ব্যবহারকারী আলাপ:Great Hero32
আলোচনা যোগ করুনবাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
[সম্পাদনা]সুপ্রিয় Great Hero32! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:৩২, ১১ আগস্ট ২০১৯ (ইউটিসি) |
একাধিক একাউন্ট ব্যবহার
[সম্পাদনা]উইকিপিডিয়াতে একইসাথে একাধিক একাউন্ট ব্যবহার করা যায় না তাই আপনার অপর একাউন্টটি বাধা দেওয়া হয়েছে। আপনি দয়া করে এই একটি একাউন্ট ব্যবহার করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩২, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
নিবন্ধ সম্প্রসারণ
[সম্পাদনা]শুভেচ্ছা নিন, আমি দেখছি আপনি কিছু নিবন্ধে পুনঃনির্দেশ সরিয়েছেন। শহরের নিবন্ধ লেখার জন্য আপনাকে স্বাগত। দয়া করে নিবন্ধগুলি সম্পরসারণ করতে ভুলবেন না (মূলত খালি থাকার কারণেই আগে পুনঃনির্দেশ দেয়া হয়েছিল)। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]০৪:৫০, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
কায়সার আহমাদ (আলাপ) ০৪:৫০, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- ফেনী ও সোনাগাজী নিবন্ধ দুটি দেখুন। এরকম তিন/চর অনুচ্ছেদের নিবন্ধ তৈরি/ সম্প্রসারণ করুন। ধন্যবাদ।কায়সার আহমাদ (আলাপ) ১০:১১, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আন্ত উইকি সংযোগ
[সম্পাদনা]আন্ত উইকি সংযোগ দিতে পাতার ডানদিকে আন্ত উইকি সংযোগ সম্পাদনা ক্লিক করুন এবং পরবর্তী ধাপ অনুসরন করুন। নিবন্ধ পাতায় অন্য উইকি লিংক যোগ করবেন না সাভার পাতার মত। কায়সার আহমাদ (আলাপ) ১৪:১৮, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
সম্পাদনা বাতিলের বিজ্ঞপ্তি
[সম্পাদনা]চন্দ্রদ্বীপ পাতায় আপনার সম্পাদনা বাতিল বা অপসারণ করা হয়েছে, কারণ আপনি সম্ভবত www.barisalpedia.net.bd/barisalpedia/index.php?title=চন্দ্রদ্বীপ পাতা থেকে লেখা অনুলিপি করে যুক্ত করেছিলেন। কিন্তু ওয়েবসাইটটির হোমপেজর নিচে "Copyright © 2019 www.barisalpedia.net.bd" লেখা রয়েছে।। সম্পাদনা বাতিল করা উচিত হয়নি মনে করলে এখানে জানাতে পারেন। — Ahmad ০৬:২৩, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
অনুবাদ ও প্রতিযোগিতায় অংশগ্রহন
[সম্পাদনা]ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান করছি, এবং সেই সাথে উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৯/ব্যাঘ্র প্রকল্প/স্থানীয় তালিকা পাতা থেকে জেলার নিবন্ধগুলো সহ যে কোন নিবন্ধ অনুবাদ করার অনুরোধ করছি।কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪০, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
Try new editing features before they're available to public
[সম্পাদনা]প্রিয় Great Hero32,
আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।
সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।
এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।
বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।
আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।
ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ১৬:৪৪, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।
পাতা স্থানান্তর
[সম্পাদনা]সুধী, শুভেচ্ছা নিন, আপনার নিরলস সম্পাদনার জন্য ধন্যবাদ। আপনি শাহজাদপুর পাতা কোন আলোচনা ছাড়াই স্থানান্তর করে আবার অন্য পাতায় পুনর্নির্দেশি করেছেন। অনুগ্রহ করে কোনো নিবন্ধ স্থানান্তর করার আগে আলাপ পাতায় আলোচনা করে নেবেন অথবা কোন প্রশাসকের সাথে পরামর্শ করে নেবেন। আশা করছি এ ধরনের সম্পাদনায় আপনি আরও বেশি মনোযোগী ও সাবধানী হবেন। আপনার অবদানের জন্য আবারও ধন্যবাদ।---মোহাম্মদ নাবিল (☎) ১৬:৪৮, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
ডিসেম্বর 2019
[সম্পাদনা]প্রিয় ব্যবহারকারী, শাহজাদপুর নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩০, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- একইসাথে অন্য নিবন্ধে আপনার যুক্ত করা প্রায় অধিকাংশ তথ্য কপিরাইট লঙ্ঘন করে। দয়া করে সেগুলো সংশোধন করুন ও আপনাকে যেহেতু পূর্বেও এ ব্যাপারে বলা হয়েছে তাই দয়া করে পুনরায় একই কাজ করবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৪, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- ভাই, আপনি আপনার নিবন্ধে "ইতিহাস" ও "নামকরণ" অনুচ্ছেদ দুইটা বহিঃস্ত সাইট থেকে অনুলিপি করেন। এই দুইটা নিজ থেকে লিখবেন। এই দুইটা বাদে বাকী অনুচ্ছেদগুলি মোটামুটি ঠিক আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫১, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
