ব্যবহারকারী আলাপ:RiazACU/সংকলন/২০১৯

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের সংগ্রহশালার তালিকা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০২৪২০২৩২০২২২০২১২০২০২০১৯২০১৮২০১৭



Hello RiazACU

I am deleting from Wikimedia Commons File:Shareit logo.png, which is being used on শেয়ারইট. This file was uploaded to Commons 9 months ago under a license claim incompatible with their terms.

However, as this wiki has an Exception Doctrine Policy, it may be possible to upload locally under a Fair Use claim. You may copy it from ptwiki local copy. I am afraid I wouldn't be able to do so myself, as I am not a Bangla speaker and don't know the requisites of your local policy. However, as the author of that page you can probably fulfill the necessary steps here.

Best regards

Platonides (আলাপ) ২৩:৫৭, ২৭ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাত্রলীগ

আমি নাহিদ উকিল জুয়েল উপ-গণশিক্ষা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমি কিছুক্ষণ আগে ছাত্রলীগের উইকিপিডিয়া পেজে দেখলাম সাধারণ সম্পাদক এর পদের পরিবর্তে বাংলায় "সচিব" লেখা হয়েছে। এটা কারেকশন দিলাম। আপনি রিজেক্ট করলেন। কারণ টা কি? ইংরেজিতে ঠিক ছিল কিন্তু বাংলায় তো সচিব হবেনা। আক্ষরিক অনুবাদ তো এখানে প্রযোজ্য নয়। নাহিদ উকিল জুয়েল (আলাপ) ১৫:১৭, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@নাহিদ উকিল জুয়েল: আপনার মন্তব্যটির জন্য ধন্যবাদ। আপনি যেই সম্পাদনাটি করেছেন, অর্থাৎ সচিবের পরিবর্তে সাধারণ সম্পাদক লিখেছিলেন সেটি পরিবর্তন করার পর মূল পাতায় প্রদর্শন করে নি, কারণ নিবন্ধটিতে যেই তথ্যছক ব্যবহার করা হয়েছে সেখানে president & Sectretaryই লেখা ছিলো। তাই আপনার সংশোধনটি মূলত তথ্যছকের মূল টেমপ্লেটেই করতে হবে। যেটি একজন প্রশাসক কর্তৃক সংশোধন করতে হবে। তাই আপনার সম্পাদনাটি বাতিল করে পূর্বাবস্থায় ফেরত এনেছি। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন।রিয়াজ (আলাপ) ১৫:২১, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাত্রলীগ

তাহলে একজন প্রশাসককে সংশোধন করতে বলুন। আর একটা বিষয়। আমাদের অফিসিয়াল লোগো লাল রঙ এর নয়, কালো রঙ এর। এটিও সংশোধনের অনুরোধ রইলো। নাহিদ উকিল জুয়েল (আলাপ) ১৫:২৫, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@নাহিদ উকিল জুয়েল:, ধন্যবাদ, বিষয়টি বাংলা উইকিপিডিয়ার প্রশাসককে অবহিত করা হবে। আর লোগোটি এখনই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হবে অনুগ্রহ করে অপেক্ষা করুন। রিয়াজ (আলাপ) ১৫:৩০, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাত্রলীগ

ধন্যবাদ নাহিদ উকিল জুয়েল (আলাপ) ১৫:৩৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@নাহিদ উকিল জুয়েল: ভাই, বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধে বর্তমান লোগোটি যুক্ত করা হয়েছে। অনুগ্রহ দেখুন। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৫:৪২, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাত্রলীগ

ধন্যবাদ। যে লোগোটি দিয়েছেন সেটিতে রেজুলেশন এবং hight width ratio তে সমস্যা আছে। আমাকে কাইন্ডলি আমাকে মেসেঞ্জারে নক করুন। আমি অরিজিনাল লোগোটি দিচ্ছি আপনাকে। নাহিদ উকিল জুয়েল (আলাপ) ১৫:৪৭, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ছাত্রলীগ

আমার ফেসবুক আইডি "নাহিদ উকিল জুয়েল" নাহিদ উকিল জুয়েল (আলাপ) ১৫:৫৬, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@নাহিদ উকিল জুয়েল: আসলে ভাইয়া উইকিপিডিয়াতে ছবি যুক্তকরণের ক্ষেত্রে নিয়ম নীতিমালা মেনেই যোগ করতে হয়। কারো মেসেঞ্জার বা অন্য কোনো সাধারণ উৎস থেকে প্রাপ্ত ছবি উইকিপিডিয়াতে যোগ করার নিয়ম নেই। আমি তথ্যছক সংশোধন ও লোগো নিয়ে বিবেচনার জন্য একজন প্রশাসককে অনুরোধ করেছি। আশা করি উনি বিবেচনায় নিবেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা প্রশাসক নাহিদ সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৬:০০, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদকৃত নিবন্ধ

