বিষয়বস্তুতে চলুন

শাহপরান সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 শাহপরান সরকারি কলেজ
ꠡꠣꠢꠙꠞꠣꠘ ꠡꠞꠇꠣꠞꠤ ꠇꠟꠦꠎ
ধরনসরকারী
স্থাপিত১৯৬৬
সিলেট, বাংলাদেশ
অধ্যক্ষসোমা পাল
শিক্ষার্থী৪৫০+
অবস্থান
টেকনিক্যাল রোড, খোজারখোলা, সিলেট
ওয়েবসাইটতথ্য-বাতায়ন

শাহপরান সরকারি কলেজ (সিলেটি: ꠡꠣꠢꠙꠞꠣꠘ ꠡꠞꠇꠣꠞꠤ ꠇꠟꠦꠎ) (পূর্বনাম:গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, সিলেট) বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি সিলেট বিভাগীয় সদরে অবস্থিত।[] ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বৃহত্তর সিলেট অঞ্চলে সরকারি পর্যায়ে পরিচালিত একমাত্র এই প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সাল থেকে বর্তমান নামে পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠার ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের[] নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[] জেলা সদরে 'গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট' স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা 'ইউএসএইড'-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, বরিশাল এবং সিলেট জেলা শহরে ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[] প্রতিষ্ঠানটির পাশেই সিলেট সরকারি টেকনিক্যাল কলেজসিলেট পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

এই প্রতিষ্ঠানটিতে ঢাকা শিক্ষা বোর্ড এর অধীনে দুই বছর মেয়াদী 'ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ' (ডিআইবিএস) নামে একটি কর্মমুখী শিক্ষা কোর্স পরিচালনা করা হয়।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫ 
  2. যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫ 

বহি:সংযোগ

[সম্পাদনা]