন | বাংলা | - | - | |
১৯৫৪ | আর কত জানাব তোমায় | - | বাংলা | চিত্ত রায় | শ্যামল গুপ্ত | কলম্বিয়া রেকর্ডস (GE24715) |
১৯৮১ | আর কিছু স্মরণে নেই | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
১৯৮১ | অধিকার কে কাকে দেয় | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | CMRS-107[২২] |
- | অরণ্যের ঝড় | - | বাংলা | সুবীর সেন | কুমার বিশ্বরূপ | - |
- | আস্ত আকাশ যেমন করে | - | বাংলা | শৈলেন মুখোপাধ্যায় | ইন্দ্রজিৎ | - |
১৯৬১ | বাহারেঁ লুটাকে নজরে দেখা কে ( সুমন কল্যাণপুরের সঙ্গে) | অনারবালা | হিন্দি | বুলো সি রানী | রমেশ চন্দ্র পাণ্ডে | দলজিৎ, কৃষ্ণ কুমারী[২৩] |
- | বন্ধু তোমাকে জেনো | - | বাংলা | স্বপন রায় | গোপীনাথ মুখোপাধ্যায় | - |
১৯৬৫ | বুঝ গয়া দিল কা দিয়া | জুদাই অঙ্গুঠী পরি: এ এম খান |
হিন্দি | সুরেশ কুমার | জাফর রাহী | চিত্রা,মনহের দেসাই,কৃষ্ণাকুমারী |
1963 | Chand tale jhoom jhoom, thirak rahi hain ghoonghar with Suman Kalyanpur | Jab Se Tumhe Dekha Hai Kedar Kapoor |
Hindi | Dattaram | Pradeep Kumar, Geeta Bali, Shammi Kapoor | |
- | চাঁদ তুমি এতো আলো কোথা হতে পেলে | - | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | বঙ্কিম ঘোষ | - |
- | চন্দন আঁকা ছোট্ট কপাল | - | বাংলা | - | - | |
১৯৬১ | দেখো না যাও জানে মন | বয় ফ্রেন্ড পরি: নরেশ সায়গল |
হিন্দি | শঙ্কর জয়কিষণ | শশী কাপুর, মধুবালা এবং ধর্মেন্দ্র[২৪] | |
- | দেয়াল ঘড়িতে এখন অনেক রাত | বাংলা | - | - | - | |
১৯৮০ | ধরণীর পথে পথে | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - | |
১৯৫৬ | ধীরে চলো জরা (লতা মঙ্গেশকরের সঙ্গে) | আশ কী পনছী পরি: মোহন কুমার |
হিন্দি | শঙ্কর জয়কিষণ | - | রাজেন্দ্র কুমার,বৈজয়ন্তীমালা |
১৯৫৯ | দিল লেকে যা তে হো কহাঁ (কমল বরোটের সঙ্গে) | ও তেরা ক্যায়া কহাঁ পরি: কে. পারভেজ |
হিন্দি | কল্যাণজি ভীরজি শাহ | ইন্দিবর | মেহমুদ,চিত্রা, হেলেন[২৪] |
১৯৫৭ | দিল মেরা এক আশ কা পনছী | আশ কী পনছী | হিন্দি | শঙ্কর জয়কিষণ | - | রাজেন্দ্র কুমার, বৈজয়ন্তীমালা |
- | দূর দিগন্ত ডেকে আছে মেঘে | - | বাংলা | - | - | |
১৯৮১ | দুস্তর পারাবার | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
১৯৬৮ | এ যেন সেই চোখ | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | - | |
- | এ রাত নিবিড় হলো | বাংলা | - | - | - | |
- | এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙ্গীন | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
- | একরাশ এলো চুল | বাংলা | - | |||
১৯৫৭ | এতো সুর আর এতো গান | পূজা অ্যালবাম | বাংলা | সুধীন দাশগুপ্ত | সুধীন দাশগুপ্ত | - |
১৯৬৪ | গগণ কে চন্দা না পুছ হমসে (লতা মঙ্গেশকরের সঙ্গে) | অপনে হুয়ে পরায়ে অজিত চক্রবর্তী |
হিন্দি | শঙ্কর জয়কিষণ | - | মনোজ কুমার ও মালা সিনহা |
১৯৬০ | Gar tum bura na mano with Asha Bhonsle | Mehlon ke khwab Dir: Muhafiz Haider |
হিন্দি | S. Mohinder | Raja Mehdi Ali Khan | Pradeep Kumar & Madhubala[২৪] |
1959 | Gori tere natkhat naina with Geeta Dutt | Hum Bhi Insaan Hain | Hindi | হেমন্ত মুখোপাধ্যায় | শৈলেন্দ্র | - |
- | হাজর গোলাম ঘিরেছিল মোরে | - | বাংলা | সুবীর সেন | অনুপ চট্টোপাধ্যায় | - |