সম্প্রতি আপনি কর্তৃক অনুবাদকৃত নিবন্ধ ফুড পান্ডা যাতে ইংরেজিতে অনুচ্ছেদ রয়েছে। আপনি হয়ত সেগুলো অনুবাদ করছেন নিয়মিত। কিন্তু আমার মনে হয় বাংলা নিবন্ধে ইংরেজি অনুচ্ছেদ রাখা ঠিক নয়। আপনি অনুবাদ করে করে নিবন্ধে অনুবাদকৃত অংশটুকু যোগ করতে পারেন।—ImranAvenger (আলাপ) ০৮:০৯, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ImranAvenger: আপনি হয়তো দেখেননি ভাই, নিবন্ধের ওপরে কাজ চলছে ট্যাগ যুক্ত করেছি। দুপুরে খেতে বসায় তাই অতটুকু অনুবাদ থাকা অবস্থায় আমি নিবন্ধটি তৈরি করে রেখেছি। এই মাত্র খেয়ে ওঠলাম বাকি অংশটুকু অনুবাদ করবো। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ০৮:২৩, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin: আমি {{কাজ চলছে}}টেমপ্লেটটি দেখেছি। অনুবাদ করার ক্ষেত্রে আপনি আপনার ডিভাইসের নোটপ্যাড অ্যাপটি ব্যবহার করতে পারেন যেটা আপনাকে অনুবাদ করতে সহায়তা করবে। আমি মনে করি নিবন্ধে ইংরেজি না রাখাটাই সবচেয়ে ভালো। উইকিপিডিয়ায় অবদান রেখে এগিয়ে যাবেন আশা করি। ধন্যবাদ— ImranAvenger (আলাপ) ০৮:৪০, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: ভাই বলছি তো আমি অনুবাদ অর্ধেক থাকাবস্থায় খেতে বসেছিলাম সেজন্য আপাতত ওতটুকুতে আমি নিবন্ধটি তৈরি করে ফেলেছি। আর আমি মোবাইল থেকেই উইকিপিডিয়ায় অবদান রাখি, সেজন্য অনুবাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আমি উইকিপিডিয়াতে ২০১৭ সাল থেকেই আছি। সুতরাং কোনটা ভালো খারাপ তা সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ০৮:৪৮, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: আপনাকে আমি জোরপূর্বক কোনোকিছু করতে বলিনি। এটা আমার প্রস্তাব মাত্র। আমিও একজন মোবাইল সম্পাদনাকারী। তাই আপনাকে নোটপ্যাড এর কথা বলেছি, যেখানে আপনি কপি-পেস্ট এর মাধ্যমে ভালো সুবিধা উপভোগ করতে পারবেন। আশাকরি আমার কথাগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন। আপনি কতবছর ধরে উইকিপিডিয়ায় আছেন সেটা বলার কোনো প্রয়োজনবোধ করছিনা। নিন্দনীয় আচরণ করে থাকলে ক্ষমা করে দিবেন।— ImranAvenger (আলাপ) ০৯:০১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: একটা অনুবাদ অসম্পূর্ণ ছিলো বলো এত কথা বলার দরকার নাই ভাই। আমিও সাধারণত কপি পেস্টের মাধ্যমেই কাজ করে থাকি। একেকেজনে একেকভাবে অবদান করে থাকে। সুতরাং যার যেটা ভালো সে সেভাবেই করবে। তাছাড়া বাংলা উইকিপিডিয়াতে এখনও অনেক নিবন্ধ আছে যেগুলো ইংরেজি ভাষাই রয়ে গেছে। সুতরাং আর কথা বাড়ানোর দরকার নাই। আপনার মন্তব্যের জন্য, ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ০৯:০৮, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়া নীতিমালা ও প্রকল্প পাতাগুলোতে ইংরেজি রয়েছে। নিবন্ধ যদিও থেকে থাকে তার পরিমাণ অতি নগন্য, অনেক নয়। কথার প্রসঙ্গে কথা আসতেই পারে তার জন্য দয়া করে মন খারাপ করবেন না। আর সবক্ষেত্রে সর্বোত্তম পন্থা অবলম্বন করা উচিত।—ImranAvenger (আলাপ) ০৯:৩৪, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: ভাই এটা উইকিপিডিয়ার আলাপ পাতা, এখানে অল্প কথায় শেষ করতে পারলে ভালো। জ্বি ভাই কথার প্রসঙ্গে কথা আসে, এটা যেহেতু কোনো Messenger/Whatsapp এর মতো চ্যাটিং সিস্টেম না তাই অনুগ্রহ করে আলোচনা এখানেই শেষ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ০৯:৩৯, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক!

