হোম অ্যালোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হোম অ্যালোন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকক্রিস কলম্বাস (চলচ্চিত্রকার)
প্রযোজকজন হিউজেস (চলচ্চিত্রাকার)
রচয়িতাজন হিউজেস (চলচ্চিত্রাকার)
শ্রেষ্ঠাংশে
  • ম্যাকোলে কুলকিন
  • জু পেচি
  • ড্যানিয়েল স্টার্ন (অভিনেতা)
  • জন হেয়ার্ড (অভিনেতা)
  • ক্যাথারিন ও'হারা
সুরকারজন উইলিয়ামস
চিত্রগ্রাহকজুলিও ম্যাকাট
সম্পাদকরাজা গসনেল
প্রযোজনা
কোম্পানি
হিউজেস এন্টারটেইনমেন্ট
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  • ১৬ নভেম্বর ১৯৯০ (1990-11-16)
স্থিতিকাল১০৩ মিনিট[১]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৮ মিলিয়ন[২]
আয়$৪৭৬.৬ মিলিয়ন[২]

হোম অ্যালোন ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা ও প্রযোজনা করেছেন চলচ্চিত্রাকার জন হিউজেস এবং পরিচালনা করেছেন ক্রিস কলম্বাস। এটি ছিলো হোম অ্যালোন ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের প্রধান চরিত্র ম্যাকোলে কুলকিন, কেভিন ম্যাককালিস্টার চরিত্রে অভিনয় করেন। এছাড়াও এতে জু পেচি, ড্যানিয়েল স্টার্ন, ক্যাথারিন ও'হারা এবং জন হেয়ার্ড অভিনয় করেন। চলচ্চিত্রটির জন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা কুলকিন সেরা অভিনেতার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পান।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

অভিনয়ে[সম্পাদনা]

  • ম্যাকোলে কুলকিন, কেভিন ম্যাককালিস্টার চরিত্রে
  • জু পেচি , হ্যারি চরিত্রে
  • ড্যানিয়েল স্টার্ন, মার্ভ চরিত্রে
  • জন হেয়ার্ড, পিটার ম্যাককালিস্টার (কেভিনের বাবা চরিত্রে)
  • রবার্ট ব্লোসোম, মারলে (কেভিনের প্রতিবেশী চরিত্রে)
  • ক্যাথারিন ও'হারা, কেইট ম্যাককালিস্টার (কেভিনের মায়ের চরিত্রে)
  • অ্যাঞ্জেলা গুয়েথালস, লিনি ম্যাককালিস্টার (কেভিনের বড় বোনের চরিত্রে)
  • ডেভিন রাতরে, বাজ্ ম্যাককালিস্টার (কেভিনেট বড় ভাইয়ের চরিত্রে)

প্রমুখ।

অভ্যর্থনা[সম্পাদনা]

বক্স অফিস[সম্পাদনা]

১৮ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই চলচ্চিত্র কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে আয় করে ২৮৫.৮ মিলিয়ন মার্কিন ডলার এবং কানাডাসহ সারাবিশ্বে মোট ৪৭৬.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। চলচ্চিত্রটি মুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা হাস্যরসাত্মক চলচ্চিত্রের তালিকায় স্থান পায়, এমনকি এটি বিশ্বব্যাপী রেকর্ড করা ২০১১ সালের চলচ্চিত্র দ্যা হ্যাংওভার পার্ট ২ কে পর্যন্ত ছাড়িয়ে যায়। এটি ছিলো সর্বোচ্চ অর্থ আয় করা দক্ষিণ আমেরিকার বক্স অফিসের ক্রিসমাস চলচ্চিত্রের সেরা সিনেমা।[৩][৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "HOME ALONE (PG)"British Board of Film Classification। নভেম্বর ১৬, ১৯৯০। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০১৫ 
  2. "Home Alone (1990)"Box Office Mojo। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০১১ 
  3. "The top grossing Christmas films of all time"The Telegraph। ডিসেম্বর ২৫, ২০১৫। 
  4. "All Time Box Office Adjusted for Ticket Price Inflation"Box Office Mojo 

বহিসংযোগ[সম্পাদনা]