উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) কর্তৃক ০১:২৫, ১০ আগস্ট ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎ছবি নিবন্ধের কোথায় যোগ হবে?: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নীড় অংশ নিন
চিত্র যোগ করুন
সাহায্য

WPWP or WPWV,WPWA হ্যাসট্যাগ

Wikipedia want photos=WPWP যদি হয় তবে ভিডিও ও অডিও যুক্ততে হ্যাসট্যাগ WPWV= Wikipedia want videos ও WPWA = Wikipedia want audios হবেনা? নতুবা অধিক ভিডিও ও অডিও যুক্তকারী কীভাবে নির্ণিত হবে? — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nazrul Islam Nahid Majumder: হ্যাশট্যাগ টুলে আলাদাভাবে অডিও ও ভিডিও ফাইল যুক্ত করার লগ দেখার সুবিধা রয়েছে। তাই ভিন্ন কোনো হ্যাশট্যাগ প্রয়োজন নেই — নাফিউল(আলাপ) ১১:৫৩, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আয়োজক দলের সদস্যদের জন্য নির্দেশনা

সুপ্রিয় হীরক রাজা, ওয়াসি উল বাহার, মো. হাসিব আফিফ, সাইফুর, MS Sakib, হাসানুর রশিদ, মুকিত, ইব্রাহিম, আদীব, শ্রেয়স্কর, শেখ ভাই, শাকিল ভাই আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আয়োজক দলে কাজ করবার ইচ্ছে প্রকাশ করবার জন্য। এখন বোধয় সময় এসেছে কাজে নেমে পড়ার।

আমি তিনটি বিষয় নিয়ে কাজ করছি এই মুহূর্তে - প্রতিযোগিতার পুরষ্কার নির্ধারণ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা, আয়োজনের সৃজনশীল ব্যানার তৈরি এবং স্বয়ংক্রিয়ভাবে চিত্রবিহীন নিবন্ধের তালিকা তৈরি। শেষ কাজটির জন্য আপনাদের সাহায্য অবশ্যই দরকার।

আপনাদেরকে আপনাদের আগ্রহের বিষয় কিংবা অন্য যেসব বিষয়ে বাংলা উইকিপিডিয়া চিত্র যোগ করার যথেষ্ট সুযোগ আছে বলে মনে করেন, সেসব বিষয়শ্রেণির তালিকা তৈরি করতে হবে। বটের মাধ্যমে বিষয়শ্রেণির সেই তালিকার চিত্রবিহীন নিবন্ধগুলোর তালিকা প্রস্তুত করা হবে। বিষয়শ্রেণির তালিকা তৈরির সময় মাথায় রাখা উচিত - ১. বিষয়শ্রেণিতে যথেষ্ট চিত্রবিহীন নিবন্ধ থাকতে হবে, ২. সেই চিত্রবিহীন নিবন্ধে যুক্ত করার মতো কমন্সে যথেষ্ট চিত্র থাকতে হবে এবং ৩. বিষয়টি নতুনদের জন্য কৌতূহলোদ্দীপক ও কাজ করার উপযোগী হতে হবে।