পরিশ্রমী পদক
আপনি ২৪ ঘন্টায় ৯৩ টি সম্পাদনা করেছেন এবং ধ্বংসপ্রবণতারোধেও বেশ পরিশ্রম করেছন — Ahmad ১৪:১৫, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার খেলাঘর পাতায় লেখা নিবন্ধ প্রসঙ্গে

আল রিয়াজ উদ্দিন রিপন ভাই, সালাম নিবেন । আশা করি ভাল আছেন । ইতিমধ্যে আপনার দিকনির্দেশনা অনুযায়ি আমি আমার খেলাঘর পাতায় জালালুদ্দীন মহল্লী লেখাটি প্রায় শেষ করে নিয়েছি । শেষ করার পর আমার লেখা এ নিবন্ধকে আমি মূল পাতায় কীভাবে স্থানান্তর করবো ? খেলাঘর থেকে কি কপি করে নিব, নাকি কোন অপশনের মাধ্যমে স্তানান্তর করবো ? অনুগ্রহকরে জানিয়ে বাধিত করবেন।। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৬:২৮, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ফুরকান ইবন্ সা'দাদ: আপনি চাইলে সেটা নিবন্ধের নামানুসারে মূল পাতায় স্থানান্তর করতে পারেন অথবা কপি-পেস্ট করতে পারেন। আপনি স্থানান্তর করতে না পারলে বা সমস্যা হলে আমাকে সম্মতি দিলে স্থানান্তর করে দিতে পারবো। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৬:৩৩, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ফুরকান ইবন্ সা'দাদ: আপনি এই লিংকে ক্লিক করে পাতাটি স্থানান্তর করুন। প্রথম ড্রপডাউন মেনু বক্স থেকে ব্যবহারকারী অপশনের পরিবর্তে প্রধান সিলেক্ট করুন, এরপরের বক্সে যেই পাতায় স্থানান্তর করতে চান সেই নাম বা নিবন্ধের মূল নামটি দিন। সর্বশেষ পাতা স্থানান্তর অপশনে ক্লিক করলেই স্থানান্তর হয়ে যাবে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৭:০৭, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে অশেষ ধন্যবাদ। কৃতার্থ হলাম। আপনার জন্য শুভকামনা অনন্ত। ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ১৭:৩৬, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

সুপ্রিয় RiazACU,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -ImranAvenger (আলাপ), বৃহস্পতিবার ১৫:০৬, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ নিবন্ধ

আমি ওগুলো যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করছি সৌমেন মান্না (আলাপ) ১২:৩৮, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@সৌমেন মান্না: আচ্ছা ঠিক আছে। অনুগ্রহ করে একসাথে এতগুলো নিবন্ধ তৈরি করবেন না। উইকিপিডিয়ার প্রশাসকগণ চাইলে নোটিশ ছাড়াই নিবন্ধসমূহ অপসারণ করে ফেলতে পারবে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১২:৪১, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আয়মান সাদিক পাতার পুনঃনির্দেশন পাতাটি প্রসঙ্গে

আল রিয়াজ ঊদ্দিন পাতাটি একটি নিবন্ধ হবার যোগ্য বলে মনে করি। এই পাতাটি তৈরি করার মতো যথেষ্ট তথ্যসূত্র আমার কাছে ছিল৷ — ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@ইফতেখার নাইম: উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আয়মান সাদিক দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৪, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ইফতেখার নাইম: এই নিবন্ধটি পূর্বে বাংলা উইকিপিডিয়াতে ছিলো। পরবর্তীতে এটা অপসারণ করে ১০ মিনিট স্কুলে পুনর্নির্দেশ করা হয়েছে। সুতরাং নতুনভাবে পুনরায় তৈরি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। তৈরি করতে চাইলে অনুগ্রহ করে আগে খেলাঘরে করে পরবর্তীতে যেকোনো একজন প্রশাসক কর্তৃক পাতাটি পর্যালোচনা করেই তারপরেই মূল পাতায় স্থানান্তর করতে পারো, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১১:২৮, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin: আপনাকে ধন্যবাদ,কারণ উইকিপিডিয়ার এই নীতিটা আমার অজানা ছিল৷ যাই হোক বুঝতে পেরেছি৷ ~ ডোরেমন আলাপ ১১:৩৬, ১৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিতে ইসলাম অবমাননা এবং হযরত মুহাম্মাদ (সাঃ) কে অপমান করে লেখা গ্রহণযোগ্য নয়

@RiazACU: এই যে শুনুন আপনি আমাকে ব্লক করতে বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আপনিই বলুন ইসলামের সমালোচনা এবং মুহাম্মাদের সমালোচনা ইংরেজি উইকিতে থাকতে পারে বৈকি কিন্তু বাংলা উইকিতে থাকতে পারেনা; কারণ বাংলাদেশের কোটি মানুষ (আপনি সহ) আমি সহ সবাই ইসলামের অনুসারী, তাহলে কিভাবে আমরা বাংলা উইকিতে পাতা দুটি মেনে নেই, বলেন? পাতাদুটি আমার তৈরি করা নয় কিন্তু যারা তৈরি করেছেন তাদেরকেও আমার সকপাপেট (বিশাল খান/জঙ্গলবাসী) হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। S Femin (আলাপ) ১৫:৩৫, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিতে ইসলাম অবমাননা এবং হযরত মুহাম্মাদ (সাঃ) কে অপমান করে লেখা গ্রহণযোগ্য নয়

