সাই পল্লবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাই পল্লবী
Sai Pallavi at Mca-pre-release-event.jpg
এমসিএ -এর রিলিজপূর্ব অনুষ্ঠানে সাই পল্লবী
জন্ম
সাঁই পল্লবী সেন্থামারাই

(1992-05-09) ৯ মে ১৯৯২ (বয়স ৩০)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনতিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া
পেশাঅভিনেত্রী, নৃত্যশিল্পী, চিকিৎসক

সাই পল্লবী সেন্থামারাই (জন্ম: ০৯ মে ১৯৯২), একজন ভারতীয় অভিনেত্রী, যিনি সর্বসাধারণের কাছে সাঁই পল্লবী নামেই বেশি পরিচিত৷ তিনি মুলতঃ মলয়ালম, তামিল, এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন৷

সাই পল্লবী সকলের নজরে আসেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম চলচ্চিত্র "প্রেমাম" এর মাধ্যমে, সেখানে তিনি মালার চরিত্রে অভিনয় করেন৷ সিনেমাটি ব্যাপক সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টারের তকমা পায়৷[১] এরপর তিনি জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান - এর সাথে "কালি" নামক একটি চলচ্চিত্রে অভিনয় করেন, যেটি মুক্তি পায় ২০১৬ সালে৷[২] এরপর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক চলচ্চিত্র ফিদার মাধ্যমে তিনি তেলুগু সিনেমায় প্রবেশ করেন৷ সিনেমাটিতে তিনি ভানুমতি চরিত্রে অভিনয় করেন এবং বরুণ তেজ ছিলেন তার সহ-অভিনেতা৷ যখন ফিদা টেলিভিশনে প্রদর্শিত হয়েছিল, তখন এটা সর্বাধিক টিআরপি রেটিং পেয়েছিল, এমনকি ৫ম বার দেখানোর সময়ও টিআরপি সর্বোচ্চ ছিল৷[৩][৪] "দিয়া" সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটান, যার পরিচালক ছিলেন বিজয়৷

সাই পল্লবী পেশায় স্বাস্থ্যসেবা শিল্পে আছেন ৷ ২০১৬ সালে তিনি তিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, জর্জিয়া থেকে তার মেডিকেল ডিগ্রী সম্পন্ন করেছেন ৷[৫][৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সাই পল্লবী জন্মগ্রহণ করেন কোটাগিরি তে এবং বড় হয়েছেন কোয়েম্বাটুর এ। তিনি তার চিকিৎসা বিষয়ক পড়াশোনা তিবিলিসি স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে সম্পন্ন করেন।[৬][৭]

কর্মজীবন[সম্পাদনা]

একটি প্রশিক্ষিত নৃত্যশিল্পী পল্লবী বিজয় টিভি প্রচারিত ২০০৮ সালের ডান্স রিয়ালিটি শো উংগালিল ইয়ার আধুতা প্রভু দেবা তে অংশগ্রহণ করেন। তিনি ইটিভি তেলুগু এর ড্যান্স রিয়ালিটি শো ধি আল্টিমেট ড্যান্স শো (ডি৪) তেও অংশগ্রহণ করেন।[৮][৯]

তিনি ধাম ধুম চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে কাঙ্গানা রানাওয়াত এর সাথে হাজির হন। ২০১৪ সালে ছাত্রাবস্থায় পরিচালক আলফোনসে পুঠারেন তাকে তার নতুন চলচ্চিত্রে প্রেমাম এর মালার চরিত্রের জন্য নির্বাচিত করেন।[১০] তিনি ছুটি চলাকালীন সময়ে শুটিং সম্পন্ন করেন এবং ছুটি শেষে আবারো পড়াশোনায় যোগ দেন। ২০১৪ সালে এক মাসের ছুটি নিয়ে তিনি আবারো তার ২য় চলচ্চিত্র কালি তে অভিনয় করেন যা ২০১৬ সালের মার্চ মাসে মুক্তি পায়।[১১][১২]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

