সাহায্য:আধ্বব/বাংলা
অবয়ব
(সাহায্য:বাংলার জন্য আ-ধ্ব-ব থেকে পুনর্নির্দেশিত)
নিচের লেখচিত্র উইকিপিডিয়া নিবন্ধে বাংলা ভাষা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা (আ-ধ্ব-ব) কোন উচ্চারণ প্রতিনিধিত্ব করে তা প্রদর্শন করে।
আরও পুঙ্খানুপুঙ্খ বাংলা ধ্বনি আলোচনার জন্য দেখুন বাংলা ধ্বনিতত্ত্ব পৃষ্ঠাটি দেখুন৷
|
|
টীকা
[সম্পাদনা]- ↑ ক খ ⟨জ⟩ ও ⟨য⟩ আদি উৎসের মানক বাংলা শব্দগুলিতে একটি স্বরযুক্ত ঘৃষ্ট ধ্বনি /dʒ/ উপস্থাপন করতে পারে, তবে এই দুটি বিদেশি শব্দ ও নামে /z/-কেও উপস্থাপন করতে পারে (জাকাত [zakat], আজিজ [aziz])। অনেক বক্তা /z/-এর পরিবর্তে /dʒ/ ব্যবহার করে। অধিকন্তু, কিছু শব্দ যাতে মূলত /z/ ছিল তা এখন মানক বাংলায় /dʑ/ দিয়ে উচ্চারিত হয় (সবজি [ɕobdʑi])।
- ↑ বৈচিত্র্য ও বক্তার উপর নির্ভর করে /pʰ/ ধ্বনিগতভাবে [pʰ] বা [f~ɸ] হিসেবে উচ্চারিত হয়
- ↑ বৈচিত্র্য ও বক্তার উপর নির্ভর করে /r/ হল ধ্বনিগতভাবে একটি দন্তমূলীয় তাড়নজাত [ɾ], দন্তমূলীয় কম্পনজাত [r] বা দন্তমূলীয় নৈকট্যমূলক [ɹ]।
- ↑ বাংলা স্বর গুচ্ছের কিছু উচ্চারণে [j] ধ্বনিবৈচিত্র্য ঘটে, যেমন নয়ন [nɔjon]।
- ↑ ভারতীয় বাংলা ভাষায় চন্দ্রবিন্দু কিঞ্চিৎ নাসিক্য আকারে উচ্চারিত হয়।
- ↑ ক খ শব্দের-প্রাথমিক অবস্থানে মুখ্য শ্বাসাঘাত ঘটে ও পরে গৌণ শ্বাসাঘাত ঘটে।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- সমীর উদ দৌলা, খান (২০১০)। "Bengali (Bangladeshi Standard)" [বাংলা (বাংলাদেশী মান)] (পিডিএফ)। জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন। ৪০ (২): ২২১–২২৫। ডিওআই:10.1017/S0025100310000071।
- ধ্বনিতত্ত্ব: বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আধ্বব, ipa.bangla.gov.bd