ব্যবহারকারী আলাপ:RiazACU/সংকলন/২০২৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের সংগ্রহশালার তালিকা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০২৪২০২৩২০২২২০২১২০২০২০১৯২০১৮২০১৭



দৈনিক তালাশ টাইমস্-এর প্রশ্ন (০৬:২৬, ৫ জানুয়ারি ২০২৪)

এপরুভ করছে না বারবার কেটে দিচ্ছে কেন? --দৈনিক তালাশ টাইমস্ (আলাপ) ০৬:২৬, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ:গোলাম সালমানী নিয়ে মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী-এর প্রশ্ন (০৪:১৯, ৬ জানুয়ারি ২০২৪)

আমি গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ এর জীবনী লিখতে আগ্রহী --মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী (আলাপ) ০৪:১৯, ৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী আপনি কি গোলাম সালমানি হুগলবীর কথা বলছেন? যদি একই ব্যক্তি হয়, তাহলে ব্যবহারকারী:Jaunpurzada/গোলাম সালমানী পাতায় তার জীবনীটি উন্নত অবস্থায় আনতে সহায়তা করুন। ― 💬 কাপুদান পাশা  ☪  ০৪:২৯, ৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Mahedi Hasan Riyad-এর প্রশ্ন (০৭:১৩, ৯ জানুয়ারি ২০২৪)

Hello, আমি প্রথমে কি দিয়ে লিখা শুরু করব --Mahedi Hasan Riyad (আলাপ) ০৭:১৩, ৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Mahedi Hasan Riyad: স্বাগতম, আপনার পছন্দমত যেকোনো নিবন্ধ দিয়ে শুরু করতে পারেন। প্রথমে নিবন্ধে যান এরপর অনুচ্ছেদের পাশে কলম আইকনে ক্লিক করে নতুন তথ্য যোগ অথবা অন্যান্য সংশোধন করতে পারেন। ধন্যবাদ রিয়াজ (আলাপ) ১৩:০৬, ৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সিরাতুল সাদিক-এর প্রশ্ন (১৪:৩৯, ১১ জানুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম। আমি উইকিপিডিয়াতে একটি নতুন তথ্য যুক্ত করতে চাই। আমি সেই তথ্য কিভাবে যুক্ত করবো সে সম্পর্কে আমাকে কিছু দিকনির্দেশনা প্রদান করুন। --সিরাতুল সাদিক (আলাপ) ১৪:৩৯, ১১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@সিরাতুল সাদিক: প্রথমে নিবন্ধে যান এরপর অনুচ্ছেদের পাশে কলম আইকনে ক্লিক করে নতুন তথ্য যোগ ও অন্যান্য সংশোধন করতে পারেন। রিয়াজ (আলাপ) ১৩:৩২, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

মাহবুবুর রহমান মাহবুবুর-এর প্রশ্ন (২১:৫৪, ২২ জানুয়ারি ২০২৪)

আসসালামুয়ালাইকুম স্যার আপনি কেমন আছেন --মাহবুবুর রহমান মাহবুবুর (আলাপ) ২১:৫৪, ২২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Md Abu Sayeed-এর প্রশ্ন (২০:৩১, ২৪ জানুয়ারি ২০২৪)

আমি যে নিবন্ধটি ভূল করে তৈরি করে ফেলছি। আমার পৃষ্ঠাগুলি তৈরি করা হয়েছে সেখানে যোগ হয়েছে। ভূল করে যে পাতাটি তৈরি করেছি সেটা কি পৃষ্ঠাগুলি তৈরি হিস্টোরি থেকে মুছে দেওয়া যাবে। --Md Abu Sayeed (আলাপ) ২০:৩১, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Md Abu Sayeed: না রিয়াজ (আলাপ) ০২:৫৯, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU ধন্যবাদ। আবু সাঈদ  «আলাপ» ০৩:১২, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমাকে সন্দেহভাজন সকপাপেট বলে মনে করছেন একজন ব্যবহারকারী। সন্দেহভাজন সকপাপেট হিসেবে বলা হয়েছে যে, দক্ষ সম্পাদকের মতো সম্পাদনা করা, নিবন্ধে দ্রুত অপসারণের প্রস্তাবনা, 'বানান/ব্যাকরণ সংশোধন', 'লিঙ্কের পরামর্শ যোগ। সন্দেহভাজন এর ব্যবহারকারীর নামের সাথে মিল থাকায়। আপনি পরীক্ষণে প্রমাণিত বলে বাধা দিলেন। প্রমাণ সন্দেহভাজন এর ব্যবহারকারীর সম্পাদনার সাথে মিল থাকায়। যেহেতু আপনার প্রমাণে আমি সন্দেহভাজন জানি উইকিপিডিয়াতে আর ফিরতে পারবো না। একটা কথা বলি ভাই আমি উইকিপিডিয়াতে নতুন উইকিপিডিয়া সম্পর্কে পড়েছি উইকিপিডিয়া কী নয়, টিউটোরিয়াল, কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন এবং আমি আপনার টিউটোরিয়াল [১] এর ভিডিও গুলো দেখেছি এবং উইকিপিডিয়া সম্পর্কে জেনে অবদান রাখার চেষ্টা করছি। আপনার কাছে একটা প্রশ্ন যদি বাঁধাপ্রাপ্ত ব্যবহারকারীর নামের সাথে নতুন ব্যবহারকারীর নামের মিল থাকে বা সম্পাদনার সাথে মিল থাকে তাহলে সে ও কি সকপাপেট্রি? যাইহোক আমার তৈরি নিবন্ধ হাসনাবাদ কথাচিত্র অসম্পূর্ণ চাইলে সম্পূর্ণ করেন না হলে মুছে ফেলুন। 2400:C600:4617:7329:1:0:E5D0:CAC8 (আলাপ) ১৬:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সুপ্রিয় RiazACU,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সক পাপেট

আমাকে একজন সক পাপেট বলে অভিযোগ করেছেন এবং তদন্তের আবেদন করেছেন! আমি কারো সকপাপেট নই। আমি পূর্বের ব্যবহারকারীকে সক পাপেট বলে অভিযোগ করি, এবং তাকে বাধা দেওয়া হয়েছে বলে তিনি বা অন্য কেউ এই অভিযোগ করেছেন। উনাদের অভিযোগ যে আমি নতুন হয়েও বেশি সংখ্যক নিবন্ধ তৈরি, সম্পাদনা করেছি। আসলে আমি উইকিপিডিয়ায় অন্য নিবন্ধের উৎস সম্পাদনা দেখে আর আমার মেন্টরকে প্রশ্ন করে সবকিছু শিখে এতগুলো সম্পাদনা করেছি। আপনি তদন্ত করলেই বুঝতে পারবেন আমি সক পাপেট নই। তবে এর আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে যেদিন (১৮ নভেম্বর) আমি আমার Ahmed Reza Khan অ্যাকাউন্ট খুলি, ওইদিন Itsmeark নামে আরেকটি অ্যাকাউন্ট খুলেছিলাম। তখন আমি জানতাম না উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা অবৈধ। জানার পর আমি আর ওই অ্যাকাউন্ট ব্যবহার করিনি। তাই সেটাকে আমার সক পাপেট ভাববেন না। Ahmed Reza Khan (আলাপ) ১১:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@RiazACU আর উনি অভিযোগ করেছেন যে আমি বিষয়শ্রেণী:উইকিপিডিয়া অধিকারের আবেদন থেকে একটি বিষয়শ্রেণী অপসারণ করেছি। ওটা আমি এখনই দেখলাম উনি বলার পর। আমি যেহেতু স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারের জন্য আবেদন করেছিলাম, তাই অধিকারের আবেদন পাতায় প্রায়ই যেতাম কোনো উত্তর দেওয়া হলো কি না দেখার জন্য। তখন হটক্যাট যেহেতু অন করা, আর আমার ফোনের ডেস্কটপ মুডে ছোট স্ক্রিন, তাই হয়তো ক্লিক পড়ে ওটা অপসারিত হয়েছিল। আমি ওটা খেয়ালও করিনি, নয়তো আমার সম্পাদনাটা বাতিল করতাম। ওই ব্যবহারকারী পরে আমার সম্পাদনাটা বাতিল করেছেন, সেটাও আমি আজই প্রথম জানলাম। তবে এই কারণে তাকে আমি সক পাপেট বলে তদন্ত করতে বলেছি এটা ভুল ধারণা। তার সম্পাদনার ধরন আগের বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর সাথে মিলে বলে আমি অভিযোগ করেছিলাম।
Ahmed Reza Khan (আলাপ) ১২:২২, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU আরেকটা কথা, তিনি হয়তো বলতে চেয়েছেন যে ৩০ জানুয়ারি আমার সম্পাদনা তিনি বাতিল করেছিলেন বলে আমি ব্যবহারকারী:Md Abu Sayeed-কে সক পাপেট বলে অভিযোগ করেছি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি ২৩ জানুয়ারি তাকে সক পাপেট সন্দেহ করে আফতাবুজ্জামান ভাইয়ের আলাপ বাতায় বার্তা দিয়েছিলাম। তখন আমার জানা ছিল না কীভাবে সক পাপেট তদন্তের আবেদন করতে হয়। আবেদনের প্রক্রিয়াটা জানার পরে আমি আবেদন করেছি। Ahmed Reza Khan (আলাপ) ১২:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan একদমই মিথ্যা কথা বলেছেন আপনি। সকপাপেট যদি না হয়ে থাকেন তাহলে আপনার ব্যবহারকারী পাতায় বিকল্প অ্যাকাউন্ট আছে সেটা যোগ করেননি। গত ৩-৪ মাস ধরে একাধিক অ্যাকাউন্ট তৈরি করে উইকিপিডিয়াতে অবব্যবহার করা হচ্ছে সকপাপেট তদন্ত/ছুন্নত আলী মল্লিক। তার মধ্যে আপনাকে সন্দেহভাজন সকপাপেট বলে মনে হচ্ছে। আমি @Md Abu Sayeed ছুন্নত মল্লিকের সকপাপেট নয় সেটা প্রমাণ করতে পারি। সম্পাদনার ধরন বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর সাথে মিল থাকলে সকপাপেট না ও হতে পারে। 103.112.55.227 (আলাপ) ১৪:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
কী মিথ্যে কথা বলেছি? আমার দ্বিতীয় অ্যাকাউন্টটা আমি মাত্র ২ দিন ব্যবহার করেছিলাম, এর পর বন্ধ করে দিয়েছি। আমি কোনো অপব্যবহার করিনি। আর সকপাপেট কি না সেটা ব্যবহারকারী পরীক্ষক তদন্তের মাধ্যমেই নির্ণয় করেন। আপনি যে সকপাপেট সেটা ব্যবহারকারী পরীক্ষক তদন্তের মাধ্যমেই বের করে আপনাকে বাধা দিয়েছেন।
Ahmed Reza Khan (আলাপ) ১৫:০৮, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan আপনি উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/ছুন্নত আলী মল্লিক এর সন্দেহভাজন সকপাপেট আমি নিশ্চিত। আপনি একাধিক অ্যাকাউন্ট তৈরি করে উইকিপিডিয়াতে অবব্যবহার করছেন। ব্যবহারকারী পরীক্ষকের তদন্তের মাধ্যমেই জানা যাবে অবশ্যই। 103.112.55.227 (আলাপ) ১৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও চাই তদন্ত হোক। আমি যে সকপাপেট নই সেটা তদন্ত হলেই প্রমাণিত হবে। Ahmed Reza Khan (আলাপ) ১৫:১৭, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU ভাই, একটু আগে আমার কাছে ইমেইল এসেছে যে আমার অ্যাকাউন্টে একাধিকবার প্রবেশের ব্যর্থ চেষ্টা হয়েছে। আমার মনে হচ্ছে এটা এখানে যিনি উত্তর দিচ্ছেন উনারই কাজ। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন বা আমার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছেন। আপনি একটু বিষয়টা দেখবেন। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan: আপনি উক্ত আইপি ব্যবহারকারীর মন্তব্য এড়িয়ে যান। অযথা তর্ক থেকে বিরত থাকুন। আপনার একাউন্টে প্রবেশের চেষ্টার যে তথ্য এসেছে তা বিস্তারিত চাইলে আমাকে ইমেইলে জানিয়ে রাখতে পারেন। রিয়াজ (আলাপ) ১৯:১১, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

MD.MIRAJUL ISLAM (MIRAJ)-এর প্রশ্ন (০০:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৪)

আমি খুবই হতাশাগ্রস্ত একজন মানুষ।কিছুদিন ধরে সৌদি আরবে রয়েছি কিন্তু কোন চাকরি খুঁজে পাচ্ছি না তাই আমার খুব টেনশন হচ্ছে আমি কিভাবে টেনশন থেকে মুক্তি পেতে পারি। --MD.MIRAJUL ISLAM (MIRAJ) (আলাপ) ০০:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

A H HASIB REZA ALIFF-এর প্রশ্ন (০১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪)

SIR SOMEONE USE OR CREATE MY NAME ACCOUNT WIKIPEDIA A. H. HASIB REZA ALIF PLEASE REMOVE IT IMDENTLY --A H HASIB REZA ALIFF (আলাপ) ০১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যবেক্ষক

আমি কয়েকদিন আগে 'পর্যবেক্ষক' অধিকারের আবেদন করেছিলাম। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আপনি আমার আবেদনটা পর্যালোচনা করতে পারেন। Ahmed Reza Khan (আলাপ) ০৯:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে - রিয়াজ (আলাপ) ০৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU অসংখ্য ধন্যবাদ। Ahmed Reza Khan (আলাপ) ০৫:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@RiazACU ভাই, একটা বিষয় খেয়াল করলাম; এই ব্যবহারকারী:Nazrul Islam Nahid উইকিপিডিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাপ্রাপ্ত, তাও উনার নামের সাথে এখনো 'পর্যবেক্ষক', 'রোলব্যাকার' অধিকারগুলো আছে। এই অধিকারপ্রাপ্তদের তালিকায় এখনো উনার নাম দেখায়! Ahmed Reza Khan (আলাপ) ১৬:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan: উইকিপিডিয়া:প্রশাসকদের_আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৪/১-৬#ব্যবহারকারীর_অধিকার দেখুন। — AKanik 💬 ১২:২৬, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

হোসাইন সিয়াম-এর প্রশ্ন (০৬:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম, এখানে কি সকল বিষয় ফ্রিতে পড়া যাবে? --হোসাইন সিয়াম (আলাপ) ০৬:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@হোসাইন সিয়াম: ওয়ালাইকুমুস সালাম। হ্যাঁ পারবেন। সাথে আপনি নিবন্ধগুলোতে সংশোধন, সম্প্রসারণের কাজও করতে পারবেন। রিয়াজ (আলাপ) ১৭:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

লক

উইকিপিডিয়া ধংস্বরোত করতে কি ভাবে লগ যোগ করবো।বিশষ ভাবে যদি একটু বলতেন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০২:০৪, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিস্তারিত লিখুন। রিয়াজ (আলাপ) ০৮:২২, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Mir Akash Ahmed-এর প্রশ্ন (২০:০০, ১০ মার্চ ২০২৪)

আসসালামু আলাইকুম আমি নতুন,কিভাবে সামনে এগুতে পারি --Mir Akash Ahmed (আলাপ) ২০:০০, ১০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Mir Akash Ahmed: ওয়ালাইকুমুস সালাম, আপনার আলাপ পাতার নির্দেশনা অনুসরণ করুন। রিয়াজ (আলাপ) ০৪:৫৩, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় RiazACU,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

AstroWizard-এর প্রশ্ন (১৬:৫৯, ২১ মার্চ ২০২৪)

গ্রহ ব্যবস্থা এই নিবন্ধটির নামটি কেমন, আমার অসুবিধা হচ্ছে বুঝতে কি রাখা যায়, সাহায্যের কামনা। --AstroWizard (আলাপ) ১৬:৫৯, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@AstroWizard: গ্রহমণ্ডল। রিয়াজ (আলাপ) ১৭:১২, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

AstroWizard-এর প্রশ্ন (১৭:১১, ২১ মার্চ ২০২৪)

আমার ব্যবহারকারী:AstroWizard/খেলাঘর ১ ইতিহাস ফেরত আনুন --AstroWizard (আলাপ) ১৭:১১, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@AstroWizard:  করা হয়েছে - রিয়াজ (আলাপ) ১৭:১৫, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]