পূর্ণেন্দু শেখর গুহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিপ্লবী

পূর্ণেন্দু শেখর গুহ
জন্ম১৯১৪ সালের ১১ নভেম্বর
অবিভক্ত বাংলার ফরিদপুরের ভবদিয়া গ্রাম
মৃত্যু১৯৮২ সালে
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • লাল বিহারী গুহ (পিতা)
  • শতদলবাসিনী দেবী (মাতা)

পূর্ণেন্দু শেখর গুহ, ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি বিপ্লবী ব্যক্তিত্ব।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

পূর্ণেন্দু শেখর গুহ ১৯১৪ সালের ১১ নভেম্বর অবিভক্ত বাংলার ফরিদপুরের ভোবোদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা লাল বিহারী গুহ ছিলেন একজন চিকিৎসক ও পারিবারিক চিকিৎসক এবং কোচবিহারের মহারাজা গোবিন্দলাল রায়বাহাদুরের বন্ধু এবং মা শতদলবাসিনী দেবী ছিলেন একজন সাধারণ গৃহিণী।[২]

বিপ্লবী জীবন[সম্পাদনা]

স্কুল শেষ করে তিনি তাজহাট হাইস্কুলে ভর্তি হন। স্কুলে পড়ার সময় তিনি স্বদেশী আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। মাত্র ১২ বছর বয়সে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। রংপুর কারমেইল কলেজে পড়ার সময়ই তিনি অনুশীলন সমিতির নজরে আসেন এবং স্বদেশ মন্ত্রে দীক্ষিত হন। তিনি কিশোর বয়স থেকেই স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং পড়াশোনা অসমাপ্ত রেখেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র দাসের মেসমেট। তিনি ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন। অনুশীলন সমিতিযুগান্তর দলের সদস্য পূর্ণেন্দু শেখর গুহ ১৯৩৪ সালে কলকাতায় অস্ত্র সংগ্রহ করতে আসেন। কিন্তু পুলিশ তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।[৩][৪][৫][৬][৭]

কারাগারে যাবজ্জীবন[সম্পাদনা]

১৯৩৪ সালের ১৪ সেপ্টেম্বর রংপুর অস্ত্র মামলায় তাকে আন্দামান সেলুলার জেলে ৯ বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ১৯৩৭ সালে তিনি আন্দামান সেলুলার জেলে ৩৬ দিন অনশন ধর্মঘট করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে অনশন ভাঙা হয় এবং জেল কর্তৃপক্ষ বন্দীদের দাবি মেনে নেয়। ১৯৩৮ সালে তিনি সেলুলার জেল থেকে আলিপুর জেলে স্থানান্তরিত হন। ১৯৪৬ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান। স্বাধীনতার পর তিনি আসাম ম্যাচ ফ্যাক্টরিতে যোগ দেন।[৮]

পরবর্তী জীবন[সম্পাদনা]

১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতার ২৫ বছর উপলক্ষে তাকে তাম্রশাসন (তাম্রপত্র) দিয়ে সম্মানিত করেন। অবশেষে ১৯৮২ সালে পূর্ণেদু শেখর নিজ বাড়িতে পরলোকগমন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.youtube.com/watch?v=pCFkk5CoA54
  2. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?26110
  3. https://www.facebook.com/PurnenduSekharGuha/posts/tajhat-high-school-and-carmichael-college-rangpur-still-carry-the-memory-of-free/815117065193071/
  4. https://www.facebook.com/PurnenduSekharGuha/posts/rare-documentary-on-revolutionary-purnendu-sekhar-guha-faridpur-bengalp-i357-fil/4555584017813005/
  5. সেনগুপ্ত, এস. (ed.) (১৯৮৮). সমসদ বাংলা চরিতাভিধান (বাংলা), কলকাতা: সাহিত্য সমসদ, পৃষ্ঠা.২৮৮
  6. Political Agitators in India। পৃষ্ঠা 67। 
  7. বাসিল কপ্লেস্টোন আলেন। ঢাকা। দ্য পাইওনিয়ার প্রেস। পৃষ্ঠা 53। 
  8. https://www.facebook.com/PurnenduSekharGuha/posts/uttar-banga-krishi-viswavidyalayas-topper2014-priyanka-anjoy-received-freedom-fi/1401044613266977/