ব্যবহারকারী আলাপ:মাহাথির বিন আলী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

জাফরান[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মৃত্যু পরবর্তী জীবন[সম্পাদনা]

আপনার তৈরি করা পরবর্তী জীবন নিবন্ধের অনেক তথ্য ইতিমধ্যেই মৃত্যু পরবর্তী জীবন নামক নিবন্ধে যুক্ত আছে। ঐটিকেই রাখা হবে। অনুগ্রহ করে পরবর্তী জীবন নিবন্ধ থেকে নতুন বিষয়বস্তু যা মৃত্যু পরবর্তী জীবন নিবন্ধে নেই, সেখানে যোগ করে দিন এবং এরপর পরবর্তী জীবন নিবন্ধটি খালি করে দিন। পরে আমরা ওখান থেকে পুনর্নির্দেশ করে দেব। অর্ণব (আলাপ | অবদান) ১৩:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আইডিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি এইমিং রিসার্চ কাউন্সিল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আইডিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি এইমিং রিসার্চ কাউন্সিল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মার্চ 2018[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Sajid Reza Karim। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি অভিজিৎ রায়-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! সাজিদ রেজা করিম ০৭:৩৯, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় মাহাথির!

আপনার বেঞ্জামিন নেতানিয়াহু নিবন্ধে একটি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেয়া হয়েছে। জীবিত ব্যক্তির ক্ষেত্রে সম্পাদনার সময় উল্লেখযোগ্য উৎস থেকে তথ্যসূত্র সংযোজন করে দেবেন। সময় করে জীবিত ব্যক্তির জীবনী পাতাটিও পড়া দেখবেন। ধন্যবাদান্তে--আবু সাঈদ (আলাপ) ১৫:০৬, ৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া নিবন্ধ সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় মাহাথির বিন আলী, বাংলা উইকিপিয়ায় স্বাগতম। দয়া করে লক্ষ করুন, উইকিপিডিয়া ব্যক্তিগত গবেষণার জায়গা নয়। এর আগেও অনেকে বার্তা দিয়েছে, আশা করি এগুলো গোচরে আনবেন। ধন্যবাদ।S Shamima Nasrin (আলাপ) ২২:২১, ১৭ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় মাহাথির বিন আলী,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

বিভিন্ন কারণ দর্শিয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ~ নাহিয়ান আলাপ ০৭:১৯, ৬ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর খুবই বিখ্যাত, প্রতিথযশা একজন ইসলামী স্কলার। উইকিপিডিয়ায় অসংখ্য ইসলামী স্কলারের ব্যাপারে প্রবন্ধ আছে। এমনকি কুসংস্কারাচ্ছন্ন ধর্ম ব্যবসায়ী পীরদের ব্যাপারেও। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে লিখা নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার ১০০% উপযোগী। কাজেই, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। মাহাথির বিন আলী (আলাপ) ১৩:৪৩, ৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জুন 2020[সম্পাদনা]

আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় নিবন্ধে নিজস্ব মতামত ও মৌলিক গবেষণামূলক লেখা যুক্ত করার মাধ্যমে পুনরায় উইকিপিডিয়ার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নীতিমালা ভঙ্গ করেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৫, ৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমার উইকিপিডিয়া একাউন্ট ডিলিট করে দিন। আমি আর কখনো উইকিপিডিয়ায় সম্পাদনা করবো না। মাহাথির বিন আলী (আলাপ) ১৪:০৬, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~