আশা করছি সবাই মিলে অসাধারণ কিছু বিষয় খুঁজে বের করতে সক্ষম হব।

পুনশ্চ: কাজটি করতে প্রয়োজনীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে। চিত্র বিহীন নিবন্ধের তালিকা পাওয়ার জন্য এ সরঞ্জাম ব্যবহার করুন। সরঞ্জামটির ব্যবহার সম্পর্কে জানতে নিচের পিডিএফটি ব্যবহার করতে পারেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪৪, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mrb Rafi: ভাই, একেবারে চিত্রবিহীন নয় কিন্তু কাজ করার মতো বিষয় নিয়ে বলছি, একটা বিষয়শ্রেণী আছে বিষয়শ্রেণী:অকার্যকর ফাইল সংযোগসহ পাতাসমূহ। এই বিষয়শ্রেণীতে থাকা পাতাগুলোর অকার্যকর ফাইলের ক্ষেত্রে অধিকাংশ নিবন্ধের বিষয়বস্তু অন্য কোনো ভাষার উইকি (প্রায় সকল ক্ষেত্রে ইংরেজি উইকি) থেকে অনুবাদ করে তৈরি করা হয়েছে এবং কমন্সে না থাকা অমুক্ত চিত্রগুলো বাংলা উইকিতে আমদানী না করেই ফাইলের নাম ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এসব নিবন্ধের উক্ত ফাইলগুলো wikifile-transfer.toolforge.org ব্যবহার করে বাংলা উইকিতে আমদানী করার মাধ্যমে নিবন্ধগুলোতে চিত্র যোগ করা যেতে পারে। আর বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী প্রাসাদ, বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী দর্শনীয় স্থান, বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী পর্যটক আকর্ষণস্থল এবং এ ধরনের বিষয়শ্রেণীর উপবিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত অধিকাংশ নিবন্ধের জন্য কমন্স বিষয়শ্রেণী আছে এবং পর্যাপ্ত চিত্র আছে। এসকল নিবন্ধের মধ্যে যেগুলোতে চিত্র নেই/ভালো চিত্র নেই সেসব নিবন্ধে চিত্র যোগ করার যেতে পারে। — মো. হাসিব আফিফ (আলাপ) ১৪:০৮, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Md. Haseeb Afeef: আপনি বলেছেন কমন্সে নেই এমন চিত্রগুলো অন্য উইকিপিডিয়ার সংস্করণ (ইংরেজি উইকিপিডিয়া) থেকে wikifile transfer দিয়ে আমদানি করে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহার করার জন্য, কিন্তু এটা করা উচিত হবে না। কারণ, মেটায় নিয়মাবলীতে লেখা রয়েছে চিত্রগুলো অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে। মূলত, উইকিমিডিয়া কমন্সে যেসব চিত্র রয়েছে সেখানের চিত্রগুলো নিবন্ধে ব্যবহার করার জন্যই এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ার প্রকল্প পাতায় গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলো প্রকল্প পাতায় যুক্ত করার জন্য আয়োজকদলের প্রতি অনুরোধ রইলো। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:২২, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আল রিয়াজ উদ্দীন: দুঃখিত, আমি মেটায় দেয়া নিয়মাবলী দেখিনি এখনও, এখনই দেখে নিচ্ছি। — মো. হাসিব আফিফ (আলাপ) ১৪:৩৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Md. Haseeb Afeef আয়োজক দলে যেহেতু আছেন, অনুগ্রহ করে বিস্তারিত নিয়মাবলী দেখে নিন। ধন্যবাদ -- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়শ্রেণী অনুযায়ী কোন কোন নিবন্ধে চিত্র নেই এইরকম একটি তালিকা তৈরি করতে আমি কাজ শুরু করেছি এখানে —শাকিল হোসেন আলাপ ১৪:৪৬, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