@RiazACU: এই যে শুনুন আপনি আমাকে ব্লক করতে বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আপনিই বলুন ইসলামের সমালোচনা এবং মুহাম্মাদের সমালোচনা ইংরেজি উইকিতে থাকতে পারে বৈকি কিন্তু বাংলা উইকিতে থাকতে পারেনা; কারণ বাংলাদেশের কোটি মানুষ (আপনি সহ) আমি সহ সবাই ইসলামের অনুসারী, তাহলে কিভাবে আমরা বাংলা উইকিতে পাতা দুটি মেনে নেই, বলেন? পাতাদুটি আমার তৈরি করা নয় কিন্তু যারা তৈরি করেছেন তাদেরকেও আমার সকপাপেট (বিশাল খান/জঙ্গলবাসী) হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। ডাগমাগ ডিগা (আলাপ) ০৫:০২, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ডাগমাগ ডিগা: বাংলা উইকিপিডিয়াতে আপনার এই ধ্বংসপ্রবণতা চালানোর কারণটা কি একটু জানতে পারি?? জানতে খুব আগ্রহী। - রিয়াজ (আলাপ) ০৫:০৬, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

হুমায়ুন আজাদকে আমি আসলে পুরোপুরি ঘৃণা করিনা

@RiazACU: রাগ করে গালি দিছিলাম হুমায়ুন আজাদকে তবে আমি তাকে পুরোপুরি ঘৃণা করিনা। ডাগমাগ ডিগা (আলাপ) ০৫:১২, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক

ধ্বংসপ্রবণতা প্রতিরোধকারী পদক
বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা প্রতিরোধী কর্মকাণ্ডের জন্য আপনাকে এই পদক দেওয়া হল। আশা করি, সামনের দিনগুলোতেও আপনি ধ্বংসপ্রবণতা প্রতিরোধে অবদান রাখবেন। S. M. Nazmus Shakib (আলাপ) ১২:২৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক!

ধ্বংসপ্রবণতারোধী পদক
ধ্বংসপ্রবণতারোধে আপনার অবদান সত্যই প্রসংসার দাবী রাখে। আশা করি, আপনি একজন পরিশ্রমী ধ্বংসপ্রবণতারোধী সম্পাদক বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে এবং সুরক্ষায় আরো বেশী ভূমিকা রাখতে সক্ষম হবেন। আপনার জন্য ধ্বংসপ্রবণতারোধী এই পদকটি দিলাম। ShahadatHossain (আলাপ) ০৮:১৮, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্পর্কে আলোচনা

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিটি কর্পোরেশন এই নিবন্ধটির আমি (প্রস্তাবিত) লেখা ছিল আর্টিকেলের ভিতরে। তাই পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছিলাম আপনি আবার আমার থেকে পূর্বে অবস্থায় ওই প্রস্তাবিত লেখায় ফিরিয়ে নিয়েছেন। আমার মনে হয় না ওখানে প্রস্তাবিত লিখাটি থাকা দরকার। আপনার মতামতটি আমাকে বলুন। ধন্যবাদWikimanbd (আলাপ) ১৭:২৪, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikimanbd: ফরিদপুর সিটি কর্পোরেশন গত ২১ অক্টোবর ২০১৯ ইং তারিখে নিকার বৈঠকে প্রস্তাবিত একটি সিটি কর্পোরেশন। এটি যেহেতু এখনও সিটি কর্পোরেশন হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে নি। ফলে আমার মতে এটিকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন বলা যাবে না। এজন্য নামের পাশে প্রস্তাবিত শব্দটি যুক্ত করেছিলাম। এটি যুক্ত না করলে বাংলা উইকিপিডিয়ার পাঠকরা এটিকে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন মনে করবে, ফলে বিভ্রান্ত হতে পারে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৭:৩২, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের বিভাগসমূহে রোলব্যাক ব্যবহার

