বরিশাল ক্যাডেট কলেজ
বরিশাল ক্যাডেট কলেজ | |
---|---|
![]() | |
![]() বরিশাল ক্যাডেট কলেজের প্রধান ফটক | |
অবস্থান | |
![]() | |
বাংলাদেশ , ১২০৫ | |
স্থানাঙ্ক | ২২°৪৬′৫০″ উত্তর ৯০°১৮′২৩″ পূর্ব / ২২.৭৮০৪৩° উত্তর ৯০.৩০৬৩০° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম | বরিশাল রেসিডেনসিয়াল মডেল কলেজ |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে |
প্রতিষ্ঠাকাল | ১ জুলাই ১৯৮১ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল |
ইআইআইএন | ১০০৪৪৩ |
অধ্যক্ষ | লেফটেন্যান্ট কর্নেল তাহসীন সালেহীন, পিএসসি, পদাতিক |
অ্যাডজুট্যান্ট | মেজর মহিউদ্দিন মোহাম্মদ আসিফ |
ভাষা | ইংরেজী |
আয়তন | ৫১ একর (২,১০,০০০ বর্গমিটার) |
রং | তুর্কি নীল |
প্রথম অধ্যক্ষ | মোহাম্মদ মোফাজ্জল হোসেন |
ওয়েবসাইট | bcc.army.mil.bd |
বরিশাল ক্যাডেট কলেজ বাংলাদেশের সপ্তম ক্যাডেট কলেজ। ১৯৮১ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। এটি দেশের অন্যান্য ক্যাডেট কলেজসমূহের মত এক ধরনের স্বায়ত্বশাসিত আবাসিক সামরিক স্কুল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (৭ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেনী) শিক্ষা দেয়া হয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৮১ সালে তৎকালীন বরিশাল সরকারি আবাসিক আদর্শ মহাবিদ্যালয়ের সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আ: খা: আবদুল মান্নান সাহেব বরিশাল ক্যাডেট কলেজের প্রকল্প পরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন।
এখানে শিক্ষার্থীদের জন্য ১০০০+ বই বিশিষ্ট গ্রন্থাগার অবস্থিত।
আবাসিক হাউস
[সম্পাদনা]বরিশাল ক্যাডেট কলেজে ৩ টি হাউস রয়েছে। হাউসগুলো হলো:
১. সোহরাওয়ার্দী হাউস।
২. শেরে বাংলা হাউস।
৩. শরিয়তউল্লাহ হাউস।
প্রত্যেকটি হাউসে ক্যাডেটসরা এক একটি পরিবার হিসেবে জীবন যাপন করে। এছাড়াও, মাঝেমধ্যেই আন্তঃ হাউস প্রতিযোগিতার আয়োজন করা হয়।