বিষয়বস্তুতে চলুন

সুজাতা (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুজাতা
জন্ম(১৯৫২-১২-১০)১০ ডিসেম্বর ১৯৫২[]
মৃত্যু৬ এপ্রিল ২০১১(2011-04-06) (বয়স ৫৮)
চেন্নাই, ভারত
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৮-২০০৬
দাম্পত্য সঙ্গীজয়কর
সন্তানসজিত, দিব্য

সুজাতা (১০ ডিসেম্বর ১৯৫২[]-৬ এপ্রিল ২০১১)[] ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। সুজাতা অভিনীত প্রথম তামিল ভাষার চলচ্চিত্র ছিলো ১৯৭৪ সালে মুক্তি পাওয়া আভাল ওরু তোডার কাদাই যেটি তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতনামা পরিচালক কৈলাস বলচন্দ পরিচালনা করেছিলেন।[] তিনি তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রে সহ-শিল্পী হিসেবে কালজয়ী অভিনেতা কমল হাসনকে পেয়েছিলেন।[] তিনি এছাড়াও তেলুগু চলচ্চিত্র শিল্পের কিংবদন্তি অভিনেতা এনটিআরের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।[] তার জন্ম শ্রীলঙ্কায় হয়েছিলো, তিনি ১৫ বছর বয়সে ভারতে চলে আসেন পরিবারসমেত এবং স্থায়ীভাবে বাস করা শুরু করেন।[] তার চলচ্চিত্র জীবন শুরু হয় মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

সুজাতা ১০ ডিসেম্বর ১৯৫২ সালে শ্রীলঙ্কার গলে একটি মালয়ালি -ভাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে তিনি তার শৈশবের বেশিরভাগ দিন সেখানেই কাটিয়েছিলেন। তিনি স্কুল নাটকে অংশগ্রহণ করেন এবং পরে তামিলনাড়ুতে চলে আসেন যখন তার বয়স ছিল প্রায় ১৫। তিনি এর্নাকুলাম জংশন , একটি মালায়লাম চলচ্চিত্রে অভিনয় করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

মালয়ালম চলচ্চিত্র থাপস্বিনীতে সুজাতার অভিষেক হয় । তার প্রথম তামিল চলচ্চিত্র ছিল কে. বালাচান্দর পরিচালিত আভাল ওরু থোদর কাথাই । তিনি আবার কে. বালাচন্দরের সাথে আভারগাল (১৯৭৭)-এ অভিনয় করেন - প্রধান তারকা রজনীকান্ত এবং কমল হাসান । সুজাতা তামিল, মালায়ালাম, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমা নামে পাঁচটি ভাষায় 240 টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি আভাল আওয়ার থোডার কাধাই , আন্নাক্কিলি , আভারগাল একজন নির্যাতিত স্ত্রী , বিধি , মায়াঙ্গুগিরাল ওরু মাধু , সেন্টামিজ পাত্তু এবং আভাল ভারুওয়ালার মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবংতেলেগু যেমন গুপ্পেদু মনসুতে তার অভিষেক ।

চরিত্রের ভূমিকা

[সম্পাদনা]

১৯৮০-এর দশকে, তিনি চরিত্রের ভূমিকা পালন করতে শুরু করেন, প্রায়শই মায়ের চরিত্রে অভিনয় করেন। কোডি পারকুথু , উজাইপ্পালি , বাবার মতো চলচ্চিত্রে একজন সিনিয়র অভিনেতা হিসেবে তার অভিনয় যা তিনি রজনীকান্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ; এবং ভিলেন যেটিতে তিনি অজিত কুমারের শুভাকাঙ্ক্ষী চরিত্রে অভিনয় করেছিলেন। ভারালারু (২০০৬) ছিল তার শেষ ছবি।

মৃত্যু

[সম্পাদনা]

হৃদরোগের জন্য চিকিৎসাধীন অবস্থায়, সুজাতা ৬ এপ্রিল ২০১১ সালে চেন্নাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ
নন্দী পুরস্কার
তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার
তামিলনাড়ু সরকার

উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

১৯৬০ এর দশক

[সম্পাদনা]
বছর ফিল্ম ভূমিকা ভাষা মন্তব্য
১৯৬৫ আম্মু শারধা মালায়লাম অভিষিক্ত চলচ্চিত্র
কাট্টুপুক্কল
কাদাথুকরণ কাদম্বরী
১৯৬৬ রাউডি