@RiazACU: আমি লক্ষ্য করেছি যে আপনি বাংলাদেশের বিভাগসমূহ নিবন্ধনে রোলব্যাক ব্যবহার করেছন। আমি আশাকরি আপনি এই পরিবর্তনটি কিভাবে একটি ধ্বংসপ্রবণতা হয় তার একটি সুন্দর ব্যাখ্যা দিবেন। এবং আপনি কেন পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা জানাবেন। ধন্যবাদ! -- জনি (আলাপ) ১৭:৪৪, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ZI Jony: বার্তা দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ। সুধী, আপনি লক্ষ্য করেছেন কি আমি কোন সম্পাদনাটি রোলব্যাক করেছি? আমি রোলব্যাক করে উক্ত নিবন্ধের প্রস্তাবিত বিভাগ অনুচ্ছেদে পদ্মা বিভাগ লেখাটি যোগ করেছি, যেটি আপনি হয়তো ভুলবশত বাতিল করেছেন। এছাড়া আমার রোলব্যাকটির কারণে অন্য কোনো তথ্য সংযোজন-বিয়োজন হয় নি। উল্লেখ্য, বিগত ২১ অক্টোবর ২০১৯ তারিখে পদ্মা বিভাগকে দেশের প্রস্তাবিত বিভাগ হিসেবে নিকার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ওহ হ্যা, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে, উক্ত সম্পাদনাটি কিভাবে ধ্বংসপ্রবণতা হয় তার ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি তো আপনার সম্পাদনাকে ধ্বংসপ্রবণতা হিসেবে চিহ্নিত করি নি তাহলে ওটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আশা করি বিষয়টি ইতিবাচক হিসেবে নিবেন, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৭:৫৬, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: অনুগ্রহ করে উইকিপিডিয়া:রোলব্যাক পড়ে নিবেন, বিশেষ করে যখন রোলব্যাক ব্যবহার করতে হয় অনুচ্ছেদটি। ধ্বংসপ্রবণতা ছাড়া রোলব্যাক ব্যবহার করবেননা। এই সংস্করণের সারাংশে লেখা আছে "সর্বশেষ সম্পাদিত ৪টি পরিবর্তন প্রত্যাখ্যান", এবং এখানে রোলব্যাক ব্যবহার করা যাবেনা। এই মুহূর্তে আমি আপনার পরিবর্তন প্রত্যাখ্যান করছিনা, অনুগ্রহ করে নির্ভরযোগ্য তথ্যসূত্র প্রদান করুন। জনি (আলাপ) ১৮:১৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: ভাই, কখন রোলব্যাক ব্যবহার করতে সেটা আমার জানা আছে। আপনার করা সম্পাদনায় ৪ টি সংশোধন প্রত্যাখ্যান হলেও আমার রোলব্যাকে শুধুমাত্র পদ্মা বিভাগ লেখাটি যোগ হয়েছে, বাকি অন্য কোনো কিছু সমস্যা হয় নি। তাছাড়া আপনি বলতেছেন প্রস্তাবিত বিভাগ অনুচ্ছেদে পদ্মা বিভাগ এর জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র দিতে, সমস্যা নাই সেটা না হয় যোগ করে দিবো। আপনি কি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন আমার যোগ করা পদ্মা বিভাগ লেখাটির ওপরে আরেকটি লেখা কুমিল্লা বিভাগ যুক্ত আছে, সেটাতে কিন্তু তথ্যসূত্র নেই। আপনি হয়তো বর্তমানে দেশে থাকেন না, তাই দেশের খবর একটু কম রাখেন। অন্যথায় এই সমস্যাটার জন্য এতকিছু বলার দরকার ছিলো বলে মনে করি না। ২১ অক্টোবর পদ্মা কে নতুন বিভাগ হিসেবে প্রস্তাব করা হয়েছে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৮:২২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: তথ্যসূত্রের জন্য ধন্যবাদ। এখানে কথা বাড়ানোর মতো কিছু নেই, বিশেষ করে আমি আপনার রোলব্যাকের ব্যবহার নিয়ে কথা বলেছি, আপনি এখনো বুঝতে পারছেননা কখন রোলব্যাক ব্যবহার করা যায়। ধ্বংসপ্রবণতা ছাড়া রোলব্যাক ব্যবহার পরিহার করুন। বেশকিছু পরিবর্তন আপনি প্রত্যাখ্যান করেছন যেখনে টুইংকল [পুনর্বহাল (আস্থা রাখুন)] বা [পুনর্বহাল] ব্যবহার করা উচিৎ ছিলো। আশাকরি আপনি আরো মনোযোগী হবেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৮:৫২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: রোলব্যাকটা সাধারণত ধ্বংসপ্রবণতা ছাড়া ব্যবহার করা হয় না, সেটা আমি জানি। আমার মাঝে মাঝে টুইংকলের পরিবর্তে রোলব্যাক ইউজ করতে হয়, কারণ আমি প্রায়ই অপেরা থেকে Extreme মোডে ব্রাউজিং করি তাই টুইংকলটা অতি দরকারী না হলে ব্যবহার করা হয় না। ইনশাআল্লাহ পরবর্তীতে রোলব্যাকের সঠিক ব্যবহার করার চেষ্টা করবো। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৯:০৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাঘ্র প্রকল্প ২০১৯

কেমন আছেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। আপনার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে আপনার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৪০, ২৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পাবলিশে সাহায্য প্রয়োজন