সাল চলচ্চিত্রের নাম চরিত্র পরিচালক ভাষা নোট
২০০৫ কস্তুরি মন শিশু শিল্পী এ. কে. লোহিতদাস মলয়ালম এবং তামিল অস্বীকৃত ভূমিকা
২০০৮ ধাম ধুম অজানা জীভা তামিল
২০১৫ প্রেমাম মালার অ্যালফান্স পুথারেন মলয়ালম মলয়ালম অভিষেক
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল ডেবিউ - দক্ষিণ
২০১৬ কালি অঞ্জলি সামীর তাহির মলয়ালম মনোনীত - ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাকট্রেস্ - মলয়লাম
"হেই পিল্লাগাদা" নামে তেলুগু ভাষায় রূপান্তর করে রিলিজ দেওয়া হয়েছিল
২০১৭ ফিদা ভানুমতি শেখর কাম্মুলা তেলুগু তেলুগু অভিষেক
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাকট্রেস্ - তেলুগু
মিডল ক্লাস আব্বায়ি পল্লবী "চিনি" বেনু শ্রী রাম তেলুগু
২০১৮ দিয়া তুলসী এ.এল.বিজয় তামিল তামিল অভিষেক
কানাম তেলুগু
মারী ২ আরাথু আনন্দি [১৩] বালাজি মোহন তামিল
পাডি পাডি লেচে মানাসু বৈশালি হানু রাঘভাপুদি তেলুগু পোস্ট-প্রোডাকশন[১৪]
২০১৯ এন জি কে মৈথিলী সেলভারাঘবন তামিল চলচ্চিত্রায়ন চলছে
আথিরান ফাহাদ ফাসিল চলচ্চিত্র টেমপ্লেট:টিবিএ বিবেক মলয়লাম প্রি-প্রোডাকশন
২০২১ লাভ স্টোরি মনিকা শেখর কাম্মুলা তেলুগু বক্স অফিসে হিট

পুরস্কার এবং মনোনয়নসমূহ[সম্পাদনা]

সাল পুরস্কার বিভাগ ভাষা চলচ্চিত্র ফলাফল
২০১৫ এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার বিশেষ জুরি পুরস্কার মলয়ালম প্রেমাম বিজয়ী
এশিয়াভিশন পুরস্কার অভিনয়ে নতুন সেনসেশন বিজয়ী
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস্ শ্রেষ্ঠ নারী অভিষেক – দক্ষিণ বিজয়ী
এস.আই.আই.এম.এ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক (নারী) বিজয়ী
বনিতা চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিষেক (নারী) বিজয়ী
আইবিএন লাইভ শ্রেষ্ঠ দক্ষিণী অভিষেক বিজয়ী
২০১৬ এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কালি বিজয়ী
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস্ শ্রেষ্ঠ অভিনেত্রী - মলয়ালম মনোনীত
এস.আই.আই.এম.এ চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
অ্যাওয়ার্ড বিহাইন্ডউডস্ গোল্ড মেডেল শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
২০১৮ ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু তেলুগু ফিদা বিজয়ী
এস.আই.আই.এম.এ চলচ্চিত্র পুরস্কার প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

 1. "Premam (2015) - IMDb" (ইংরেজি ভাষায়)। 
 2. "Kali (2016) - IMDb" (ইংরেজি ভাষায়)। 
 3. "Massive TRP Ratings for Fidaa"। nowrunning.com। ৬ অক্টোবর ২০১৭। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮ 
 4. "Telugusquare.com is for sale"HugeDomains (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪ 
 5. Jayaram, Deepika (জানুয়ারি ২৪, ২০১৭)। "It's Dr Sai Pallavi now!"। Times of India। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭ 
 6. "It's Dr Sai Pallavi now! - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪ 
 7. "I cannot call myself a doctor yet: Sai Pallavi - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪ 
 8. Anu, James (২৩ নভেম্বর ২০১৫)। "'Premam' is not Sai Pallavi's debut film [VIDEO]"IB Times। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
 9. "If you are a 'Malar' fan, this short film starring Sai Pallavi is a must-watch..."Manoramaonline.comMalayala Manorama। ৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
 10. Rao, Subha J. (২৬ অক্টোবর ২০১৫)। "Actress Sai Pallavi on Premam"The Hindu। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬ 
 11. Sudhi, CJ (৬ জুন ২০১৫)। "I am like Malar: Sai Pallavi"Manoramaonline.comMalayala Manorama। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৬ 
 12. "Sai Pallavi opposite Maddy in 'Charlie' remake!"Sify (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪ 
 13. "Sai Pallavi as Araathu Anandi in Maari 2"। timesofindia.indiatimes.com। ৭ নভেম্বর ২০১৮। 
 14. "Sai Pallavi's third film with Sharwanand and Hanu Raghavapudi will be shot in Kolkata and Kathmandu"। timesofindia.indiatimes.com। ৬ ফেব্রুয়ারি ২০১৮। 

বহিঃসংযোগ[সম্পাদনা]