হোসেনপুর ইউনিয়ন, পলাশবাড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

হোসেনপুর ইউনিয়ন
ইউনিয়ন
হোসেনপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাপলাশবাড়ী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন৩১-গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী)
সরকার
 • চেয়ারম্যানতৌফিকুল আমিন মন্ডল (টিটু) (জাতীয় পার্টি)
আয়তন
 • মোট৬২.১৯ বর্গকিমি (২৪.০১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৩,৪৭৮
 • জনঘনত্ব৩৮০/বর্গকিমি (৯৮০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৭৩০
এলাকার টেলিফোন কোড+৮৮০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

হোসেনপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৬২.১৯ কিমি২ (২৪.০১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৩,৪৭৮ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৫টি ও মৌজার সংখ্যা ২৫টি।[৩] গ্রামগুলোকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।

ডাকঘর এবং বাজার[সম্পাদনা]

এই ইউনিয়নটিতে বেশ কয়েকটি বাজার রয়েছে। তবে সব চেয়ে বড় বাজার হলো মেরীরহাট বাজার , যেটি লক্ষীপুর গ্রামের মেরীপাড়াতে অবস্থিত। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদের প্রধান ভবন এবং এখানে থেকে সম্পূর্ণ ইউনিয়ন পরিচালনা করা হয়। এছাড়া রয়েছে হোসেনপুর গ্রামে অবস্থিত আমবাগান বাজার। প্রতি মঙ্গলবার সকালবেলা আমবাগানে সবজির বাজার অনুষ্ঠিত হয় । অন্যান্য বাজারের মধ্যে রয়েছে হাসবাড়ী বাজার, সাইনহ সবজি বাজার, কাঙ্গালির বাজার।

গ্রাম সমূহ[সম্পাদনা]

এখানে মোট ২৫ টি গ্রাম রয়েছে , যেগুলো হলো হোসেনপুর,খাসবাড়ী,শিশুদহ , শ্রীখন্ডী , আকবর নগর , চেরেঙ্গা , কিশামতচেরেঙ্গা , সাইনদহ , সেমো ঝাপড় , শালমাড়া , করিয়াটা , চাকলা , দৌলতপুর , জগন্নাথপুর , মধ্যরামচন্দ্রপুর , দিগদাড়ী , সাতআনা নওদা , পশ্চিম ফরিদপুর , আটঘরিয়া , বাহিরডাঙ্গা , শ্রীকলা , দেবীপুর , লক্ষীপুর , রামকৃষ্ণপুর , দেবত্তর কলাগাছী

দর্শনীয় স্থান[সম্পাদনা]

পলাশবাড়ী - ঘোড়াঘাট রোডে হোসেনপুর গ্রামের আমবাগানে অবস্থিত করতোয়া ব্রিজ অত্যন্ত প্রিয় একটি স্থান। যেখানে প্রতি ঈদে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসেন । দর্শনার্থীদের সেবার লক্ষ্যে এখানে ২টি ক্যাফে প্রতিষ্ঠীত হয়েছে, একটি হলো রাঙ্গা ইনন এবং অন্যটি হলো করতোয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হোসেনপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]