ফেরজল জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেরজল জেলা
মণিপুরের জেলা
স্থানাঙ্ক (ফেরজল): 93° 11' 16.0440 East and 24° 15' 43.0524 N
রাষ্ট্র ভারত
রাজ্যমণিপুর
গঠন২০১৬
সদরফেরজল
আয়তন
 • সর্বমোট২,২৮৫ বর্গকিমি (৮৮২ বর্গমাইল)
জনসংখ্যা
 • সর্বমোট৪৭,২৫০
 • জনঘনত্ব২১/বর্গকিমি (৫৪/বর্গমাইল)
জনতত্ত্ব
 • সাক্ষরতার হার৭৯%
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনMN0 (এমএন০)
জাতীয় সড়ক১৫০ নং, ২নং
ওয়েবসাইটpherzawldistrict.com

ফেরজল জেলা উত্তর পূর্ব ভারতে অবস্থিত সপ্তভগিনী রাজ্যগুলির একটি মণিপুর রাজ্যের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত৷ ২০১৬ খ্রিস্টাব্দে ৮ই ডিসেম্বর চূড়াচাঁদপুর জেলা থেকে এই জেলাটি গঠন করা হয়৷ জেলাটির জেলাসদর কামজং অঞ্চলে অবস্থিত৷ [১] [২] [৩] [৪] [৫]

ফেরজল জেলাটির উত্তর-পশ্চিম দিকে রয়েছে জিরিবাম জেলা, উত্তরদিকে রয়েছেন নোনে জেলা, পূর্ব দিকে রয়েছে চূড়াচাঁদপুর জেলা, দক্ষিণ দিকে রয়েছে মিজোরাম রাজ্যের সাইতুয়াল জেলা (পূর্বতন চাম্ফাই জেলা), দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে আইজল জেলা এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে আসাম রাজ্যের কাছাড় জেলা৷ এছাড়া জেলাটির সাথে দক্ষিণ-পূর্ব দিকে মিয়ানমার রাষ্ট্রের ছিন রাজ্যের ফালাম জেলার সহিত অন্তর্রাষ্ট্রীয় সীমানা রয়েছে৷

অবস্থান[সম্পাদনা]

ফেরজল জেলা মণিপুর রাজ্যের দক্ষিণাংশে ৯৩° ১৬' ১৬.০৪৪০' পূর্ব দ্রাঘিমা এবং ২৪° ১৫' ৪৩.০৫২৪' উত্তর অক্ষাংশে অবস্থিত৷ জেলাটির দক্ষিণে রয়েছে মিজোরামের সিনলুং পর্বতশ্রেণী৷ সরকারি নথি অনুসারে ফেরজল জেলায় মোটামুটি ২০০টি গ্রাম রয়েছে৷

২০১৬ খ্রিস্টাব্দে ৮ই ডিসেম্বর রাজ্যের ৫৫ নং বিধানসভা কেন্দ্র টিপাইমুখ এবং ৫৬ নং বিধানসভা কেন্দ্র থানলোন একত্রিত করে এই জেলাটি গঠন করা হয় এবং ফেরজলকে জেলাটির সদর শহর ঘোষণা করা হয়৷ মণিপুরে নতুন সাতটি জেলা গঠন নিয়ে একাধিক বিতর্ক ও বাগবিতণ্ডার পরে স্থানীয়রা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফেরজল জেলা গঠনকে সমর্থন করেছেন৷ [৬] ঐ বছরই তৎকালীন মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ ফেরজল গ্রামে এই নতুন জেলার প্রশাসনিক দপ্তর উদ্বোধন করেন৷

পরিবহন[সম্পাদনা]

ফেরজল গ্রামটি রজ্যের রাজধানী ইম্ফলের সাথে সড়ক পথে সংযুক্ত৷ ২০১৭ খ্রিস্টাব্দে ইম্ফল থেকে ফেরজলে প্রথম স্থায়ী বাস পরিবহন পরিষেবা শুরু হয়৷ [৭]

ভূপ্রকৃতি ও আবহাওয়া[সম্পাদনা]

জেলাটি আর্দ্র উপক্রান্তীয় মৌসুমী অবহাওয়া প্রভাবিত৷ মাটি মোটামুটিভাবে উর্বর এবং দোঁয়াশ ও এঁটেলমাটির মিশ্র প্রভাব লক্ষ্যনীয়৷ মাপক অনুযায়ী সর্বনিম্ন শীতকালীন উষ্ণতা ৩.৪ °সে (৩৮.১ °ফা) এবং সর্বোচ্চ গ্রীষ্মকালীন উষ্ণতা ৩৪.১ °সে (৯৩.৪ °ফা) এর মধ্যে হেরফের করে৷ গড় বার্ষিক বৃষ্টিপাত ৬৭০ থেকে ১,৪৫০ মিমি (২৬ থেকে ৫৭ ইঞ্চি)৷ জেলাটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৩৭ মিটার থেকে ৩৪০২ মিটারের মধ্যে, তথা গড় উচ্চতা বিচারে জেলাটি পার্বত্য জেলা৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "7 new districts formed in Manipur amid opposition by Nagas : India, News - India Today"Indiatoday.intoday.in। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  2. "Manipur Creates 7 New Districts"Ndtv.com। ২০১৬-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  3. "New districts to stay, says Manipur CM"The Hindu। ২০১৬-১২-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  4. "Simply put: Seven new districts that set Manipur ablaze"The Indian Express। ২০১৬-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  5. "Creation of new districts could be game-changer in Manipur polls | opinion"Hindustan Times। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-৩০ 
  6. "Pherzawl District Inauguration (Night Programme)"। YouTube। ২০১৬-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৮ 
  7. https://web.archive.org/web/20180802201744/https://www.zoramobserver.com/manipur/first-view-of-pherzawl-bus-from-imphal//