- | Haate sob Haat-Ghori bandha | - | Bengali | Subir Sen | - | |
১৯৬৮ | হয়তো তোমার অনেক ক্ষতি করেছি | অ্যালবাম "এতো সুর আর এতো গান " | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | - |
১৯৬০ | Humein yun rahon par chalna hai with Aratu Mukherjee | Masoom Dir: Satyen Bose |
হিন্দি | রবীন ব্যানার্জি | রাজা মেহেদী আলি খান | সরোষ ইরানী,আজিজ,হনি ইরানী |
১৯৮১ | জানিনা জানিনা কোন সাগরের ঢেউ | - | বাংলা | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
- | যার আলো নিভেগেছে | - | বাংলা | প্রবীর মজুমদার | প্রবীর মজুমদার | - |
- | যখন হাত বাড়ালেই আকাশ | - | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | বাবু গুহঠাকুরতা | - |
১৯৬৯ | Jayse pani chhupa ghata mein with Lata Mangeskar | বন্ধন পরি: নরেন্দ্র বেদী |
হিন্দি | কল্যাণজী-আনন্দজী | রাজেশ খান্না,মুমতাজ,জীবন | |
- | Je buke tomar byatha chhilo | - | Bengali | Subir Sen | Kumar Bishwarup | - |
1954 | Jiban baati niviye | - | Bengali | Chitta Roy | Shyamal Gupta | Columbia Records (GE24715) |
- | Kalo meghe dambaru | - | Bengali | Bhupen Hazarika | Pulak Bandyopadhyay | - |
1962 | Kasam na lijiye with Purnima Sett | Jadu Mahal Dir: Akkoo |
Hindi | Bulo C Rani | - | Helen, Ajit, Azad, Hiralal |
1965 | Ki bhalo laglo chokhe | - | Bengali | Sudhin Dasgupta | Sunil Baran | |
1981 | Kichhudin pore ar | - | Bengali | সলিল চৌধুরী | সলিল চৌধুরী | - |
- | Kichhu phul diye aaj | - | Bengali | Anal Chatterjee | Shyamal Gupta | |
1972 | Koi mera ho gaya | Midnight Dir: Raju |
Hindi | Subir Sen | Tajdar Taj | |
1981 | Kono bhalo kobitar duti ponkti dao | - | Bengali | Salil Chowdhury | Salil Chowdhury | - |
1989 | Konodin tumi aar gaibe na | - | Bengali | - | - | In memory of Hemanta Mukherjee after his death |
1962 | Kya kaha jara phir kaho with Geeta Dutt | Gangu | Hindi | Kalyanji – Anandji | Qamar Zalalabadi or Prem Dhawan | Chandrashekhar and Naaz |
- | Lal dopati o phul tomar | - | Bengali | - | - | - |
1959 | Main rangeela pyar ki rahi with Lata Mangeskar & Ameen Sayani | Chhoti Bahen | Hindi | Shankar – Jaikishen | Hasrat Jaipuri | Balraj Sahni, Nanda, Shyama |
1957 | Manzil wohi hai pyar ki | Kathputli | Hindi | Shankar – Jaikishen | Shailendra | Vyjayanthimala and Balraj Sahni[২৪] |
1967 | Monalisa tumi ke balona | - | Bengali | Abhijit Banerjee | Abhijit Banerjee | - |
- | Nagar jiban chhobir maton hoyto | - | Bengali | Abhijit Banerjee | Amiyo Dasgupta | - |
1966 | Noy thakle aro kichhukhon | - | Bengali | Abhijit Banerjee | Gauriprasanna Mazumder | - |
1981 | Odhikar ke kake dey | - | Bengali | Salil Chowdhury | Salil Chowdhury | - |
1964 | Ogo kajol noyona | Momer Alo | Bengali | Robin Chatterjee | - | Subir Sen, Sabitri Chattopadhyay, Uttam Kumar |
- | Ogo Shakuntola | - | Bengali | Bhupen Hazarika | Pulak Bandyopadhyay | - |
- | Oi ujjwalo din daake swapno rongin | - | Bengali | Sudhin Dasgupta | Sudhin Dasgupta | - |
