রাখালবুরুজ ইউনিয়ন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০১৮) |
রাখালবুরুজ | |
---|---|
ইউনিয়ন | |
১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: রাখাল বুরুজ | |
[[File:{স্থানাঙ্ক|250px|বাংলাদেশে রাখালবুরুজ ইউনিয়নের অবস্থান]] বাংলাদেশে রাখালবুরুজ ইউনিয়নের অবস্থান | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | গোবিন্দগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ০৮ বর্গকিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,২০৫ |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৭৪০ |
রাখালবুরুজ ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।
মহাভারতের অংশ হিসেবে রাখালবুরুজের ইতিহাস অতি প্রাচীনতম। বিরাট রাজার ৬০,০০০ হাজারের বেশি গাভী ছিলো, সেই গাভীগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এবং ঘাস কাঁটার রাখালেরা এখানে আসতো। রাখালদের পদাচারণা থেকেই এই এলাকার নামকরণ হয় প্রথমে রাখালপুর।
তারপ
তারপর রাখালেরা গরু, মহিষ চরাতে এসে খেলার জন্য একটি উচুঁ স্থান বা ঢিবি তৈরী করেন যা দেখতে বুরুজের মত । রাখালদের ব্যবহৃত এই বুরুজ থেকেই এই মৌজার ও ইউনিয়নের নামকরণ করা হয় রাখালবুরুজ। [১]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
১। উত্তর ধর্মপুর, কাজলা, চাঁদপুর। চাঁদপুর সিঙ্গা, নয়াপাড়া কৃষ্ণপুর, জগনাথপুর ২। গোবিন্দনগর, ছোট অভিরামপুর, পানিয়া ৩। লোনতলা, পলাশবাড়ী, লোনতলা পশ্চিমাংশ। ৪। চকমাকড়া, দরগাপাড়া, আমতলী, পূর্ব লোনতলা, রাখালবুরুজ মুন্সিরহাট। ৫। রাখালবুরুজ মুন্সিরহাট, রাখালবুরুজ পঁচারিয়া মাঝিপাড়া, গুলেতেপাড়া, মাদারদহ পশ্চিমপাড়া, মাদারদহ পূর্বপাড়া। ৬। রাখালবুরুজ সরকারপাড়া, রাখালবুরুজ উত্তর মিয়াপাড়া, রাখালবুরুজ মিয়াপাড়া, ৭।রাখালবুরুজ খামারপাড়া, রাখালবুরুজ মধ্যপাড়া। ৮। রাখালবুরুজ কাজীরচক, রাখালবুরুজ কাজীপাড়া, রাখালবুরুজ পশ্চিম কাজীপাড়া, রাখালবুরুজ কামারপাড়া, রাখালবুরুজ ফকিরপাড়া। ৯। হরিনাথপুর বিশপুকুর, পারসোনাইডাঙ্গা, হরিনাথপুর নয়াপাড়া।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯ টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৮ টি
- উচ্চ বিদ্যালয়ঃ ০৭ টি।
- মাদ্রাসা - ০৩ টি।
- কলেজঃ ১ টি।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- বড়দহ ব্রিজ
- তিরমহনি ব্রিজ
- জাহাংগির নগর
হাট-বাজার[সম্পাদনা]
০১। আমতলি বাজার
০২। ধর্মপুর বাজার
০৩। নতুন বাজার (লাজু)
০৪। ঘিডাঙ্গা হাট
০৫। চাঁদপুর
০৬। মাঠের বাজার
০৭। পীরপল বাজার