মো. হাসিব আফিফ ভাই, ফাইল ট্রান্সফারের বিষয় নিয়ে এলোমেলো হলেও আপনি যে বিষয়শ্রেণিগুলোর নাম দিয়েছেন, ঠিক সেরকম কিছু বিষয়শ্রেণির নামই এই মুহূর্তে আমাদের দরকার। অসাধারণ দেখিয়েছেন। শাকিল ভাই আপনাকেও ধন্যবাদ; আশা করছি আপনার কাছ থেকে পর্যাপ্ত নিবন্ধ পাওয়া যাবে। এবং ভুল বোঝাবোঝির বিষয়টি নিয়ে আসলে আমার আগেই ভাবা উচিত ছিল, আমি দুঃখিত। আমি বাড়তি নির্দেশনা যুক্ত করে দিচ্ছি। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৬:৪৮, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আরেকটি বিষয় একটু বিস্তারিত আবার ব্যাখ্যা করা জরুরী মনে হচ্ছে। আমাদের কিন্তু শুধু বিষয়শ্রেণির তালিকা তৈরি করলেই হবেনা, বিষয়শ্রেণির চিত্রবিহীন নিবন্ধগুলোয় যেনো চিত্র যুক্ত করার যথেষ্ট সুযোগ থাকে, সেটিও নিশ্চিত করতে হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, ইসলাম বিষয়ক প্রচুর নিবন্ধে ছবি নেই, আবার ইসলাম বিষয়ক নিবন্ধে চিত্র যুক্ত করার সুযোগও তেমন নেই; কমন্সে পাওয়া যাবেনা। তাই আমাদের তালিকায় "ইসলাম" সম্পর্কিত বিষয়শ্রেণিগুলোয় প্রচুর নিবন্ধে চিত্র নেই শুধু একারণেই ওই বিষয়শ্রেণির নিবন্ধ গণহারে যুক্ত করে দেয়া ঠিক হবেনা। তাই আমাদের দেখতে হবে, হয়তোবা "ইসলামি স্থাপত্য" সম্পর্কিত বিষয়শ্রেণি থেকে নিবন্ধ তালিকা করলে কমন্সে যথেষ্ট চিত্র পাবার সুযোগ আছে; শুধু সুযোগ আছে ভেবে বসে থাকলেই চলবেনা, বেশ কিছু নিবন্ধের জন্য চিত্র পাওয়া যাচ্ছে সেটা আমাদের নিশ্চিত হতে হবে। আমি বেশ কিছু জায়গায়ই বলেছি যে আমরা নতুনদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেব। তাই তাঁদের কাজ যেনো সহজ হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। তালিকা দেখে যেন মনে না হয় আমরা দায়সারা ভাবে শুধু চিত্র নেই বলেই তালিকায় যুক্ত করে দিয়েছি, চিত্র যুক্ত করা সম্ভব কিনা তা দেখিনি। আর আদীব, আপনি আমাকে একটা কথা বলেছিলেন, উইকিপিডিয়ায় প্রথমেই না খুঁজে যদি প্রথমে কমন্সে খোঁজা যায়, তাহলে হয়তো সহজ হতো। আপনার যুক্তি একেবারেই ফেলে দেয়া যায়না। আপনি কি একটু কষ্ট করে এই তালিকা এবং এই তালিকা থেকে আপনার পক্ষে যতটুকু সম্ভব, বাংলা উইকির এমন কিছু বিষয়শ্রেণি খুঁজতে পারবেন, যেখানে উল্লিখিত তালিকাগুলোর চিত্রগুলো ব্যবহারের সুযোগ আছে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০০, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi দুঃখিত, উত্তর দিতে একটু দেরি হয়ে গেল। আজকে থেকে লেগে পড়ছি খোঁজায়। — নাফিউল(আলাপ) ১৩:৩১, ৮ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
মো. হাসিব আফিফ ভাই, আল রিয়াজ উদ্দীন ভাই, ফাইল ট্রান্সফার করে এই প্রতিযোগিতায় যুক্ত করার বিষয়টি নিয়ে আমি আন্তর্জাতিক দলের সাথে কথা বলেছি। ওনারা বলেছেন, যাবে। যেসব উইকিতে স্থানীয়ভাবে চিত্র আপলোডের ব্যবস্থা আছে, সেসব উইকিতে এই ক্যাম্পেইনে ফাইল ট্রান্সফার করে চিত্র যুক্ত করায় বাধা দেয়া হচ্ছে না, তবে কমন্স থেকে চিত্র যুক্ত করায় স্বাভাবিক ভাবেই উৎসাহিত করা হচ্ছে। আর রিয়াজ ভাই, এই প্রতিযোগিতার জন্য কিছু ভিডিও টিওটোরিয়াল বানিয়ে দিতে পারবেন? যেখানে নাম যুক্ত করা থেকে শুরু করে কমন্সে চিত্র খুঁজে যুক্ত করা, সারাংশে হ্যাশট্যাগ যুক্ত করা আর তালিকায় নিবন্ধের নামের পাশে  করা হয়েছে ট্যাগ লাগানো সবকিছুই দেখানো হবে? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৭, ২০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi: প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগেই আমি টিউটোরিয়াল বানিয়ে দিবো ইনশাআল্লাহ। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:৫৪, ২০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Mrb Rafi: ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি৷ ইউটিউবে লিংক https://youtube.com/watch?v=yeIGHYz4kos&feature=youtu.be দেখতে পারেন৷ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:২৪, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
কমন্সের লিংক c:File:উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১.webmআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২৭, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কে কয়টা ছবি যোগ করল

