শন ডেভিস
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শন জেরার্ড ডেভিস | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ১৫ অক্টোবর, ১৯৭৩ হারারে, জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | মাঝারিসারির ব্যাটসম্যান, কোচ | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৪২) | ২৮ জানুয়ারি ১৯৯৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৬ ফেব্রুয়ারি ১৯৯৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ |
শন জেরার্ড ডেভিস (ইংরেজি: Sean Davies; জন্ম: ১৫ অক্টোবর, ১৯৭৩) হারারে এলাকায় জন্মগ্রহণকারী সাবেক জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৬ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২]
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন শন ডেভিস।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৯১-৯২ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত শন ডেভিসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ দলের পক্ষে খেলার পর ম্যাশোনাল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নেন তিনি। মাঝারিসারির আক্রমণধর্মী ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শন ডেভিস।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]১৯৯৬ সালের শুরুরদিকে সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন শন ডেভিস। ২৮ জানুয়ারি, ১৯৯৬ তারিখে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১৬ ফেব্রুয়ারি, ১৯৯৬ তারিখে হায়দ্রাবাদে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট কার্লাইলকে সাথে নিয়ে বেশ বড় ধরনের জুটি গড়ে একদিনের খেলায় দলীয় রানকে স্ফীত করে তুলেন। এরফলে জিম্বাবুয়ে দল জয়লাভে সক্ষম হয়। যথাসম্ভব ফাঁক গলিয়ে বাউন্ডারি মারতে পছন্দ করতেন তিনি।
অবসর
[সম্পাদনা]১৯৯৬ সালের শুরুতে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের পর খেলা থেকে অবসর গ্রহণ করেন। এরপর ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে অংশ নেন। সারেভিত্তিক উইম্বলডন ক্রিকেট ক্লাবে খেলেন। এরপর, উইম্বলডনের কিংস কলেজে স্কুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Players / Zimbabwe / ODI caps"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Zimbabwe ODI Batting Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
আরও দেখুন
[সম্পাদনা]- ইয়ান বুচার্ট
- ম্যালকম জার্ভিস
- ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ
- মনিকাল্যান্ড ক্রিকেট দল
- জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে শন ডেভিস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে শন ডেভিস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)