ধূরইল ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধূরইল
ইউনিয়ন
১ নং ধূরইল ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
উপজেলামোহনপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ কাজিম উদ্দীন
আয়তন
 • মোট২৭.৭৬ বর্গকিমি (১০.৭২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৬ সালের অনলাইন অনুযায়ী))
 • মোট২৮,৮১১
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭৫
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ধূরইল বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার একটি ইউনিয়ন

মোহনপুর উপজেলাধীন ১নং ধূরইল ইউনিয়ন পরিষদটি ৩৯ টি গ্রাম  এবং ২৩টি মৌজা নিয়ে গঠিত। এ উপজেলা কৃষি ও মৎস্য শিল্পপ্রধান এবং বিশেষ করে পান, আলু, ধান ও সবজী উৎপাদনের দিক দিয়ে অন্যতম। এই ইউনিয়নটি উপজেলার  ১নং ধূরইল ইউনিয়ন হিসেবে পরিচিত।

আয়তন[সম্পাদনা]

ধূরইল ইউনিয়নের আয়তন ১১.১১ বর্গ কিলোমিটার।[১]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

ধূরইল ইউনিয়ন মোহনপুর উপজেলার আওতাধীন ১ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মোহনপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৫৪নং নির্বাচনী এলাকা রাজশাহী এর অংশ। ইউনিয়নটিতে ৩৯ টি গ্রাম ও ২৩ টি মৌজা আছে।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১৬ সালের অনলাইন অনুযায়ী ধূরইল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৮১১ জন।[১]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধূরইল ইউনিয়নের সাক্ষরতার হার ৭৫%।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "০১ নং ধুরইল ইউনিয়ন"dhuroilup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]