বিষয়বস্তুতে চলুন

বরিশাল ক্যাডেট কলেজ

স্থানাঙ্ক: ২২°৪৬′৫০″ উত্তর ৯০°১৮′২৩″ পূর্ব / ২২.৭৮০৪৩° উত্তর ৯০.৩০৬৩০° পূর্ব / 22.78043; 90.30630
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরিশাল ক্যাডেট কলেজ
বরিশাল ক্যাডেট কলেজের লোগো
বরিশাল ক্যাডেট কলেজের প্রধান ফটক
অবস্থান
মানচিত্র
ইউনিয়নঃ রহমতপুর
উপজেলাঃ বাবুগঞ্জ
জেলাঃ বরিশাল
বাংলাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে।

বাংলাদেশ
,
১২০৫
স্থানাঙ্ক২২°৪৬′৫০″ উত্তর ৯০°১৮′২৩″ পূর্ব / ২২.৭৮০৪৩° উত্তর ৯০.৩০৬৩০° পূর্ব / 22.78043; 90.30630
তথ্য
প্রাক্তন নামবরিশাল রেসিডেনসিয়াল মডেল কলেজ
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১ জুলাই ১৯৮১; ৪৩ বছর আগে (1981-07-01)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
ইআইআইএন১০০৪৪৩
অধ্যক্ষলেফটেন্যান্ট কর্নেল তাহসীন সালেহীন, পিএসসি, পদাতিক
অ্যাডজুট্যান্টমেজর মহিউদ্দিন মোহাম্মদ আসিফ
ভাষাইংরেজী
আয়তন৫১ একর (২,১০,০০০ বর্গমিটার)
রং  তুর্কি নীল
প্রথম অধ্যক্ষমোহাম্মদ মোফাজ্জল হোসেন
ওয়েবসাইটbcc.army.mil.bd

বরিশাল ক্যাডেট কলেজ বাংলাদেশের সপ্তম ক্যাডেট কলেজ। ১৯৮১ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত। এটি দেশের অন্যান্য ক্যাডেট কলেজসমূহের মত এক ধরনের স্বায়ত্বশাসিত আবাসিক সামরিক স্কুল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (৭ম শ্রেণী হতে দ্বাদশ শ্রেনী) শিক্ষা দেয়া হয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮১ সালে তৎকালীন বরিশাল সরকারি আবাসিক আদর্শ মহাবিদ্যালয়ের সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আ: খা: আবদুল মান্নান সাহেব বরিশাল ক্যাডেট কলেজের প্রকল্প পরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন।

এখানে শিক্ষার্থীদের জন্য ১০০০+ বই বিশিষ্ট গ্রন্থাগার অবস্থিত।

আবাসিক হাউস

[সম্পাদনা]

বরিশাল ক্যাডেট কলেজে ৩ টি হাউস রয়েছে। হাউসগুলো হলো:

১. সোহরাওয়ার্দী হাউস।

২. শেরে বাংলা হাউস।

৩. শরিয়তউল্লাহ হাউস।

প্রত্যেকটি হাউসে ক্যাডেটসরা এক একটি পরিবার হিসেবে জীবন যাপন করে। এছাড়াও, মাঝেমধ্যেই আন্তঃ হাউস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]