জনাব, কে কয়টা ছবি যোগ করলো সেটা কিভাবে দেখা যাবে। আমি তো কয়েকটা যোগ করেছি। -- --- কুউ পুলক (আলাপ) ১৪:৫২, ৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক: উইকিমিডিয়া হ্যাশট্যাগ সরঞ্জামের মাধ্যমে সম্পাদনা ট্র্যাক করা হবে আর প্রতিযোগিতার জন্য গণণাটি পহেলা জুলাইয়ের পর অর্থাৎ প্রতিযোগিতা শুরুর পর থেকে শুরু হবে, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৫:০২, ৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil ইসসসিরে আমি তো ৪টা যোগ করে ফেলেছি। জুলাইয়ের পরে যোগ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ -- --- কুউ পুলক (আলাপ) ১৫:০৮, ৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
--- কুউ পুলক, উইকিতে হাসির ইমোজি যুক্ত করা উচিত। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৪, ১১ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
কুউ পুলক ভাই, একটু কষ্ট করে যে চারটা নিবন্ধে চিত্র যুক্ত করেছেন, সেগুলোতে  করা হয়েছে ট্যাগ লাগিয়ে দেবেন? প্রতিযোগিতার সময়ও এটা করবো ভাবছি, তাহলে তালিকা থেকে নিবন্ধ বাছাই করায় সুবিধা হবে।— Mrb Rafi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
Mrb Rafi  করা হয়েছে কুউ পুলক (আলাপ) ১৫:৪৪, ৩০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পরিকল্পনা

সুপ্রিয় হীরক রাজা, ওয়াসি উল বাহার, আফিফ, সাইফুর, MS Sakib, হাসানুর রশিদ, মুকিত, ইব্রাহিম, আদীব, শ্রেয়স্কর, শেখ ভাই, শাকিল ভাই এবং তানভীর ভাই আপনাদের সকলকেই ধন্যবাদ আয়োজক দলে যুক্ত হবার জন্য। আমাদের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, এখন আমার মনে হয় কিছু বিষয়ে সূক্ষ্ম পরিকল্পনা না করতে পারলে সামনে ঝামেলায় পড়তে হবে আমাদের।

আমার মতে এখন থেকে আমাদের কাজ মূলত ৩ টি সেক্টরেই থাকবে। ১/ নিবন্ধতালিকা সম্প্রসারণ, ২/ প্রচার (অনউইকি এবং সোশাল মিডিয়ায়) এবং ৩/পর্যালোচনা। আমাদের সবাইকে এই তিনটি কাজে ভাগ হয়ে যেতে হবে। প্রথম দুইটিতে তেমন লোকবল লাগবেনা বলেই আমার মনে হয়। তবে তৃতীয়টি আমাদের অন্যতম মাথাব্যাথার কারণ হতে পারে। ইতোমধ্যেই পর্যালোচনা সম্পর্কিত বেশ কিছু অসুবিধার কথা আমি শুনেছি। তবে সমস্যাগুলো এই বার্তার নিচে আবার উল্লেখ করার অনুরোধ করছি, যেন সবাই আলোচনা করে সমাধানের পথে এগোনো সম্ভব হয়। আর হ্যাশট্যাগ মনিটরিং টুলের কিছু ঝামেলার কথাও অনেকে বলেছেন। সে সমস্যাগুলোর বিস্তারিত তালিকা তোইরি করা যাবে কি? তাহলে আমি সেগুলো আন্তর্জাতিক দলের সামনে তুলে ধরতে পারতাম।