1981 | Pagol Haowa aamar mato tumio hariye gele | Bengali | Salil Chowdhury | Salil Chowdhury | 2126-3115 | |
1969 | Phaguner daak elo je with Sandhya Mukherjee | Aparichito Dir" Salil Datta |
Bengali | Robin Chatterjee | - | - |
- | Phis phis bon jhau | - | Bengali | - | - | - |
1989 | Phooler bagicha hote sera phul | - | Bengali | Buddhadeb Gangopadhyay | Shyamal Sengupta | In memory of Hemanta Mukherjee after his death |
1989 | Poth je ekhono baki | - | Bengali | - | - | - |
1959 | Pyar mein milna sanam with Lata Mangeskar | Ardhangini | Hindi | Vasant Desai | Majrooh Sultanpuri | Raj Kumar & Meena Kumari |
- | Raat holo nijhum | - | Bengali | - | Gauriprasanna Mazumder | - |
- | Sandhya logone swapno magane | - | Bengali | Abhijit Banerjee | Shyamal Ghosh | - |
1967 | Saradin tomay bhebe | - | Bengali | Abhijit Banerjee | Abhijit Banerjee | - |
1971 | Sedin dujone dulechhinu bone | Anubhav Dir: Basu Bhattacharya |
Rabindra Sangeet in Hindi movie | Rabindranath Tagore | Rabindranath Tagore | Subir Sen as guest artist, with Sanjeev Kumar |
- | Shato barsho ki tar-o besi kichhi aage | - | Bengali | Salil Chowdhury | Salil Chowdhury | [২৫] |
- | Siri uthe gechhe dhaape dhaape | - | Bengali | - | - | - |
- | Sudhu sei gaane aaji | - | Bengali | - | - | - |
1981 | Sukher bandhan jei na chukalam | - | Bengali | Salil Chowdhury | Salil Chowdhury | - |
1961 | Sun le dastaan yun na sata | Passport Dir: Pramode Chakravorty |
Hindi | Kalyanji – Anandji | - | Pradeep Kumar, Madhubala |
- | সুন্দর কিছু দেখলে পরে | - | বাংলা | - | - | - |
- | স্বর্ণ ঝরা সূর্য রঙে | - | বাংলা | সুধীন দাশগুপ্ত | সুধীন দাশগুপ্ত | - |
১৯৬২ | থাম মুঝে গির না জায়োঁ | রাজ কী বাত পরি: বোলটন সি নাগি |
হিন্দি | রবীন ব্যানার্জি | হৈরত সীতাপুরি | আঘা,অভি ভট্টাচার্য, মোহন চটি |
১৯৫৭ | তোমার হাসি লুকিয়ে হাসে | - | বাংলা | সুধীন দাশগুপ্ত | অনল চট্টোপাধ্যায় | - |
১৯৫৭ | তোমার শিশির ভেজা | - | বাংলা | অনল চট্টোপাধ্যায় | সমীর দেব | - |
- | তোমারে পেয়েছি বলে | - | বাংলা | - | - | - |
- | তোমায় পেয়েছি আমি | - | বাংলা | শৈলেন মুখোপাধ্যায় | ইন্দ্রজিৎ | - |
১৯৬৬ | তোমরা আমার গান শুনে আজ | - | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | গৌরীপ্রসন্ন মজুমদার | - |
- | তুমি আমার প্রেম | - | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | মিল্টু ঘোষ | - |
১৯৬৪ | তুমি বলেছিলে | - | বাংলা | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | শিবদাস বন্দ্যোপাধ্যায় / বা/ অমিয় দাশগুপ্ত | - |
১৯৬৮ | ইয়ে পুকার কিসকে লিয়ে গীত বাঁকে (সুমন কল্যাণপুরের সঙ্গে) | রানী চন্দ্রাবতী | হিন্দি | এস এন ত্রিপাঠী | ললিতা পাওয়ার |
- সুবীর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত-
গান | সহ-গায়ক | অ্যালবাম |
---|---|---|
আসা-যাওয়ার পথের ধারে | পূরবী মুখোপাধ্যায় | নবীন মেঘের সুরের সারেগামা[২৬] |
ও দেখবি রে ভাই, আয় রে ছুটে | - | - |