আসসালামু আলাইকুম, আপনার কথামত আমি আমার ব্যক্তিগত খেলাঘরে মাসিক আদর্শ নারী সম্পর্কে একটি খসড়া জমা দিয়েছি। অনুগ্রহপূর্বক এটি পাবলিশ করা যায় কি না ভেবে দেখবেন। কোন বাক্য যদি বিজ্ঞাপন বা প্রচারণা মনে হয়ে থাকে তবে উক্ত বাক্য মুছে দিতে বা নিরপেক্ষভাবে সংশোধন করতে কোন সমস্যা নেই। খসড়াটি লিখতে গিয়ে আমি ইসলামী পত্রিকা ঘরানার আরেক সদস্য মাসিক মদিনার সাহায্য নিয়েছি এবং দুটো নিবন্ধকে কাছাকাছিভাবে সাজানোর চেষ্টা করে গেছি। তথ্য যাচাই করতে গিয়ে ফিজিক্যাল কোন তথ্য যেমন পত্রিকাটির অফিস লোকেশন বা সার্কুলেশনের প্রমাণ ইত্যাদি আপনি চাইলে আমি আপনাকে সরাসরি সরবরাহ করতে পারব। আমার যাতায়াত রয়েছে পত্রিকাটির অফিসে। তথ্য যা দেয়া হয়েছে ১০০% অথেনটিক এবং নির্ভরযোগ্য। সম্পাদক সাহেবের সাথে আমি নিজে কথা বলে লিখেছি সব। আশা করি আর কোন সমস্যা হবে না। কোন খটকা তৈরি হলে আমি আছি। ধন্যবাদ। -- সাঈদ আল হাসান (আলাপ) ০২:৪১, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Saidalhasan: আপনার তৈরিকৃত উক্ত নিবন্ধটি পড়ে দেখেছি এটি বর্তমানে মূল পাতায় স্থানান্তর/পাবলিশের যোগ্য। আপনি যদি পারেন নিবন্ধটিতে আরও কিছু নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে তথ্য যোগ করে সম্প্রসারণ করতে পারেন। উল্লেখ্য, উইকিপিডিয়ার কোনো নিবন্ধে কপি-পেস্ট যুক্ত লেখা যোগ এবং উইকিপিডিয়াকে বিজ্ঞাপন বা প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার না করারও অনুরোধ রইলো। যেকোনো প্রয়োজনে ও সমস্যায় জানাতে পারেন, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৭:২৪, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি ইতোপূর্বে নিবন্ধটি পাবলিশ করতে গিয়ে অন্য একজন উইকিপেডিয়ান কর্তৃক বাধার সম্মুখীন হয়েছিলাম। অবশ্য তখন নিবন্ধটি এতটা তথ্যবহুল ছিল না। তাই চাইছিলাম যদি একটু সময় করে আপনি পাবলিশ করে দিতেন কৃতার্থ হতাম। কাজটা আমি করলে তিনি যদি আমাকে ব্লক করে দেন তাহলে তো বিপদ হবে সে জন্যেই। তবে যদি আপনি অভয় দেন আমিই করে দিতে পারব। আপনার মতামতের অপেক্ষায়। আবারো ধন্যবাদ। -- সাঈদ আল হাসান (আলাপ) ০৮:০২, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Saidalhasan: নিবন্ধটি যেহেতু কষ্ট করে আপনিই তৈরি করেছেন তাই আপনি মূল পাতায় স্থানান্তর/পাবলিশ করে দিন। আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৮:০৫, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: আমি আসলে ধারণা করেছিলাম অফিসিয়াল সাইট থেকে রেফারেন্স টানলে ওটাকে প্রচারণা হিসেবে ধরা হয়। তাই লেখাটির ১ম সম্পাদনায় অফিসিয়াল সাইট উল্লেখ করলেও পরবর্তী আপডেটে রিমুভ করে দিয়েছিলাম। আসলে নিবন্ধের ঠিক কোন লাইনটাকে "দ্ব্যর্থহীন বিজ্ঞাপন প্রচারণা" আখ্যা দিয়ে পুরো নিবন্ধটাকে মুছে দেয়া হয়েছিল আমি এখনো বুঝে উঠতে পারিনি। আপনি নিবন্ধটাকে পূর্ণতা দিয়ে পাবলিশের জন্যে অনুমোদন দেয়ায় মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দুটি প্রশ্ন :- ১) অফিসিয়াল সাইটের রেফারেন্সে যে কোন তথ্য যেমন - ঠিকানা, ফোন নম্বর ও পত্রিকায় কর্মরত ব্যক্তিবর্গের তালিকা কি নিবন্ধতে যুক্ত করা যাবে? নাকি যা আছে যথেষ্ট? ২) নিবন্ধটিতে কোন বানান ভুল থাকলে আমি কি আপনাকে বার্তা পাঠিয়ে অবহিত করব নাকি নিজেই সংশোধন করে ফেলতে পারব? ধন্যবাদ। - সাঈদ আল হাসান (আলাপ) ১০:৩৪, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Saidalhasan: পত্রিকাটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য তাই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিছু তথ্য যোগ করা যাবে। বর্তমানে দেশে অসংখ্য পত্রিকা রয়েছে যেগুলোর সবগুলোই তেমন গুরুত্ববহন করে না বরং তারা নিজেদের ওয়েবসাইটে ব্যক্তিগত প্রচারণা ও ভুলেভরা তথ্যই বেশি থাকে তাই এধরনের ওয়েবসাইট থেকে রেফারেন্স যোগ করলেও তা দেখামাত্র মুছে ফেলা হয়। আপনার ১ নং প্রশ্নের উত্তর: পত্রিকায় কর্মরত ব্যক্তিদের বিস্তারিত তালিকা ও ফোন নম্বর নিবন্ধে যোগ করার প্রয়োজন নেই। ২ নং প্রশ্নের উত্তর: নিবন্ধে কোনো ভুল থাকলে তা আপনি নিজেই সংশোধন ও সম্প্রসারণ করতে পারেন (আমাকে জানানোর প্রয়োজন নেই)।