শুভকামনা - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তালিকা

আশাজনকভাবে, আয়োজনে অংশগ্রহণকারীরা দ্রুতগতিতে নিবন্ধসমূহে চিত্র যোগ করে চলেছেন। নিবন্ধ তালিকা, আয়োজন চলাকালীন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। এত দীর্ঘ তালিকা প্রতিযোগীদের জন্য অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই, চিত্র যোগকৃত নিবন্ধসমূহ তালিকা থেকে অপসারণ করে ফেলাই শ্রেয় হবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে, একটি সংগ্রহশালাও যুক্ত করা যেতে পারে। এ বিষয়ে কারও কোনো মন্তব্য থাকলে জানানোর অনুরোধ রইলো।

পুনশ্চঃ নিবন্ধ তালিকা সম্প্রসারণের জন্য আরও প্রচুর চিত্রবিহীন নিবন্ধযুক্ত বিষয়শ্রেনী প্রয়োজন, এ ধরণের বিষয়শ্রেনীর নাম জানা থাকলে এখানে জানানোর অনুরোধ থাকলো।  — নাফিউল(আলাপ) ১৩:৪৯, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বি, আপনি সঠিক প্রস্তাব দিয়েছেন। অনেক নিবন্ধনে দেখলাম, চিত্র যুক্ত করার পরেও  করা হয়েছে কথাটা উল্লেখ করেনি। যা সত্যিই অন্যদের সমস্যায় ফেলছে। SojolRana (আলাপ) ২১:৩৬, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Nafiul adeeb: সংগ্ৰহশালা শুরু করা হয়েছে —শাকিল হোসেন আলাপ ০৭:৫৯, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি নিবন্ধের কোথায় যোগ হবে?

(সকলের উদ্দেশ্যে)

আমার মনে হচ্ছে আমরা অনেকেই বুঝতে পারছি না, ছবি নিবন্ধের কোথায় যোগ হবে? আমরা অনেকেই ছবি অনুচ্ছেদের মাঝে কিংবা অনুচ্ছেদের নিচে যোগ করছি। সকলের উদ্দেশ্যে:

  • ছবি নিবন্ধের সূচনা অনুচ্ছেদের উপরে যোগ করুন। মানে একদম শুরুতে, প্রথম লাইনেরও আগে যোগ করুন। (উদাহরণ)
  • যদি নিবন্ধে তথ্যছক থাকে, তাহলে একদম শুরুতে কিন্তু তথ্যছকের নিচে ছবি যোগ করুন। (উদাহরণ)