১৯৯০ এর দশক

[সম্পাদনা]
বছর ফিল্ম ভূমিকা ভাষা মন্তব্য
১৯৯০ সূত্রধরুলু তেলেগু
নাল্লা কালাম পোরান্দাছু তামিল
১৯৯২ চন্তি চন্তীর মা তেলেগু
সিংহধ্বনি মালায়লাম
সোরি গাদু তেলেগু
মাধভায় গারি মানবদু
অহংকারি জয়ন্তী
অভিরামি অভিরামি তামিল
সেন্থামিজ পট্টু কালাইভানি
১৯৯৩ নিপ্পু রভভা তেলেগু
আদর্শ
কোন্ডপল্লী রাজা
উজাইপ্পালি জানকী তামিল
উজান সুবম্মাল
১৯৯৪ প্রহরী ভাদিভেল সরসু
রাজাকুমারন রাজাকুমারনের মা
মা ভুরি মারাজু তেলেগু
এম ধর্মরাজু এম.এ
নান্নাগু
থোজার পান্ডিয়ান তামিল
সেন্থামিজ সেলভান জানকী
কানমানই
অমাইথিপদই শিবকামি
১৯৯৫ কর্ণ অর্জুনের মা
সিংহ গর্জনা তেলেগু
ভেটাগাডু
উর্ধ্বতন কর্মকর্তা চিরঞ্জীবী মা
বজ্রম
১৯৯৬ পেলি
শিবশক্তি শিবের মা তামিল
পুওভারসন কার্তিকের মা
১৯৯৮ আভাল ভারুভালা সিমরানের শাশুড়ি
সুব্বারাজু গারি কুটুম্বম তেলেগু
অটো চালক জগনের মা
নাটপুকাগা লক্ষ্মী তামিল
থুট্টা মুত্তা অনুসূয়া কন্নড় রমেশ অরবিন্দের মা হিসেবে
১৯৯৯ পাতালি লক্ষ্মী তামিল রাম্যা কৃষ্ণনের মা হিসেবে
নিনাইভিরুক্কুম ভারাই জনির মা
আজগরসামি থায়ামা
স্নেহম কোসম লক্ষ্মী তেলেগু

২০০০ এর দশক

[সম্পাদনা]
বছর ফিল্ম ভূমিকা ভাষা মন্তব্য
২০০০ সন্ধিথা ভেলাই আদলরসুর মা তামিল
২০০১ চিত্রথুনুকাল মালায়লাম
বৈজয়ন্তী তেলেগু
প্রেমাথো রা
২০০২ নি স্নেহম আরতি আগরওয়ালের দাদী
তপু চেসি পাপ্পু কুডু
সীমা সিংহম
মিথুনরাশি তামিল
নেত্রু ভারাই নি ইয়ারো মীনাক্ষী
বাবা রজনীর মা
ভিলেন প্রতিবন্ধী বাড়ির প্রধান
২০০৩ কিচ্ছা শারদা (কিচ্ছার মা) কন্নড়
নিকু নেনু নাকু নুভু রাঘভায়ের স্ত্রী তেলেগু
ভিলেন
২০০৪ জলোৎসবম ভানুমতী মালায়লাম
আরুল বিক্রমের মা তামিল
মানস্থান শরৎকুমারের মা
অট্টগাসম অজিত কুমারের মা
২০০৫ চন্দ্রলসাম ভবানী মালায়লাম
মায়োখাম দেবকী
২০০৬ শ্রী রামদাসু পোকালা দামাক্কা তেলেগু
নীলাকান্ত কন্নড়
ভাথিয়ার অর্জুনের মা তামিল

সুজাতার কন্নড় চলচ্চিত্র ১) নান্না দেবরু - 1982

২) আকরোশা - 1983

৩) প্রেমা সাক্ষী - 1984

৪) কানুনিগে সাওয়াল - 1984

৫) রাউডি রাজা - 1984

৬) সুপার বয় (3D) - 1986

৭) বিডিসদা বান্ধা - 1989

৮) থুট্টা মুত্তা - 1998

৯) কিচ্ছা - 2003

1১০) নীলকান্ত - 2006

কন্ঠ শিল্পীসম্পাদনা করুন

[সম্পাদনা]
  • জয়প্রদা - নিনাইথালে ইনিক্কুম , ৪৭ নাটকাল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sujatha's last film"। ৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  2. Sujatha's career
  3. Dream debut
  4. "Actress Sujatha dies at 58, 7 June 2011"। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]