বিশেষ দ্রষ্টব্য: উইকিপিডিয়াকে কোনো বিজ্ঞাপন ও প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার না করার অনুরোধ রইলো। এবং উইকিপিডিয়াতে হুবহু কপি-পেস্ট যুক্ত তথ্য যুক্ত করবেন না। যেকোনো প্রয়োজনে জানাতে পারেন। আপনার উইকি পথচলা শুভ হউক। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১০:৫৬, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@RiazACU: দেখেছেন, যে আশংকাটা করেছিলাম সেটাই সত্যি হল। ২৪ ঘণ্টা পার হবার আগেই রিমুভড। আমার খেলাঘরে আমি পুনরায় নিবন্ধটি সম্পাদনা করলাম। এবার একদম যা না রাখলেই নয় তা রেখেছি। বাকিটা মুছে দিয়েছি। কি করব বুঝতে পারছি না। যথেষ্ট সাবধানতার সাথেই তো করা হয়েছিল। আপনার পরামর্শ চাচ্ছি। ধন্যবাদ। - সাঈদ আল হাসান (আলাপ) ১৩:১৬, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Saidalhasan: লক্ষ্য করলাম যে, নিবন্ধটি পূর্বে একাধিকবার অপসারিত হয়েছে, নিবন্ধটি আপনি বারবার তৈরি করার কারণে প্রশাসকদের কাছে নেতিবাচক ধারণা জন্ম নিছে। নিবন্ধটির সাথে আপনার ব্যক্তিগত সম্পৃক্ততা রয়েছে বলে মনে হওয়ায় এবং আরও প্রয়োজনীয় তথ্যসূত্র না থাকায় নিবন্ধটি পুনরায় অপসারিত হয়েছে। সুতরাং নিবন্ধটি নিয়ে আর কোনো সম্পাদনা না করার অনুরোধ রইলো। কারণ নিবন্ধটি মাসিক আদর্শ নারী শিরোনামে শুধুমাত্র বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ছাড়া অন্য কেউ তৈরি করতে পারবে না। তাই বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনি অন্য কোনো নিবন্ধ তৈরি করতে পারেন। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৩:৩৭, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU: ওহো, বুঝতে পেরেছি। প্রথমে এ কারণেই আমি নিজে পাবলিশ না করে আপনাকে বলেছিলাম করে দিতে। যাকগে, আমরা আর এটি পাবলিশে হাত দিচ্ছি না। এবার আপনাদের শরণাপন্ন হচ্ছি। পাতাটি কি কোনভাবেই পাবলিশ করা যাবে না? ঠিক যতটুকু তথ্য দেয়া আছে বর্তমানে ততটুকুই অসম্পূর্ণ ট্যাগ দিয়ে কি পাবলিশ করা যায় ? নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। তাই যারা এটি সম্পর্কে জানে না তাদের কিছুটা তথ্য সরবরাহ করতে উক্ত পাতাটি বেশ ফলপ্রসূ হবে। আপনারা একেবারে নিজের মত সম্পাদনা করে নিরপেক্ষ বানিয়ে পাবলিশ করে দেন না প্লিজ। কৃতজ্ঞ থাকব অনেক। ধন্যবাদ। - - সাঈদ আল হাসান (আলাপ) ১৩:৪৮, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Saidalhasan: নিবন্ধটিতে তথ্যসূত্রের অপর্যাপ্ততার কারণে প্রয়োজনীয় তথ্য আমরা কোথায় থেকে সংগ্রহ করবো। যদিও আপনি নিবন্ধটিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমাদের তৈরির অনুরোধ জানাচ্ছেন৷ @Wikitanvir: ভাই এ বিষয়ে আপনার মতামত আশা করতেছি। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১৩:৫৪, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Saidalhasan: দেখুন, আপনি যে ধরনের অনুরোধ করছেন সেটি আসলে আমাদের কনসার্ন নয়। এখানে যিনি নিবন্ধের মূল লেখক, তার-ই নিবন্ধটিকে যাচাইযোগ্য করে তোলার দায়িত্ব। এখন অনেক নিবন্ধে অনেকে এক সাথে কাজ করেন এবং সেজন্য তাদের সেই নিবন্ধের ওপর মিউচুয়াল ইন্টারেস্ট বা পারস্পরিক আগ্রহ থাকতে হয় যা ব্যক্তিগতভাবে আমার এ নিবন্ধের বিষয়ে নেই। কারণটি আমি আপনার আলাপ পাতায় উল্লেখও করেছি যে, আমার হিসাবে এই নিবন্ধটির বর্তমানে উইকিপিডিয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার কোনো আশাই নেই, তাই আমি এখানে সময় ও শ্রম নষ্ট করতে আগ্রহী নই। আর আপনি সামগ্রিকভাবে উইকির উন্নয়নের চেয়ে আপনার সংগঠনের উপস্থিতি নিশ্চিতে আগ্রহী যা উইকিপিডিয়ার আদর্শের দিক থেকে অত্যন্ত নেতিবাচক একটি আচরণ এবং কোনো উইকিপিডিয়ান-ই তা ভালো চোখে দেখবেন না। আপনি যদি কাজ চালিয়ে যেতে চান, সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল দেখুন, নীতিমালার পাতা দেখুন, সেগুলো দেখে নিজেই বোঝার চেষ্টা করুন। এ নিবন্ধ বিষয়ে এ মুহুর্তে কোনো সাহায্য করার আমার পক্ষে সম্ভব নয়। আমি দুঃখিত। — তানভির১৮:০৩, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

