সাঘাটা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঘাটা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাসাঘাটা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৪.৩৫ বর্গকিমি (৯.৪০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,৯৫০
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৫১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সাঘাটা ইউনিয়ন গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা উপজেলার ৩ নং ইউনিয়ন।

আয়তন[সম্পাদনা]

আয়তনঃ ২৪.৩৫ বর্গ কিলোমিটার এবং ৬০১৯ একর।

ইতিহাস[সম্পাদনা]

প্রশাসনিক অঞ্চল[সম্পাদনা]

গ্রামের সংখ্যা[সম্পাদনা]

মোট ১২টি গ্রাম আছে। (ক) হাসিলকান্দী, (খ) সাঘাটা, (গ) হাটবাড়ি, (ঘ) উত্তর যোগীপাড়া, (ঙ) দক্ষিণ যোগীপাড়া, (চ) উত্তর সাথালিয়া, (ছ) দক্ষিণ সাথালিয়া, (জ) কচুয়াহাট, (ঝ) গোবিন্দী, (ঞ) বাঁশহাটা, (ট) মুন্সিরহাট, (ঠ) দাসপাড়া।

ওয়ার্ড সংখ্যা[সম্পাদনা]

ওয়ার্ডের সংখ্যা ৯টিঃ

(ক) গোবিন্দী/বাশহাটা, (খ) কচুয়াহাট, (গ) উত্তর সাথালিয়া, (ঘ) দক্ষিণ সাথালিয়া, (ঙ) হাটবাড়ি, (চ) উত্তর যোগীপাড়া, (ছ) দক্ষিণ যোগীপাড়া, (জ) হাসিলকান্দী, (ঝ) সাঘাটা।

অবস্থান[সম্পাদনা]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

মোট জনসংখ্যা ৩০,৯৫০ জন । (ক) পুরুষ : ১৬,০০০ , (খ) নারী : ১৪,৯৫০,

শিক্ষা[সম্পাদনা]

সাঘাটা ইউনিয়ন এর সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ।

প্রাথমিক বিদ্যালয়[সম্পাদনা]

প্রাথমিক বিদ্যালয় ৯টি

(ক) সাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯০৫ সাল (খ) বাঁশহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৬১ সাল। (গ) গোবিন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় (ঘ) উত্তর সাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৪৯ সাল। (ঙ) কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৭৩ সাল। (চ) যোগীপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৭৩ সাল। (ছ) মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৬৯ সাল। (জ) দক্ষিণ সাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৪৯ সাল, (ঝ) হাটবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৪২ সাল।

রেজি: বিদ্যালয় ৩টি পুনরায় সরকারী করা হয়েছে-

(ক) ছাট যোগীপাড়া রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৯১ সাল। (খ) পূর্ব বাঁশহাটা রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত- ১৯৭৩ সাল। (গ) হাসিলকান্দী রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।

কেজি[সম্পাদনা]

(ক) সাঘাটা আইডিয়াল কিন্ডার গার্ডেন, স্থাপিত- ২০০৯ সাল, (খ) আল-হেরা ইসলামিক ইনন্টিটিউশন, স্থাপিত- ২০০২ সাল।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোট ৪ টি ।

বালিকা[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২টি:

(ক) সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্থাপিত- ১৯৭৪ সাল। (খ) ইটাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত- ১৯৯৯ সাল।

বালক[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয় ২টি :

(ক) সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, স্থাপিত-১৯০৪ সাল। (খ) মুন্সির হাট উচ্চ বিদ্যালয়, স্থাপিত- ১৯৭৩ সাল।

মাদ্রাসা[সম্পাদনা]

মাদ্রাসা ১টি:

(ক) সাঘাটা হেড কোয়াটার ডাঃ সেলিম সাঈদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, স্থাপিত- ১৯৮৩ সাল।

কলেজ[সম্পাদনা]

কলেজ ১টি:

(ক) সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্থাপিত- ১৯৯৯ সাল।

হাট ও বাজার[সম্পাদনা]

গরু/ছাগলঃ ১টি:

(ক) সাঘাটা হাট। পাট : ১টি, (ক) সাঘাটা। মরিচ : ২টি, (ক) মুন্সিরহাট, (খ) সাঘাটা। ধান : ১টি, (ক) সাঘাটা । মাছঃ ২টি, (ক) সাঘাটা (খ) মুন্সিরহাট । সবজী : ২টি, (ক) সাঘাটা (খ) মুন্সিরহাট।

বাঁশ : ২টি, (ক) সাঘাটা (খ) মুন্সিরহাট । হাঁস/মুরগী :১ টি, (ক) সাঘাটা

হাসপাতাল[সম্পাদনা]

হাসপাতালের সংখ্যা : ১টিঃ

(ক) সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স। সাঘাটা, গাইবান্ধা । স্থাপিত- ১৯৮৩।

কমিউনিটি ক্লিনিক[সম্পাদনা]

কমিউনিটি ক্লিনিক ২টি

(ক) মুন্সিরহাট কমিউনিটি ক্লিনিক (খ) সাথালিয়া কমিউনিটি ক্লিনিক।

ঈদগাহ মাঠ[সম্পাদনা]

ঈদগাহ মাঠ ১২টি :

(ক) কচুয়াহাট ঈদগাহ মাঠ, (খ) গোবিন্দী (চর) ঈদগাহ মাঠ, (গ) পাখীমারা ঈদগাহ মাঠ, (ঘ) হাটবাড়ী ঈদগাহ মাঠ, (ঙ) ইটাকুড়ি ঈদগাহ মাঠ, (চ) মিয়াপাড়া ঈদগাহ মাঠ, (ছ) যোগীপাড়া ঈদগাহ মাঠ, (জ) সাথালিয়া ঈদগাহ মাঠ, (ঝ) সাঘাটা হাসপাতাল ঈদগাহ মাঠ, (ঞ) সাঘাটা বালিকা বিদ্যালয় ঈদগাহ মাঠ, (ট) সাঘাটা থানা হেডকোয়াটার ঈদগাহ মাঠ।

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

তথ্য সূত্রঃ সাঘাটা ইউনিয়ন তথ্য বাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]