আনাড়িভাবে অনুবাদ
[সম্পাদনা]আপনি যে মহানগর এলাকা নিবন্ধটি অনুবাদ করেছেন তা সম্পূর্ণ ভুলে ভরা। তা গুগল দিয়ে ট্রান্সলেট করা। ফলে, ভুলগুলো রয়ে গেছে। আর আপনি তা না যাচাই করে, না পড়ে অনুবাদ করে দিয়েছেন। এরকম না করে যাচাই করে সঠিক বানান ও অর্থপূর্ণ বাক্য দ্বারা নিবন্ধ রচনা করুন। ধন্যবাদ। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ১১:৩৭, ২০ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
শুভেচ্ছা নিবেন, এই রমজান মাসে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/রমজান-এর আয়োজন করা হয়েছে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণের অনুরোধ রইল। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৩, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]হালিমা সুলতান
[সম্পাদনা]আরতুগ্রুল এর স্ত্রী হালিমা হাতুন তুর্কি বর্ণ অনুসারে হালিমে হওয়া উচিত ছিলো। কিন্তু উচ্চারনের বাংলায় হালিমা উচ্চারিত হয়। একই ভাবে হালিমা সুলতান এর বাংলাও হালিমা হবে। তৌহিদুল ইসলাম নয়ন (আলাপ) ২২:৩০, ২২ মে ২০২০ (ইউটিসি)
আরে তৌহিদুল ইসলাম নয়ন ভাই, আরতুগ্রুল এর স্ত্রী এর নামও হালিমে হাতুনই হবে, হালিমা নয়। তুর্কী উচ্চারণ বা বানান অনুসারে বাংলা উইকিপিডিয়ায় এদের অনেকের নামই ভুল করেছে। আপনি যেভাবে না জেনে এ ব্যাপারে ভুল করেছেন আরতুগ্রুল এর স্ত্রী'র নিবন্ধেও তেমনই ভুল হয়েছে। অনুরূপভাবে সাফিয়ে, আয়শে ইত্যাদি নামগুলোর ক্ষেত্রেও একইকথা প্রযোজ্য।জোবায়ের (আলাপ) ২৩:২৫, ২২ মে ২০২০ (ইউটিসি)
তুর্কি ও ইংরেজী
[সম্পাদনা]আপনি আরো ভালো করে জানুন। ইংরেজী ও তুর্কি বর্নের উচ্চার এক নয়। e বর্নের উচ্চারণ ইংরেজীতে ই/এ আর তুর্কিতে এ্যা। Hurrem এর সঠিক তর্জি উচ্চারণ খুররাম। আমি সঠিক জানি আপনি ভুল জানেন। একটু গবেষনা করলে আরো বিস্তারিত জানতে পারবেন। আর হালিমা সুলতান, সাফিয়া সুলতান, আয়শা সুলতান সকলের উচ্চারন ও বানান সঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তৌহিদুল ইসলাম নয়ন (আলাপ) ১০:৫০, ২৪ মে ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]রোজেত্তা পদক | |
প্রিয় জোবায়ের, আপনি উসমানীয় সম্রাজ্যের বেশ কিছু নিবন্ধ তৈরি করেছেন। যা দেখে আমার কাছে ভালো লেগেছে। এছাড়া বাংলা উইকিপিডিয়া-এ অনুবাদ কার্যক্রমে অসাধারণ প্রচেষ্টা ও পর্যায়ক্রমে দক্ষতার প্রদর্শন করে যাচ্ছেন তাই আপনাকে এ পদক দেয়া হলো। বাংলা উইকিতে আপনার গঠনমূলক সম্পাদনা অব্যাহত থাকুক এমনটিই কাম্য। দেলোয়ার (✉) • ১০:৪৯, ২ জুন ২০২০ (ইউটিসি) |
সুপ্রিয় Great Hero32, |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
সুপ্রিয় Great Hero32, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
[সম্পাদনা]সুপ্রিয় Great Hero32,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
নিজপানুয়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
[সম্পাদনা]নিজপানুয়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নিজপানুয়া পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। কুউ পুলক ১৫:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
সুপ্রিয় Great Hero32 আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৯ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের সময় হতে প্রায় ১১৫৮ দিন পূর্বে খোকসা নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:
- নিবন্ধটির বিষয় কাল্পনিক এবং একটি অ-কাল্পনিক দৃষ্টিকোণ থেকে পুনঃলিখন প্রয়োজন
- নিবন্ধটি আকারে অনেক ছোট
- নিবন্ধটি উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পুনঃসংগঠন করা প্রয়োজন
- প্রয়োজন নিবন্ধের ভূমিকাংশ, এর বিষয়বস্তুর যথাযথ সার-সংক্ষেপ নয়।
আপনি যা করতে পারেন:
- অনুগ্রহ করে নিবন্ধটির বিষয়বস্তু আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে এবং অ-কাল্পনিক দৃষ্টিকোণ প্রদান করতে এটিকে পুনরায় লিখতে সহায়তা করুন।
- নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
- এই নিবন্ধের মানোন্নয়নে এবং এর সার্বিক গঠন পরিবর্তনে সাহসী হোন। নিবন্ধটি পরিষ্কার করার আগ পর্যন্ত {{পরিষ্করণ-পুনঃসংগঠন}} টেমপ্লেটটি সরিয়ে ফেলবেন না
- এর ভূমিকাংশ বর্ধনে নিবন্ধের মূল বিষয়গুলোর প্রতি গ্রহণযোগ্য দৃষ্টি দিন।
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৫:১৫, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
[সম্পাদনা]প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
[সম্পাদনা]প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
[সম্পাদনা]প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)