বিষয়টি না বুঝলে এখানে প্রশ্ন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৭, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান প্রশ্নঃ অমুক্ত ছবি যোগ করে ট্যাগ লাগালে কি সেটা প্রতিযোগিতায় গণনা করা হবে? -- কুউ পুলক (আলাপ) ০৪:০০, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নিয়মাবলীতে কিন্তু "মুক্ত লাইসেন্স এর অধীন" উল্লেখ আছে। — AKanik 💬 ০৫:৪৪, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik সেটাইতো। সবাই মনে হয় বিষয়টা জানে না। যেমন, জনাব Yahya। -- কুউ পুলক (আলাপ) ০৬:২৩, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ওভাবে তো হচ্ছে না। যারা সব ছবি নিবন্ধের শুরুতে দিচ্ছে তারা ভুল করছে। এখানে কিছু ছবি ছকের ,কিছু নিবন্ধ প্রথম অংশের এবং কিছু ভিতরের বিষয়ভিত্তিক ব্যাখ্যা। ওভাবে সব এক জায়গায় দিলে ছবির স্বার্থকতা থাকছেনা। আর ছবি নিবন্ধের শুরুতে ও ছকের নিচেই দিই কিন্তু ছবি নিচে প্রদর্শীত হচ্ছে। Nazrul Islam Nahid Majumder (আলাপ) ০২:১৭, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক এবং Ahmad Kanik: ভাই, মেটা পাতার প্রাজিপ্র ও নিয়মাবলীতে (৩ নং) বলা হয়েছে, যেসব উইকিতে অমুক্ত ছবি আপলোড করা যায়, সেসব উইকিতে এগুলোও প্রতিযোগিতায় ব্যবহার করা যাবে। উপরের প্রথম আলোচনাতে ব্যবহারকারী:Mrb Rafi এ বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। —গোলা মুকি(আলাপ)১০:৫৭, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Md. Golam Mukit Khan: আমি হ্যাঁ বা না বলিনি। শুধু নিয়মাবলী অংশে লেখা থাকা "ব্যবহৃত ছবি অবশ্যই "মুক্ত লাইসেন্স এর অধীন" অথবা পাবলিক ডোমেইন এর আওতায় প্রকাশিত হতে হবে। যেমন সিসি বাই-এসএ ৪.০, সিসি বাই ৪.০।" - এর কথা বলেছি। অমুক্ত গ্রহণযোগ্য হলে এটা মুছে দেয়া প্রয়োজন। — AKanik 💬 ১১:০৪, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Md. Golam Mukit Khan ঠিকই তো। এই বিরাট বিষয়টা আমি এইমাত্র জানলাম। ধন্যবাদ জনাব মুকিত সাহেব। -- কুউ পুলক (আলাপ) ১১:১৬, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাবুজ্জামান ভাই, এক নিবন্ধে কয়জন সম্পাদক ছবি যোগ করতে পারবেন?? - মোহাম্মদ হাসান (আলাপ) ১২:৫৫, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ হাসানুর রশিদ: কোন বাঁধাধরা নিয়ম নেই। একাধিক জন হলেও সমস্যা নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৪, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান ভাই এবং মোহাম্মদ হাসানুর রশিদ ভাই, ইতোমধ্যেই চিত্র আছে, এমন নিবন্ধে চিত্র যুক্ত করা যাবেনা এই প্রতিযোগিতায়, এমনটাই আন্তর্জাতিক নিয়মে বলা হয়েছে। এর কারণ হচ্ছে, বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় ইতোমধ্যেই বিপুল পরিমাণ চিত্রবিহীন নিবন্ধ আছে। সেগুলোতে চিত্র যোগ করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য; এক নিবন্ধে একসাথে কয়েকজন কিংবা আগে থেকে চিত্র থাকা কোনো নিবন্ধে চিত্র যুক্ত করতে থাকলে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ব্যাহত হবে, আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলা উইকিতে মনে হয় চল্লিশ হাজারের মতো চিত্রবিহীন নিবন্ধ আছে (মোট নিবন্ধের ৪০%!)। কাজেই আমাদের লক্ষ্য হতে পারে এর ভেতর যতগুলো নিবন্ধে সম্ভব মানসম্মত চিত্র যোগের চেষ্টা করা। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১৩, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ও আচ্ছা। আমার জানা ছিল না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩২, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু নিবন্ধে ছবি আছে। তারপরও যেসব নিবন্ধে ছবি নেই তার তালিকায় সে নিবন্ধগুলো রয়ে গেছে। এক্ষেত্রে আবার নতুন করে ছবি যুক্ত করতে হবে? Artificer Abu Nayeem (আলাপ) ২৩:৫৪, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Artificer Abu Nayeem: না, নিবন্ধে ছবি থাকলে তাতে আবার নতুন করে ছবি যোগ করতে হবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৫, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু বিষয় সম্পর্কে

বেশ কিছু সাধারণ বিষয় নিয়ে মেটা উইকির প্রকল্প পাতায় একটি প্রশ্ন রেখেছিলাম যার উত্তর পাওয়া গেছে,
১. প্রতিযোগিতায় আওতায় অ-মুক্ত চিত্র যোগ করে নিবন্ধের উন্নয়ন করা যাবে কিনা?