A barnstar for you!

The Original Barnstar
মন থেকে কৃতজ্ঞতা আপনার প্রতি। শুভেচ্ছা জানবেন। সাঈদ আল হাসান (আলাপ) ১০:৪০, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

খেলাঘরের সম্পাদনা রোলব্যাক করার প্রসঙ্গে

প্রিয় রিপন, আপনি এখানে একটি সাধারণ সম্পাদনা মিনিট খানেক পরেই রোলব্যাক করেছেন। সম্পাদনাটি কোনো ধ্বংসপ্রবণ সম্পাদনাও ছিলো না। যেহেতু খেলাঘর রাখাই হয়েছে নিজের ইচ্ছামতো সম্পাদনা করা জন্য তাই কপিরাইট লঙ্ঘন বা মারাত্মক স্প্যামের মতো বিষয় না হলে এভাবে এতো দ্রুত রোলব্যাক না করার অনুরোধ। এক্ষেত্রে খেলাঘরে কাজ করা নতুন সম্পাদক বিভ্রান্ত হতে পারেন। ধন্যবাদ। — তানভির১৭:৫৫, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Wikitanvir: ধন্যবাদ, বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য। যদিও আমি খেলাঘরের উক্ত সম্পাদনাটি রোলব্যাক করতে চাই নি, করেছিলাম কারণ কিছুদিন পূর্বে উক্ত খেলাঘরে কেউ কোনো সম্পাদনা করলে আপনি Wikitanvirbot নামক বটের মাধ্যমে সাথে সাথে সম্পাদনাসমূহ বাতিল করে দিতেন তাই আমি বিষয়টি মাথায় রেখে রোলব্যাক করেছিলাম। সম্পাদনাটিতে রোলব্যাক করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

একটি প্রশ্ন: কোনো ব্যবহারকারী যাতে উক্ত খেলাঘরে সম্পাদনা না করে নিজের ব্যক্তিগত খেলাঘরে যাতে সম্পাদনা করতে পারে সেজন্য কি অভ্যর্থনা কমিটি বট কর্তৃক প্রেরিত স্বাগত বার্তায় ব্যক্তিগত খেলাঘরের লিংক সংযোগ করার কোনো সিস্টেম আছে?? থাকলে সেটি করলে মনে হয় ভালো হবে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৩:৪০, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিতানভিরবট আসলে রোলব্যাক করে না, একটি নির্দিষ্ট সময় পর পর পাতাটি আগের অবস্থানে নিয়ে যায় যাতে অন্য একজন পাতাটি আগের অবস্থায় খুঁজে পান। আর সম্পাদনা বার্তায় এটি যোগ করা যায় বটে, তবে করা হয়নি কারণ কেউ খেলাঘরে গেলেই এই বার্তাটি পান যে তিনি তার নিজের খেলাঘরেও কাজ করতে পারেন। আর সাধারণ খেলাঘর কিন্তু আইপিদের জন্যও উন্মুক্ত। আসলে যে যেটা পছন্দ করে সেখানেই খেলা করবেন, এটি উদ্দেশ্য। — তানভির০৭:৫২, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: তবুও মনে হয় ব্যক্তিগত খেলাঘরের লিংক করে দিলে ভালো হয়। কারণ আপনার বটটিও যেহেতু নির্দিষ্টসময় পর পর তথ্য মুছে ফেলবে সেক্ষেত্রে নতুন ব্যবহারকারীরা সমস্যায় পড়বে। তাছাড়া অনেক নতুন ব্যবহারকারীরা খসড়া নিবন্ধ তৈরি করে থাকে। ওকে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা রাখতে পারেন। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৮:২৩, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শিক্ষা

ভাইয়া আমি উইকিপিডিয়ায় সম্পাদনার কাজ করতে চাই আমাকে সাহায্য করবেন কি?— 2A03:2880:12FF:16:0:0:FACE:B00C (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@2A03:2880:12FF:16:0:0:FACE:B00C: আপনার আলাপ পাতায় দেওয়া স্বাগত বার্তাটি পড়ে নিন। ধন্যবাদ— রিয়াজ (আলাপ) ১৬:৩২, ৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Be the first to try new editing features

প্রিয় RiazACU,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ২৩:৪৬, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]