ব্যবহারকারী আলাপ:Aa10455

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা, যা আপনি শাহরুখ খান পাতায় সম্পাদিত করছেন, গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ০৬:০৮, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা, যা আপনি অমিতাভ বচ্চন পাতায় সম্পাদিত করছেন, গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ০৬:০৯, ২৫ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Thank you for experimenting with Wikipedia. Your test worked, and the page that you created has been or soon will be deleted. Please use the sandbox for any other tests you want to do. Take a look at the welcome page if you would like to learn more about contributing to our encyclopedia.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ২০:৪৪, ২৬ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]


ফকির লাল নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ০৯:২১, ২৮ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্য যোগ[সম্পাদনা]

প্রিয় কবির আহমেদ,

আপনি অনেক ভালো ভালো নিবন্ধ তৈরী করছেন, সে জন্য অভিনন্দন। কিন্তু দয়া করে আপনার তৈরী নিবন্ধগুলিকে উপযুক্ত তথ্যসূত্র যোগ করে সম্পূর্ণ করুন। আপনার নিবন্ধগুলি অসম্পূর্ণ ও অত্যন্ত সংক্ষিপ্ত। যেমন শেকিন' স্টিভেন্স, ইউনানি, সিএসবি নিউজ, জর্জ মাইকেল, জেমস হেটফিল্ড। এর মধ্যে শেকিন' স্টিভেন্স মাত্র এক লাইনের নিবন্ধ। দয়া করে খেয়াল রাখুন, সংক্ষিপ্ত নিবন্ধ পাঠকদের বিরক্তির উদ্রেক করে এবং অনেকদিন ধরে এই সব নিবন্ধের উন্নতি না হলে অপসারণের প্রস্তাবনাও করা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। কোন অসুবিধা হলে বলবেন। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ১০:৫৪, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় কবির আহমেদ,

আমি আপনাকে কোন রকম আক্রমণ করে কথা বলিনি। বলতে চাইও নি। আর কোন রকম অভিযোগও করিনি। লক্ষ্য করবেন শুরুতে অভিনন্দন জানিয়েছিলাম। আর সেটি ছিল আন্তরিক। একথা আমি অবশ্যই জানি, যে উইকিতে সকলে মিলেই অবদান রাখেন। কিন্তু আসলে বাংলা উইকিতে এমনিতেই ব্যবহারকারীর সংখ্যা কম। তাই আমরা যে নিবন্ধ শুরু করি, চেষ্টা করি সেটি শেষ করতে। আমি নিজেও সেই চেষ্টাই করি। সেই কারণে একথা বলা। ওটি ছিল নিছক পরামর্শ। তার বেশি কিছু নয়। আর হয়তো প্রথম আলাপ করার প্রচেষ্টা। আপনাকে অযথা হয়রানি করার জন্য একথা বলিনি। কিন্তু তবুও যদি আমার কথাতে আপনার খারাপ লেগে থাকে, তবে আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। আমার শুভ বুদ্ধি উদয়ের আপনার প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ। যাই হোক, ভালো থাকবেন। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ১২:০৭, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র ও হরফ সম্বন্ধে কিছু কথা[সম্পাদনা]

প্রিয় Kabir55555,

তথ্যসূত্র নিয়ে সামান্য কিছু কথা বলার আছে। আপনি আই জাষ্ট ডাইড ইন ইওর আর্মস টুনাইট নামক নিবন্ধে <ref>https://en.wikipedia.org/wiki/%28I_Just%29_Died_in_Your_Arms</ref> এবং <ref>https://en.wikipedia.org/wiki/(I_Just)_Died_in_Your_Arms#Background_and_writing</ref> লিঙ্ক তথ্যসূত্র হিসেবে দিয়েছেন। অর্থাৎ ইংরেজী উইকিতে নিবন্ধ ও তার অনুচ্ছেদের লিঙ্ককে সরাসরি তথ্যসূত্র হিসেবে দিয়েছেন। এরকম না করে আপনি ইংরেজী উইকি থেকে যখন অনুবাদ করছেন, তখন ইংরেজী উইকিতে নিবন্ধটিতে যে তথ্যসূত্র দেওয়া রয়েছে, সেগুলিকে দিন। যেমন ইংরেজী নিবন্ধটিতে <ref name="Bob">Bronson, Fred (2001). ''The Billboard Book of Number One Hits''. ISBN 0-8230-7677-6. Retrieved January 25, 2007.</ref> তথ্যসূত্র দেওয়া রয়েছে, সেইটি দিন। আশা করি বোঝাতে পেরেছি। কাটিং ক্রিউ নিবন্ধেও একই রকম ব্যাপার নজরে এলো। আপনার বাকি নিবন্ধে যদি এই রকম থাকে, তাহলে ঠিক করে নিতে পারেন। কাটিং ক্রিউ এবং আই জাষ্ট ডাইড ইন ইওর আর্মস টুনাইট নিবন্ধ দুটি আমি ঠিক করে দিলাম। আরেকটা ব্যাপার চোখে পড়ল, নিবন্ধ গুলিতে ইংরেজী হরফে নামগুলি রয়ে যাচ্ছে। যেমনঃ কাটিং ক্রিউ নিবন্ধে Kevin Scott MacMichael, Grinning Souls ইত্যাদি। এতে নিবন্ধটি মিশ্র হরফের হয়ে যাচ্ছে। আই জাষ্ট ডাইড ইন ইওর আর্মস টুনাইট এবং কাটিং ক্রিউ নিবন্ধটির ইংরেজী নামগুলি বাংলা হরফে করে দিলাম। দয়া করে আপনার বাকি নিবন্ধে যদি কোন শব্দ বা নাম ইংরেজী হরফে থেকে থাকে, সেগুলিকে বাংলা হরফে লিখে দিন। কোন অসুবিধা হলে জানাবেন। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। বোধিসত্ত্ব (আলাপ) ২১:১২, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Aa10455,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]