মান্না অভিনীত চলচ্চিত্রের তালিকা
| ||
---|---|---|
|
||
সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মঞ্চ নাম মান্না নামেই অধিক পরিচিত; জন্ম: ১৪ এপ্রিল ১৯৬৪ - মৃত্যু: ১৭ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।[১] ম্যানলি হিরো খ্যাত সুপারস্টার মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে ঢালিউড সোনালী প্রজন্মের সর্বশেষ মহানায়ক[২], মেগাস্টার[৩] বলা হয়। ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষ অবস্থান ধরে রাখা নায়ক রাজ-রাজ্জাকের পর ঢালিউড যুবরাজ মান্নার অবস্থান।[৪] তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন[৫][৬]।
তিনি আটবার মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তিনবার এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বেশ কয়েকবার বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ত্রাস, দাঙ্গা, কাসেম মালার প্রেম, লুটতরাজ, তেজী, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বর্তমান, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক, সিটি টেরর, মিনিস্টার, দুই বধু এক স্বামী, পিতা মাতার আমানত, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের খেপ, মায়ের মর্যাদা ও কাবুলিওয়ালা ইত্যাদি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর অভ্যান্তরের ডিজিটাল প্রযুক্তিতে ভিডিও এডিটিং, কালার গ্রেডিং এবং ডাবিং স্টুডিওকে তার নামে মান্না ডিজিটাল কমপ্লেক্স নামকরণ করা হয়েছে[৭]।
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
এস আই বি প্রভাত
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মান্না"। ৬ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আজ চলচ্চিত্রের মহানায়ক মান্নার ৮ম মৃত্যুবার্ষিকী"। DailyInqilabOnline।
- ↑ "ঢাকাই সিনেমার মেগাস্টার মান্নার জন্মদিন আজ"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় শীর্ষ জনপ্রিয় নায়ক রাজ রাজ্জাকের পর সুপাস্টার মান্না"। somoynews.tv। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "মান্না"। বাংলা মুভি ডেটাবেজ। ২৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Manna"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৮।
- ↑ "ফিরে এলো নায়ক মান্না"। NTV Online। ২০১৫-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "টাঙ্গাইলের আসলাম থেকে মান্না"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- ↑ "আজকের ছবি"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "টিভিতে চলচ্চিত্র"। samakal.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "Goriber Bou"। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "আজকের চলচ্চিত্র"। archive.prothom-alo.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Shesh Khela"। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০।
- ↑ "বশিরা"। বাংলা মুভি ডেটাবেজ। ১৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২০।
- ↑ "চলচ্চিত্র | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "মৃত্যুর ১৩ বছর পর কেন মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি"। Prothomalo।