উত্তর: হ্যাঁ, প্রতিযোগিতার অধীনে অমুক্ত চিত্র (লোগো, পোস্টার, মৃত ব্যক্তির ছবি) যোগ করা যাবে।

২. এক নিবন্ধে চিত্র রয়েছে ওই নিবন্ধেই একজন সম্পাদক আবার চিত্র যোগ করলেন এক্ষেত্রে সেটা কি প্রতিযোগিতায় গণণা করা হবে?

উত্তর: কিছু বিশেষ ক্ষেত্র বাদে অন্যথায় এগুলো প্রতিযোগিতার অংশ হিসাবে গণণা করা হবে না।

৩. এক নিবন্ধে চিত্র নেই কিন্তু একজন সম্পাদক একাধিকবার সম্পাদনার মাধ্যমে একাধিক চিত্র যোগ করলেন এক্ষেত্রে তার স্কোর কত হবে?

উত্তর: ১, কারণ মানোন্নয়নকৃত নিবন্ধের সংখ্যা গণনা করা হবে।

সবাইকে ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৬:৩৪, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক ধন্যবাদ ভাই এই ব্যাপারে অবগত করানোর জন্য। সজল রানাআলাপ ১৮:১২, ৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

২. এটি খুবই কম হয়। একটি নিবন্ধে চিত্র আছে সেখানে আরেকটি চিত্র যোগ হওয়ার ক্ষেত্রে যদি ব্যক্তির মঞ্চে গুণ পরিবেশন চিত্র থাকে তবে এক্ষেত্রে ব্যক্তির বাল্যকাল,শিক্ষাকাল বা প্রশিক্ষণ এমন প্রাসঙ্গিক চিত্র যোগ করতে পারবে। আর বিষয় ভিত্তিক নিবন্ধে প্রচুর ব্যাখ্যা,তত্ত্ব ও উদাহরণ থাকে, ঐ নিবন্ধে লোগো থাম্বনিল অথবা সূচনা মূলক চিত্র থাকলে(একটি চিত্র থাকলে) বাকী চিত্র গুলো যুক্ত না করলে নিবন্ধে স্বার্থকতা জলে যায়। এগুলো যুক্ত করে প্রতিযোগিতায় নম্বর পাওয়া মোটেও দোষের নয়। Nazrul Islam Nahid Majumder (আলাপ) ০২:৪৫, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অপ্রাসঙ্গিক ছবি যোগ হচ্ছে

(সকলকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে)

সুধী সকল, আমি লক্ষ্য করছি যে অনেকেই নিবন্ধে অপ্রাসঙ্গিক ছবি যোগ করছেন।

এক ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোগো ঐ ব্যক্তির নিবন্ধে যোগ করার কোন মানে নেই। একটা জমিদার বাড়ি, মসজিদ ঢাকায়/কিশোরগঞ্জে অবস্থিত বিধায় উক্ত জমিদার বাড়ির নিবন্ধে কিশোরগঞ্জের মানচিত্র, মসজিদের নিবন্ধে ঢাকার মানচিত্র যোগ করার কোন মানে নেই। এই রকম আরো বহু উদাহরণ রয়েছে। এবং এত এত ভুল হচ্ছে যে সত্যি বলতে আমি বিরক্ত হয়ে অনেক সম্পাদনা রোলব্যাক করা শুরু করেছি (যে কয়টা আমার চোখে পড়েছে, আমি নিশ্চিত বহু নিবন্ধে এখনো বহু অপ্রাসঙ্গিক ছবি রয়ে গিয়েছে)।

