ব্যবহারকারী আলাপ:বিমল বাউল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

লাউতলী নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সুধী আপনি বারবার মুছে ফেলা সত্ত্বেও নিবন্ধ তৈরি করে যাচ্ছেন, যা উইকি নীতিমালার সাথে যায় না। বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায়ের মতানুসারে, গ্রামের নিবন্ধ উল্লেখযোগ্য হতে হবে, প্রত্নতত্ব্ব বা অন্য কোনো কারণে উল্লেখযোগ্য। বাকি সব গ্রামের নিবন্ধ অনুলেখ্য বলে ধরা হবে। আরোও কিছু জানতে আমার আলাপ পাতায় জিজ্ঞাসা করুন। -মেরাজ (আলাপ) ০৭:২৯, ৩১ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারিত নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সুধী, আপনার তৈরি জাকারিয়া চৌধুরী নিবন্ধটি উইকির নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য নয় বিধায় তা মুছে ফেলা হলো। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -মেরাজ (আলাপ) ০৭:২৬, ২৭ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

লেখা নকল/অনুলিপি করা[সম্পাদনা]

বাংলা উইকিতে অবদান রাখায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্প্রতি আপনার তৈরি শ্যাম বাউল গোসাঁইর আখড়া নিবন্ধে লক্ষ্য করেছি আপনি এটি সম্পূর্ণভাবে এখান থেকে অনুলিপি (কপি) করেছেন। লক্ষ্য করুন, উইকিপিডিয়ায় শুধুমাত্র উন্মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করা লেখা অনুলিপি করে যোগ করা যায়। জাতীয় তথ্য বাতায়নের লেখা কপিরাইট যুক্ত হওয়ার সেখানের লেখা হুবুহু উইকিপিডিয়ায় যোগ করা যাবে না। দয়া করে সম্পূর্ণভভাবে নিবন্ধটি পুনঃলিখুন অন্যথায় কপিরাইটের কারণে নিবন্ধটি অপসারণ করতে হবে। ধন্যবাদ আফতাব (আলাপ) ১৯:৩১, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

জগন্মোহন গোসাঁই নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী,

আপনার লিখিত জগন্মোহন গোসাঁই নিবন্ধটি দেখলাম। নিবন্ধটি উইকিতে উপযুক্ত হয়ে ওঠার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু তার জন্য প্রথমে নিবন্ধটিকে বড় করতে হবে এবং উপযুক্ত ও নির্ভরযোগ্য তথ্যসূত্র দিয়ে আপনার দেওয়া সমস্ত তথ্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি একটি তথ্যসূত্র দিয়েছেন বটে, কিন্তু সেখানে বই'এর নাম, প্রকাশনা সংক্রান্ত তথ্য (প্রকাশনা সংস্থা, প্রকাশনার বছর, পৃষ্ঠাসংখ্যা, প্রভৃতি) - এসবই অনুপস্থিত। ফলে আগ্রহী পাঠকের পক্ষে আপনার দেওয়া তথ্যকে ঐ তথ্যসূত্র থেকে যাচাই করার কোনওরকম সুযোগ নেই বললেই চলে। এ'ধরনের তথ্যসূত্রকে তাই নির্ভরযোগ্য বলে গন্য করা যায় না। অনুগ্রহ করে এমনভাবে নিবন্ধ রচনা করুন, যা উইকি নীতিমালা অনুযায়ী গ্রাহ্য করা সম্ভব হয়। শুভেচ্ছা রইলো। -- অরিন্দম মৈত্র (আলাপ) ১৮:৫০, ২০ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৮:১৯, ১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অধিকারী ঠাকুরের সেবাশ্রম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

অধিকারী ঠাকুরের সেবাশ্রম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অধিকারী ঠাকুরের সেবাশ্রম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৭:১০, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গুরু সত্য বাউল মহাশয়ের সেবাশ্রম (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৪:১৯, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সাধু ভাষার ব্যবহার না করা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় বিমল বাউল, সম্প্রতি আপনি রামকৃষ্ণ গোসাঁই নামক নিবন্ধে সাধু ভাষার ক্রিয়া ও সর্বনাম পদ ব্যবহার করেছেন। কিন্তু বাংলা ভাষার প্রমিত রীতি অনুযায়ী লেখার জন্য সাধু ভাষার ব্যবহার করা হয় না। আপনি চলিত ভাষায় নিবন্ধ লিখবেন আশা করি। ধন্যবাদ সাফি ১৫:৪৫, ২০ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ডিসেম্বর 2017[সম্পাদনা]

Stop icon প্রিয় ব্যবহারকারী, শ্যাম বাউল নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২০, ২৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