সেদিন দুজনে দুলেছিনু বনে | - | অনুভব (1971) |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "এত সুর আর এত কষ্ট"। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ "Singer Subir Sen dead"। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ ক খ গ "Subir Sen Interview: Part 1: KOLKATA GAAN"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ Sen, Subir (২০১০)। "বুকের মধ্যে ধরে রেখেছি"। Shyamal Mitra – a compilation of essays। কলকাতা: Aajkal Publishrs' Pvt. Ltd.। আইএসবিএন 978-81-7990-115-1। অজানা প্যারামিটার
|সম্পাদক-প্রথম=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার|সম্পাদক-দ্বিতীয়=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Weekend Classics Radio Show – Subir Sen Special"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "শিল্পী"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ Sen, Subir (২০০৯)। "আমি তো গেয়েছি সেই গান"। Sudhin Dasgupta – Collection of Musical Essays। Aajkal Publishrs' Pvt. Ltd.। আইএসবিএন 978-81-7990-083-3।
- ↑ ক খ গ "সম্পাদক সমীপেষু: প্রথম রেকর্ড অন্য"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Subir Sen Biography (ইংরাজীতে)"। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩।
- ↑ "Subir Sen Biography"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Subir Sen Interview: Part 2: KOLKATA GAAN"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Midnight"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Zindagi Ka Hai Yeh Fasana – Mohd. Rafi (Midnight – 1972)"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Subir Sen Interview: Part 3: KOLKATA GAAN"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ Sen, Subir (২০১০)। "বুকের মধ্যে ধরে রেখেছি"। Shyamal Mitra – a compilation of essays। Aajkal Publishrs' Pvt. Ltd.। আইএসবিএন 978-81-7990-115-1।
- ↑ ক খ "Veteran singer Subir Sen passes away"। Business Standard India। ২৯ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Soumitra refuses Banga Bibhushan Award"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Veteran singer Subir Sen passes away in Kolkata"। ৩০ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০২২-০২-২৩। অজানা প্যারামিটার
|পত্রিকা=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Subir Sen passes away"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "এত সুর আর এত গান তুলে রেখে সুরলোকে সুবীর সেন"। ২৯ ডিসেম্বর ২০১৫। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Abhijit Banerjee: Subir Sen punched the styles of Jim Reeves"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ Gupta, Samir Kumar (২০১১)। সলিল চৌধুরী - প্রথম জীবন ও গণসংগীত। Milemishe, Kolkata।
- ↑ "Anarbala 1961"। জানুয়ারি ১৯৬১। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ ক খ গ ঘ "Radio Ceylon – 29-12-2017 – FS (Tribute to Subir Sen)"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "শতবর্ষ কি তারও বেশি কিছু আগে"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।
- ↑ "Asa Jaoar Pother Dhare"। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩।