ব্যবহারকারী আলাপ:Hasive/সংকলন-৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পদকের জন্য ধন্যবাদ[সম্পাদনা]

উইকিপিডিয়াতে প্রাপ্ত পদক কর্মস্পৃহা বৃদ্ধি করে। পদক প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ --Sajjad ctg (আলাপ) ১১:৩৫, ২ মার্চ ২০১৪ (ইউটিসি) [উত্তর দিন]

০৯:৩০, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)

০৯:১০, ১০ মার্চ ২০১৪ (ইউটিসি)

নিবন্ধ অপসারণ প্রসঙ্গে![সম্পাদনা]

ভাই হাছিব, আমার প্রণয়নাধীন নিবন্ধ সামান্থা রুথ প্রভু আপনি কিছুক্ষণ আগে অপসারণ করেছেন! অথচ আমি তা এই মাত্রই প্রণয়ণ করছিলাম এবং নিচে "অসম্পূর্ণ" এবং "কাজ চলছে" টেমপ্লেটও সংযুক্ত ছিলো। আমি ঠিক বুঝতে পারছি না এটা অপসারণের পেছনের যুক্তির অর্থ। ধন্যবাদ। আপনার সহায়তা আশা করছি। ভালো থাকবেন।-- মহীন রীয়াদ (আলাপ) ০৬:৫১, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধিটিতে কোন টেমপ্লেট ছিলো না। একটা খালি নিবন্ধ থাকায় মুছে ফেলা হয়েছে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:০৩, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
সাধারণত আমি আমার উপপাতা টেমপ্লেট ব্যবহার করে কাজ করি তাই এ ধরণের ভূলের জন্যে অবশ্যই দুঃখিত। (পাতার লগ দেখুন) তবে এক্ষেত্রে আমি আরও সতর্ক থাকবো। অনেক ধন্যবাদ অাপনাকে। ভালো থাকবেন।-- মহীন রীয়াদ (আলাপ) ০৭:৩৬, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
কাজ চলছে টেম্পলেট পাতার শুরুতে লাগলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৮:০১, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ পরামর্শের জন্যে।-- মহীন রীয়াদ (আলাপ) ১১:৫৮, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৭:১৪, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)

১৮:৫৬, ২৪ মার্চ ২০১৪ (ইউটিসি)

ভিত্তিহীন নিবন্ধ অপসারণ প্রস্তাব[সম্পাদনা]

আন্দালিব রাশদী শীর্ষক নিবন্ধটি অপসারণের প্রস্তাব করা অন্যায় হয়েছে৤ আপনি কী উদ্দেশ্য নিয়ে তা করেছেন তা পরিষ্কার নয়৤ কেন আপনি এই প্রস্তাব করেছেন তা ব্যাখ্যা করেন নি৤ একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ অপসারণের প্রস্তাব প্রদানের আগে আলোচনা পাতায় তা ব্যাখ্যা করা সমীচীন ছিল৤ সম্পূর্ণ অযৌক্তিভাবে, বিনা কারণে, একটি অপসারণের প্রস্তাব ফলক সাঁটানো সংশ্লিষ্ট নিবন্ধের বিষয়, এবং একই কারণে নিবন্ধ প্রণেতার প্রতি অসম্মান প্রদর্শনের সমতূল্য৤ এটি একটি ধ্বংসাত্মক প্রবণতাও বটে কেননা এতে নিবন্ধ প্রণেতা নিরুৎসাহিত হতে পারেন এবং উইকিপিডিয়াতে অংশগ্রহণ বন্ধ করতে পারেন৤ মনে রাখতে হবে বাংলা উইকিপিডিয়াতে অবদানকারীর সংখ্যা নগণ্য; নিবন্ধের সংখ্যা খুবই কম৤ আশা করি কোন দায়িত্বজ্ঞান সম্পন্ন সম্পাদক এবম্বিধ পদক্ষেপ নেবেন না যাতে অন্যের কাজ ব্যাহত হয়৤ অধিকন্তু ফলক সাঁটানোর মতো সহজ কাজের প্রতি গুরুত্বারোপের পরিবর্তে নিবন্ধ রচনা বা সমৃদ্ধকরণের বিষয়ে অধিকতর মনোযোগ প্রদানই কি ন্যায্য নয়? -Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৫৪, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুরুতেই বলি, ট্যাগগুলোতে উল্লেখিত বিষয় যুক্ত না করে ট্যাগ না সরানোর অনুরোধ করা হয়েছিল যা আপনি করেননি। এটা ঠিক নয়। এ নিবন্ধটি গ্রহণযোগ্যতা বিচারে ব্যার্থ। আলোচনা পাতায় যাওয়ার আগেই আমার মনে হয়েছে নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্য নয়। ট্যাগ লাগানো কোন উইকিপিডিয়ানকে অসন্মান কিংবা নিরুৎসাহিত করা নয় যা আপনি আশা করি জানেন। বাংলা উইকিপিডিয়ার আগে যা অবদানকারী ছিলো এখন অনেক বেড়েছে যা ধীরে ধীরে আরো বাড়বে এটাই প্রত্যাশা। নিবন্ধের সংখ্যা বাড়ছে। এটা এমন কোন পদক্ষেপ নয় যা নিয়ে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বিশেষ নজর দিতে হবে। আর ফলক সাঁটানো ছাড়াও যে আমি নিবন্ধ রচনা, সমৃদ্ধ করণ করি আপনি আশা করি আমাদের কার্যক্রম দেখেই সেটা বুঝে নেবেন।

এবার আসি নিবন্ধের উল্লেখযোগ্যতা বিষয়ে। অপসারণ ট্যাগ লাগানোর পূর্বে এখানে একটি ট্যাগ ছিলো। নিবন্ধে কোন উল্লেখযোগ্য তথ্যসূত্রও নেই। ব্লগ থেকে তথ্যসূত্র দেয়া হয়েছে যা উইকিপিডিয়া গ্রহণযোগ্য নয়। একটি দেয়া হয়েছে নিবন্ধ যার তার নিজের মতামত নিয়ে, আরেকটি দেয়া হয়েছে উনার ব্যক্তিগত একটা সংবাদ নিয়ে। সর্বশেষ বইয়ের তালিকা দেয়া হয়েছে একটি ই-কমার্স সাইট থেকে। এসব তথ্যসূত্র কোন ভাবেই এ নিবন্ধের গ্রহণযোগ্যতা প্রমাণ করে না। যথেষ্ঠ উল্লেখযোগ্যতার প্রমাণ ছাড়া আমি এখনও এ নিবন্ধ অপসারণের পক্ষে। তাই পুনরায় ট্যাগ লাগানো হয়েছে। আশা করছি ট্যাগ না সরিয়ে গ্রহণযোগ্যতা বিচারের বিষয়টি বিবেচনা করবেন। আপনি একজন অভিজ্ঞ ব্যবহারকারী, অবদানকারী হিসেবে এ বিষয়গুলো আশা করি জানেন। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৪:১৭, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি স্পষ্ট উল্লেখ করেছি, আন্দালিব রাশদী শীর্ষক নিবন্ধটি অপসারণের প্রস্তাব করা অন্যায্য হয়েছিল৤ তার কারণ আমি ওপরে ব্যাখ্যা করেছি৤ প্রত্যুত্তরে কেন আপনি এই প্রস্তাব করেছিলেন তা ব্যাখ্যা না করেই আপনি অপসারণ ফলকটি পুন:স্থাপন করেছেন৤ এটি সর্ব্বতোভাবে একটি অনধিকার চর্চ্চা এ কথা বলার অপেক্ষা রাখে না৤ কেন আপনার মনে হয়েছে নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্য নয় তা ব্যাখ্যা করছেন না কেন? কারো ব্যাক্তিগত ভাল লাগা না-লাগার ওপর একটি নিবন্ধের উল্লেখযোগ্যতা নির্ভর করে না৤ অন্যায্যভাবে অপসারণের ফলক লাগানো অসম্মানজনক নয়? আমার কাজে বাধা দান নিরুৎসাহজনক নয়? যে কেউ বুঝবে যে এটি একটি নির্মাণাধীন নিবন্ধ৤ আমি কয়েক বছর আগে রীতিমতো যুদ্ধ করেছি এই বক্তব্য প্রতিপাদনের জন্য যে নির্মাণাধীন নিবন্ধে হস্তক্ষেপ কাম্য হতে পারে না৤ ফলকটি অপসারণের পর ধৈর্য্য ধরার অবকাশ আপনার হলো না? অবিলম্বে ফলকটি পুন:স্থাপন করতে হবে, হবেই? যে কোন সম্পাদকের পক্ষে এহেন গোয়ার্তুমি ধরণের মনোভাব বর্জ্জনীয়৤ তথ্যসূত্রের অভাব তো নেই! আপনি নিজেই উদ্যোগ নিয়ে ১০টি তথ্যসূত্র লাগিয়ে দিচ্ছেন না কেন? এটা কি আমার একচেটিয়া নিবন্ধ? আমি জোর দিয়ে বলার পরও উল্লেখযোগ্যতা নিয়ে সন্দেহ রয়ে গেছে? সেক্ষেত্রে বাংলা একাডেমীর মহাপরিচালক বা প্রথম আলো পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করুন না কেন? কিংবা বাংলা সাহিত্য সম্পর্কে খবর রাখে এমন যে কোন ব্যক্তিকে? ব্যক্তি মত এবং যুক্তির পার্থক্য যদি না বোঝেন তবে সমস্যা হবে৤ অপসারণ ফলকটি পুন:স্থাপন করা যে কতটা অসৌজন্যমূলক হয়েছে ভেবে দু:খ বোধ করছি৤ - Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:১৫, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৯:২০, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)

০৮:০০, ৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Hasive। Bodhisattwa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:৩৫, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৩৫, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জন্মদিনের শুভেচ্ছা নেবেন[সম্পাদনা]

-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৭, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হাসিব ভাই, জন্মদিনের শুভেচ্ছা নেবেন। হ্যাপি বার্থডে টু ইউ। দিনটি বছর বছর ঘুরে আসুক আপনার জীবনে। - Suvray

জন্মদিনের শুভেচ্ছা![সম্পাদনা]

প্রিয় Nhasive, আমার পক্ষ থেকে আপনাকে মানব জন্মের শুভেচ্ছা! শুভ জন্মদিন!!

--মহীন রীয়াদ (আলাপ) ১৭:২৭, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা[সম্পাদনা]

আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:১২, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নববর্ষের শুভেচ্ছা[সম্পাদনা]

বাঙালি সংস্কৃতির এ বর্ণিল দিনের ন্যায় বছরের প্রতিটি দিনই আপনার ও আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মধুর এবং উৎসবের আনন্দ সবাইকেই ছুঁয়ে যাক - এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে পান্তা-ইলিশ-কাঁচা মরিচ-এর মোহময়ী শুভেচ্ছা।--অংকন (আলাপ) ০৩:২৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৭:১৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)


শুভ নববর্ষ[সম্পাদনা]

. শুভ নববর্ষ (Happy Bengali New Year)

সময় হল একটি বছর-কে বিদায় দেয়ার। সময় হল বছর-টিকে হারিয়ে জেতে দেবার,কালের অনন্ত ধারায়। তবে নতুন বছরে সবার কামনা হক সুখের, এবং শান্তির। নতুন বছরে সবাই ভাল থাকবে, সুখে থাকবে এটাই হোক সবার কামনা। নতুন বছরে সবাই সুখে থাকুক, শান্তি-তে থাকুত, সকলের মঙ্গল হোক। পুরানো বছরের ভুল ভ্রান্তি পেছনে ফেলে সবাই সামনে এগিয়ে যাক। এই কামনা। বিদায় ১৪২০, স্বাগতম ১৪২১। সবাইকে জানাই

শুভ নববর্ষ -- প্রত্যয় (শুভ নববর্ষ!) ১৪:৪৪, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সৈয়দ আলী হায়দার রিজভী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

সৈয়দ আলী হায়দার রিজভী নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা দাখিল করা হয়েছে। কিন্তু ট্যাগ লাগানোর ৬ ঘন্টার মধ্যে ডিলিট করা কি ঠিক? নিবন্ধককে তো অনলাইনে আসারও একটা সময় লাগে। যেহেতু পাতাটি কারও জীবনীসংশ্লিস্ট, সেহেতু নিশ্চয়ই কোন না কোন রেফারেন্স নিশ্চয়ই আছে। নিবন্ধক তো আলোচনারই কোন সুযোগ পেল না।--আশা (আলাপ) ০৭:২৩, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এক লাইন লিখে ৬ ঘন্টা অপেক্ষা করলে উক্ত নিবন্ধ সম্পর্কে কিছু বোঝার উপায় বা সুযোগ থাকে না। এক্ষেত্রে কাজ চলছে টাইপের কোন ট্যাগ থাকলেও বোঝা যেত বিষয়টা। যেহেতু এমন কিছুই ছিলো না তাই নিবন্ধটি মুছে ফেলা হয়েছে। আর এসব ক্ষেত্রে শুরু করলে অবশ্যই একটা অবস্থায় নিবন্ধকে রাখার অনুরোধ করছি যাতে করে বোঝা যায় নিবন্ধের বিষয়বস্তু। এক দুই লাইন লিখে ফেলে রাখলে মুছে ফেলা ছাড়া উপায় থাকে না।--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:৪৬, ২০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৮:৩৪, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

Please remove the old logo of Jessore University of Science & Technology[সম্পাদনা]

Please remove the old logo of Jessore University of Science & Technology. You can find the new logo at: http://www.just.edu.bd/index.php/ataglance

০৭:২৩, ২৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

০৭:২৯, ৫ মে ২০১৪ (ইউটিসি)

০৬:০০, ১২ মে ২০১৪ (ইউটিসি)

০৭:১৮, ১৯ মে ২০১৪ (ইউটিসি)

০৮:২৯, ২৬ মে ২০১৪ (ইউটিসি)

০৮:০৭, ২ জুন ২০১৪ (ইউটিসি)

০৭:৩৯, ৯ জুন ২০১৪ (ইউটিসি)

০৭:১৩, ১৬ জুন ২০১৪ (ইউটিসি)

০৭:২০, ২৩ জুন ২০১৪ (ইউটিসি)

০৬:৫৩, ৩০ জুন ২০১৪ (ইউটিসি)

০৭:০৭, ৭ জুলাই ২০১৪ (ইউটিসি)

০৭:৪৮, ১৪ জুলাই ২০১৪ (ইউটিসি)

০৭:৪২, ২১ জুলাই ২০১৪ (ইউটিসি)

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা[সম্পাদনা]

মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:৫৬, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৮:০৮, ২৮ জুলাই ২০১৪ (ইউটিসি)

০৭:৩৭, ৪ আগস্ট ২০১৪ (ইউটিসি)

০৭:৪৩, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)

০৭:১৬, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)

০৯:২১, ২৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)

প্রীত রেজা দ্রুত অপসারণ[সম্পাদনা]

প্রীত রেজা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

The subject's significance (real person) is seems to be promotional usages of wikipedia. This may be a paid article. Only single wikipedian develop the articles with certain publicity of the person.

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। 103.19.255.86 (আলাপ) ২০:১৭, ৩০ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সংশ্লিষ্ট নিবন্ধেরর আলাপ পাতায় উত্তর দেয়া হয়েছে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৯:৩০, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৭:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় প্রধান পাতার নির্বাচিত নিবন্ধ অনুচ্ছেদ। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১২:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৯:৩৩, ৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

False Allegation of vandalism regarding edits on bn:ভবানীপুর_শক্তিপীঠ[সম্পাদনা]

The edits for which allegation of vandalism has been raised contains/contained reliable and verified references. So the allegation of vandalism and reverting of those edits are nothing but an attempt to suppress the facts. Those edits conformed to the policies and guidelines of Wikipedia. It is being proposed to have an open discussion on those edits on the talk page of the article and let the article contain facts. Thank you. বাবু (আলাপ) ০৪:২৫, ১৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় Community consultation for future of Wikimedia movement in India। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০২:৪২, ১৯ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

০৯:০৪, ২২ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

০৯:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

০৬:১০, ৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)

০৮:৫৩, ১৩ অক্টোবর ২০১৪ (ইউটিসি)

১৩:৪৭, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)

দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদানের নিবন্ধন সম্পর্কে[সম্পাদনা]

দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদানের জন্য যে নিবন্ধন করতে হবে তা কিভাবে করব? (আব্দুল্লাহ আল নাহিয়ান (আলাপ) ০৮:২৩, ২২ অক্টোবর ২০১৪ (ইউটিসি))[উত্তর দিন]

০৫:২০, ২৭ অক্টোবর ২০১৪ (ইউটিসি)

১৭:২৮, ৩ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

১৫:০০, ১০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

১৮:২৮, ১৭ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি[সম্পাদনা]

১৯:৩১, ২৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

১৭:১০, ৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

১৬:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

১৬:৫২, ২২ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

১৬:৫২, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

১৬:৪৭, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৮:১২, ১৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৬:০৮, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৬:৩১, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৬:২৬, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৭:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৬:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)

১৬:৪১, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)

A tag has been placed on চিত্র:Khaled Mahmud Sujon.jpg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F7 of the criteria for speedy deletion, because it is a non-free file with a clearly invalid licensing tag; or it otherwise fails some part of the non-free content criteria. If you can find a valid tag that expresses why the file can be used under the fair use guidelines, please replace the current tag with that tag. If no such tag exists, please add the {{Non-free fair use}} tag, along with a brief explanation of why this constitutes fair use of the file. If the file has been deleted, you can re-upload it, but please ensure you place the correct tag on it.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ১৯:০৭, ৪ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

হাসিব ভাই, কেমন আছেন? খালেদ মাহমুদ সুজন জীবিত থাকায় এই চিত্রটি ফেয়ার ইউজ পলিসিতে উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য নয়। দয়া করে চিত্রগ্রাহকের অনুমতি উল্লেখ করুন। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:২৪, ৪ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ছবিটি যে কার কাছ থেকে নিয়েছিলাম মনে নেই। যাই হোক আবার সংগ্রহের চেষ্টা করতে হবে। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৫:০৮, ৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৫:১৮, ৯ মার্চ ২০১৫ (ইউটিসি)

১৫:১৪, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)

১৫:০৯, ২৩ মার্চ ২০১৫ (ইউটিসি)

১৫:১৮, ৩০ মার্চ ২০১৫ (ইউটিসি)

১৫:৪১, ৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

চিত্র:Abdur+Razzak.jpg-এ অনুমতির প্রমাণ অনুপস্থিত[সম্পাদনা]

Thanks for uploading চিত্র:Abdur+Razzak.jpg. I noticed that while you provided a valid copyright licensing tag, there is no proof that the creator of the file agreed to license it under the given license.

If you created this media entirely yourself but have previously published it elsewhere (especially online), please either

  • make a note permitting reuse under the CC-BY-SA or another acceptable free license (see this list) at the site of the original publication; or
  • Send an email from an address associated with the original publication to permissions-commons@wikimedia.org, stating your ownership of the material and your intention to publish it under a free license. You can find a sample permission letter here. If you take this step, add {{OTRS pending}} to the file description page to prevent premature deletion.

If you did not create it entirely yourself, please ask the person who created the file to take one of the two steps listed above, or if the owner of the file has already given their permission to you via email, please forward that email to permissions-commons@wikimedia.org.

If you believe the media meets the criteria at Wikipedia:Non-free content, use a tag such as {{non-free fair use}} or one of the other tags listed at Wikipedia:File copyright tags#Fair use, and add a rationale justifying the file's use on the article or articles where it is included. See Wikipedia:File copyright tags for the full list of copyright tags that you can use.

If you have uploaded other files, consider checking that you have provided evidence that their copyright owners have agreed to license their works under the tags you supplied, too. You can find a list of files you have created in your upload log. Files lacking evidence of permission may be deleted one week after they have been tagged, as described on criteria for speedy deletion. You may wish to read the Wikipedia's image use policy. If you have any questions please ask them at the Media copyright questions page. Thank you. মহীন রীয়াদ (আলাপ) ২০:০০, ৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৬:৪০, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

১৫:৩০, ২০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

== ধন্যবাদ ভাই।== মাসুম (আলাপ) masum ১৫:১৮, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৫:১০, ২৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

Support request with team editing experiment project[সম্পাদনা]

Dear tech ambassadors, instead of spamming the Village Pump of each Wikipedia about my tiny project proposal for researching team editing (see here: https://meta.wikimedia.org/wiki/Grants:IdeaLab/Research_team_editing), I have decided to leave to your own discretion if the matter is relevant enough to inform a wider audience already. I would appreciate if you could appraise if the Wikipedia community you are more familiar with could have interest in testing group editing "on their own grounds" and with their own guidance. In a nutshell: it consists in editing pages as a group instead of as an individual. This social experiment might involve redefining some aspects of the workflow we are all used to, with the hope of creating a more friendly and collaborative environment since editing under a group umbrella creates less social exposure than traditional "individual editing". I send you this message also as a proof that the Inspire Campaign is already gearing up. As said I would appreciate of *you* just a comment on the talk page/endorsement of my project noting your general perception about the idea. Nothing else. Your contribution helps to shape the future! (which I hope it will be very bright, with colors, and Wikipedia everywhere) Regards from User:Micru on meta.