শ্যাম বাউল গোসাঁইর আখড়া নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

শ্যাম বাউল গোসাঁইর আখড়া নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শ্যাম বাউল গোসাঁইর আখড়া পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। সাফি ১৭:০৬, ৯ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় বিমল, আপনি পূর্বে অপসারিত একটি পাতা পুনরায় তৈরি করে চলেছেন। এরকমটি বার বার করলে আপনাকে সম্পাদনায় বাধাপ্রদান করা হবে। — তানভির১১:০৫, ১১ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সাম্প্রদায়িক মনভাব দূর করুন এবং শুদ্ধ বানানের প্রতি খেয়াল রাখুন![সম্পাদনা]

আমি এই পর্যন্ত মোটামুটি আপনার অনেকগুলো সম্পাদনা বা নিবন্ধন দেখেছি। যেগুলোতে আপনি নিজেকে সাম্প্রদায়িক মনের মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন। সবগুলো নিবন্ধনে আপনার ধর্মের সাথে যুক্ত এমন নিবন্ধন তৈরি করেছেন। আসলে উইকিপিডিয়া এমন প্লাটফর্ম নয়। আর হ্যাঁ! আপনার অতিরিক্ত বানান ভুল হয়ে থাকে। তাই আশা করি বানানের প্রতি বিশেষ নজর রাখবেন।

বাধাদান[সম্পাদনা]

সুধী, আপনাকে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন ব্যবহারকারী উইকিপিডিয়ার বিশ্বকোষীয় দিক সম্পর্কে বলে যাচ্ছেন কিন্তু আপনি এখন পর্যন্ত কাউকে উত্তর দেননি এবং আপনার সম্পাদনার ধরণ পরিবর্তন করেন নি। এ কারণে আপনাকে এক মাস বাধা দেওয়া হলো। বাধা সমাপ্ত হলে আমরা আপনাকে গঠনমূলক সম্পাদনা করতে উৎসাহ দিচ্ছি। একইসাথে কপিরাইট লঙ্ঘন না করা, অবিশ্বকোষীয় বিষয়বস্তু যুক্ত না করা সর্বপুরি উইকিপিডিয়ার বিশ্বকোষীয় রচনাশৈলী মেনে চলার অনুরোধ করছি। অন্যথায়, অসীম সময়ের জন্য বাধাদান করা হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১১, ১১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় বিমল বাউল,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় বিমল বাউল,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় বিমল বাউল,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:রামকৃষ্ণ গোসাঁইর সমাধি.jpeg ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। —শাকিল হোসেন আলাপ ১৩:০০, ৩১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

রামকৃষ্ণ গোসাঁই নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

রামকৃষ্ণ গোসাঁই নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রামকৃষ্ণ গোসাঁই পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)১২:১৭, ১৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:অধিকারী ঠাকুরের সেবাশ্রম পাদুকা চৌকি.jpeg-এর জন্য মুক্ত নয় যৌক্তিক ভিত্তি[সম্পাদনা]

চিত্র:অধিকারী ঠাকুরের সেবাশ্রম পাদুকা চৌকি.jpeg আপলোড করার জন্য বা এতে অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি ফাইলের পাতায় উল্লেখ করা হয়েছে যে ফাইলটি মুক্ত নয় বিষয়বস্তুর মানদণ্ডের অধীনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে একটি উপযুক্ত বা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন ফাইলটির প্রতিটি নির্দিষ্ট ব্যবহার উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য। দয়া করে ফাইলের বিবরণ পাতায় যান, এবং মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা অন্তর্ভুক্ত করতে তা সম্পাদনা করুন।

যদি আপনি আরো মুক্ত নয় মিডিয়া আপলোড করে থাকেন, তাহলে তাদের পরীক্ষণ করতে বিবেচনা করুন যে আপনি ঐ পাতাসমূহে মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা উল্লেখ করেছেন। আপনি "আপনার অবদানে" ক্লিক করে (প্রবেশরত অবস্থান এটি যে কোন পাতার শীর্ষে ডান দিকে পাবেন), এবং তারপর ড্রপডাউন বক্স থেকে "চিত্র" নির্বাচন করে আপনার সম্পাদিত ফাইলের পাতার একটি তালিকা পেতে পারেন। খেয়াল করুন যে মুক্ত নয় চিত্র যাতে ব্যাখ্যার অভাব আছে তাদেরকে ট্যাগ দেয়ার এক সপ্তাহ পর মুছে ফেলা হবে, যেমনটা দ্রুত অপসারণের জন্য বিচারধারায় বর্ণিত আছে। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞাসা করুন। আপনাকে ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ০২:৪৫, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৩:১৫, ২০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অনাথ অ-মুক্ত চিত্র:কেরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়.jpeg সম্পর্কে[সম্পাদনা]

⚠

চিত্র:কেরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়.jpeg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।

লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। জনি (আলাপ) ০৮:০৭, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]