যারা ছবি যোগ করছেন: দয়া করে নিবন্ধে প্রাসঙ্গিক ছবি যোগ করুন। নিবন্ধের মূল বিষয়বস্তুর সাথে যে ছবির সরাসরি সম্পর্ক আছে। যদি প্রাসঙ্গিক ছবি না পান, ঐ নিবন্ধে ছবি যোগ করার দরকার নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫০, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 আফতাবুজ্জামান ভাইয়া, বিষয়টি সবার সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমিও এরকম বিষয় কয়েকদিন ধরে খেয়াল করছি। অপ্রাসঙ্গিক চিত্র যোগ, চিত্র যোগ না করেও ট্যাগ দেয়া,  করা হয়েছে না লেখা এরকম অনেক ভুল। কিছু সম্পাদনা বোধহয় পূর্বাবস্থায় ফেরত দিয়েছি, কারো কারো আলাপ পাতায় বার্তা দিয়ে সতর্ক করেছি; এমনকি যেসকল ক্ষেত্রে অনভিজ্ঞতার জন্য এমনটা হচ্ছে বলে মনে হয়েছে, তাঁদের বোঝানোর চেষ্টা করেছি, যাঁদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব, তাঁদের গুগল মিটে আমার অবসর সময়ে আমন্ত্রণ জানিয়ে স্ক্রিন শেয়ার করে হাতে কলমে দেখাবার চেষ্টা করেছি। তবে সবার উপরে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের মানকে গুরুত্ব দিতে হবে আমাদের। তাই এরকম কিছু আপনার চোখে পড়লে রোলব্যাক করার অনুরোধ রইলো; বেশি গুরুতর মনে হলে আলাপে বার্তা দিয়ে সতর্ক করতে পারেন কিংবা এখানে জানাতে পারেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১৭, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাই, এরকম ভুল বুঝে না বুঝে অনেকেই করে ফেলছে। কিন্তু ভুলগুলো শনাক্তকরণের উপায় থাকাটা জরুরি। ইংরেজি উইকিতে কিছু চিত্র যোগ করেছিলাম, কিন্তু তার বেশিরভাগই একজন প্রশাসক এই বলে রিভার্ট করেছেন যে, ছবিগুলো লো কোয়ালিটির এবং লাইসেন্স নিয়ে সন্দেহ আছে। তারা একটি সম্পাদনা ফিল্টারের কারণে এগুলো ট্র‍্যাক করতে পারতেছে। যেহেতু প্রতিযোগিতার এখনো পনের দিন বাকি, তাই আমি অনুরোধ করছি এরকম একটি ফিল্টার আমাদের এখানেও চালু করার। এতে পর্যালোচক, প্রশাসক বা সম্প্রদায়ের অন্য কেউ সহজেই সম্পাদনাগুলো পরীক্ষা করে দেখতে পারবেন।
য়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৩২, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ইয়াহিয়া ভাই, আসলে ১৫ দিন নয়, ১ মাস + ১৫ দিন = দেড় মাস বাকি মোট। আর আমি কারিগরি বিষয়ে অতো অভিজ্ঞ নই, তাই বুঝতে পারছিনা এই ফিল্টারে আসলে কিভাবে বা কতটুকু কাজ হবে, তবে একটা সমাধান আমাদের বার করাটা খুব জরুরী। আফতাবুজ্জামান ভাই, এই অপব্যবহার ছাঁকনির বিষয়টি কি একটু দেখবেন? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৫১, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এই অপব্যবহার ছাঁকনি তো তেমন কিছু করবে না, শুধু হ্যাশট্যাগ যুক্ত সম্পাদনাগুলি লগ করবে। হ্যাশট্যাগ সরঞ্জামটির মতই। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১৩, ১৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]