১৫:০৩, ৪ মে ২০১৫ (ইউটিসি)

১৫:৩৫, ১১ মে ২০১৫ (ইউটিসি)

১৫:১৮, ১৮ মে ২০১৫ (ইউটিসি)

১৬:১২, ২৫ মে ২০১৫ (ইউটিসি)

১৫:৩০, ১ জুন ২০১৫ (ইউটিসি)

১৫:২৮, ৮ জুন ২০১৫ (ইউটিসি)

১৫:০৪, ১৫ জুন ২০১৫ (ইউটিসি)

১৫:২৩, ২২ জুন ২০১৫ (ইউটিসি)

১৫:৫৬, ২৯ জুন ২০১৫ (ইউটিসি)

১৫:১৩, ৬ জুলাই ২০১৫ (ইউটিসি)

১৫:০৬, ১৩ জুলাই ২০১৫ (ইউটিসি)

ঈদ মোবারক!![সম্পাদনা]

ঈদ মোবারক
ঈদ মোবারক

ঈদ মোবারক!
ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন। ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অন্তিম সুখ। আল্লাহ আমাদেরকে তাঁকে চিনার,জানার ও বুঝার তৌফিক এনায়েত দান করুন।আমিন ।

ইকবাল হোসেন (আলাপ) ১৫:১৬, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

০৩:০৫, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)

১৫:০৫, ২৭ জুলাই ২০১৫ (ইউটিসি)

১৫:৫১, ৩ আগস্ট ২০১৫ (ইউটিসি)

১৪:৫৭, ১০ আগস্ট ২০১৫ (ইউটিসি)

১৬:১৭, ১৭ আগস্ট ২০১৫ (ইউটিসি)

১৩:০২, ২৪ আগস্ট ২০১৫ (ইউটিসি)

২১:৩৬, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)

১৭:২৯, ৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৬, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৬:১৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

১৮:২৯, ২১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

১৫:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)

১৮:৩২, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

১৬:২৮, ১২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

১৬:০২, ১৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

১৮:০৪, ২৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

১৬:৪৩, ২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০০, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৭:১৮, ৯ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

১৯:৩৯, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

২০:২৬, ২৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

১৬:১৬, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

১৭:৫২, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

চিত্র:BSMRAU logo.jpg নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লোগো.png এই ফাইলটি অধিকতর রেজুলেশ্যান লভ্য

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। কায়সার আহমাদ (আলাপ) ০৩:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

১৭:৪২, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

বিজয় দিবসের শুভেচ্ছা[সম্পাদনা]

প্রিয়, Hasive/সংকলন-৩

বিজয় দিবসের শুভেচ্চগা
বিজয় দিবসের শুভেচ্চগা

বিজয় দিবসের শুভেচ্ছা!
আজকে ১৬ ডিসেম্বর। আজকের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই আমাদের জন্য এই দিন গুরুত্বপূর্ণ। তাই সকলের জন্য এই দিনের জন্য প্রাণ ভরা শুভেচ্ছা।

-- Sethtalk০৬:০২, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

১৮:২৯, ২১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

১৬:৫৯, ১১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

Help decide the future of Wikimania[সম্পাদনা]

The Wikimedia Foundation is currently running a consultation on the value and planning process of Wikimania, and is open until 18 January 2016. The goals are to (1) build a shared understanding of the value of Wikimania to help guide conference planning and evaluation, and (2) gather broad community input on what new form(s) Wikimania could take (starting in 2018).

After reviewing the consultation, we'd like to hear your feedback on on this survey.

In addition, feel free to share any personal experiences you have had at at a Wikimedia movement conference, including Wikimania. We plan to compile and share back outcomes from this consultation in February.

With thanks,

I JethroBT (WMF) (talk), from Community Resources ২৩:৪৬, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১৭:৫৫, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

১৬:৩৯, ২৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

২১:০১, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

১৮:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

Last December, I invited you to share your views on the value of Wikimedia conferences and the planning process of Wikimania. We have completed analysis of these results and have prepared this report summarizing your feedback and important changes for Wikimania starting in 2018 as an experiment. Feedback and comments are welcome at the discussion page. Thank you so much for your participation. I JethroBT (WMF), Community Resources, ২২:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

১৮:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

২০:১২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

২০:২৪, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)

১৮:৩৭, ১৪ মার্চ ২০১৬ (ইউটিসি)

১৬:০৪, ২১ মার্চ ২০১৬ (ইউটিসি)

১৯:৪৩, ২৮ মার্চ ২০১৬ (ইউটিসি)